পবিপ্রবির ছাত্রীহলে হামলা ছাত্রলীগের

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একটি ছাত্রীহলের গেটে রাতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হল গেটে এ হামলা হয়। এ সময় বেশ কয়েকজন ছাত্র হলের ছাত্রীদের দিকে তেড়ে যান। এতে হলের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হলের বেশ কয়েকজন ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, পবিপ্রবি ছাত্রলীগের একাংশের রাতের কর্মসূচিতে আরেক অংশের নেতাকর্মীরা অংশগ্রহণে অপারগতা প্রকাশ করলে ছাত্রীহলের গেটে হামলা চালান সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। হামলাকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে হলের গণরুমে ছাত্রলীগ নেত্রী সিনথি কানিজ ফারহানা, চৈতালি, তাফরিন মল্লিক ও রূপা আন্দোলনে যাওয়ার জন্য শিক্ষার্থীদের চাপ দেন। এতে বেশ কয়েকজন ছাত্রী যেতে অপারগতা প্রকাশ করলে ছাত্রলীগের ওই নেত্রীরা তাদের ভিডিও ধারণ করেন। ছাত্রীদের অভিযোগ, অপ্রীতিকর অবস্থায় তাদের ভিডিও ধারণ করা হয়েছে।এর আগে রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের বাসভবন ঘেরাও করেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এতে রাত ৯টা থেকে ১টা পর্যন্ত নিজ বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েন ভিসি। স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মানদণ্ড কমানোর দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করা হয় বলে জানা গেছে।জানতে চাইলে পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক জানান, ‘ছাত্রীহলে হামলাকারীদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। আমরা এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। ছাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলেছি।’উপাচার্যকে অবরুদ্ধ করা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, ছাত্রলীগের অগ্রজদের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির সুযোগ দিতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা যোগ দিতে চাইলে সাধারণ সম্পাদকের অনুসারীরা বাধা দেন। এ নিয়ে সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সঙ্গে বাগ্বিত-া হয়।’ ছাত্রীহলের গেটে হামলা প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগ কারো অপকর্মের দায় নেবে না।
ছাত্রীদের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, ‘এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং শৃঙ্খলা বোর্ডের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমএসএম / এমএসএম

বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে বিভিন্ন সময়ে মামলা- হামলার শিকার হয়েছি -সুরুজ্জামান

বরগুনায় ধর্ষণে শিকার বাক প্রতিবন্ধী

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
