তালায় ব্লাস্ট'র আক্রমণে ধান চাষীদের স্বপ্ন ভঙ্গ

এবছরও সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন জায়গায় ইরি-বোরো ধান ক্ষেতে ব্লাস্ট রোগের আক্রমন দেখা দিয়েছে। যা এখানকার শত শত কৃষকের কাঙ্খিত স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে আতঙ্কিত প্রান্তিক চাষিরা ইতিমধ্যেই তাদের আধা পাঁকা ধান কাটার কাজ শুরু করে দিয়েছেন। ধানে ব্লাস্ট রোগের লক্ষন দেখা দেওয়ায় কিছুটা ক্ষতির হাত থেকে বাঁচতে তাঁরা আগেভাগেই ধান কাটার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। কৃষকেরা বলছেন, এখন ধান না কাটলে কিছুদিন পর সব ধান শুকিয়ে বিচালি হয়ে যাবে। অথচ জন গুরুত্বপূর্ণ এই বিষয়ে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের নেই তেমন কোনো মাথা ব্যথা। রয়েছেন ফুরফুরে মেজাজে বলে অভিযোগ উঠেছে। তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৯ হাজার ৫শত হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ব্লাস্ট রোগের প্রকোপ দেখা দেওয়ায় আশানুরূপ ফসল পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে, উপজেলার ১২টি ইউনিয়নের বহু ধান ক্ষেতে এই রোগ মারাত্মক আকার ধারণ করেছে বলে জানা যায়। ব্লাস্টা রোগে শেষ করে দিয়েছে কৃষকের স্বপ্ন। উচ্চ ফলনশীল ব্রি-২৮ জাতের ধান ব্লাস্ট রোগে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ব্রি-৬৭ মিনিকেট জাতের ধানের শীষ কাটা রোগ দেখা দিয়েছে। উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গনডাঙ্গা গ্রামের কৃষক হারিস সরদার, কাজীডাঙ্গা গ্রামের দেবব্রত হালদারের জমিতে ব্লাস্টের আক্রমনে জমির আংশিক ধান সাদা সাদা হয়ে চিটাই পরিণত হয়েছে । তিনি বলেন,দুই বিঘা জমিতে ব্রি-২৮ জাতের বোরো চাষ করেছি। ধান পাকার মুহূর্তেই ব্লাস্ট রোগে আক্রমণ করেছে। কৃষি অফিসের লোকজন আসেও না দেখেও না। নানা ধরনের ঔষধ স্প্রে করেও কোন ফল হয়নি। এদিকে চোমরখালী গ্রামের কৃষক মনিরুল ইসলাম বলেন, এ বছর আড়াই বিঘা জমিতে ধান লাগাইছি কিন্তু কি যে আছে কপালে। ব্লাস্ট রোগের আক্রমণে ধানগাছ সাদা হয়ে কুঁকড়ে গেছে। বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করেও কোনো লাভ পাচ্ছি না। এ অবস্থা চলতে থাকলে ধান তো নয়ই, বিচালিও পাওয়া কঠিন হয়ে যাবে। তাতে দোকানে সার কীটনাশকের বকেয়া পরিশোধ করা সম্ভব হবে না। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, ‘দিনে গরম ও রাতে ঠান্ডা পড়ার কারণেই বোরো ধানে বিশেষ করে ব্রি-২৮ জাতের ধানে ব্লাস্ট রোগের আক্রমণ ঘটছে। আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের এ জাতের ধান রোপণ করতে নিষেধ করি। তবু কৃষকেরা ব্রি-২৮ জাতের ধান রোপণ করেন।’ধানের জন্য ব্লাস্ট একটি ছত্রাক জনিত মারাত্মক ক্ষতিকারক রোগ। দপাইরি কুলারিয়া ওরাইজি’ নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। অনুকূল আবহাওয়ায় রোগটি দ্রুত বিস্তার লাভ করে এবং ব্যাপক ক্ষতি করে থাকে। রোগপ্রবণ জাতের ধানে রোগ সংক্রমণ হলে ফলন শতভাগ পর্যন্ত কমে যেতে পারে। সর্বোপরি, দীর্ঘ বছর ধরে এখানকার সাধারন কৃষক কুলের ঘাড়ের উপরে জেঁকে বসা। ধানের ব্লাস্ট রোগ নামক মারাত্মক সমস্যাটি সমাধানের জন্য। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা
Link Copied