ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ভূমিদস্যুর কবলে আসল ঠিকানা কবরস্থান: দেখা মিলছে রক্তক্ষয়ী সংঘর্ষ


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ৭-৪-২০২৩ দুপুর ৪:৪৭
উখিয়ার সীমান্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল জামে মসজিদের কবরস্থানের জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠেছে এক দল ভুমিদস্যু সিন্ডিকেট। এসবের নৈপথ্যে রওশন আরা নামে এক মহিলাসহ তার পরিবারের লোকজনরা রয়েছে বলে স্থানীয় মান্যগণ্য ও মসজিদ কমিটির অভিযোগ।   
 
আজ জুমা নামাজের পরবর্তী সময়ে ঘুমধুমের তুমব্রু পশ্চিমকুল জামে মসজিদ সংলগ্ন কবরস্থান দখল নিতে তুম্ব্রু এলাকার কাদের হোসেনের স্ত্রী রওশন বেগমসহ তার নেতৃত্বে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ভুমিদস‌্যু সিন্ডিকেট জোরপূর্বক কবরস্থানের কিছু অংশ জায়গা ঘেরাবেড়া দিয়ে দখলে নিতে গেলে মসজিদের মুসল্লিরা বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের বাধা না মেনে উলটো তাদের দেশীয় অস্ত্র ও লাঠিচোঠা নিয়ে মারধরের ভয় দেখান পরে মুসল্লিসহ মসজিদ কমিটির সদস্যরা এসে শান্তি পরিবেশ বজায় রেখে তাদের বাধা দিয়ে স্থানীয় চেয়ারম্যানের কাছে নালিশ দায়ের করেন।
 
এদিকে মসজিদ সংলগ্ন করস্থানের জায়গা দানকরা ব‌্যক্তি আবুল কালাম বলেন, আমার বাবা ও আমরা সবাই মিলে উক্ত জায়গাটি মসজিদের জন‌্য দান করি মসজিদ পরিচালনা কমিটি উক্ত জায়গায় কবরস্থান ঘোষনা করেন এবং কিছুদিন আগেও ওখানে কবর দেওয়া হয়েছে। হঠাৎ রওশন আরা গং উড়ে এসে উক্ত কবরস্থান দখল নিতে চাচ্ছে। আমি তার উপযুক্ত শাস্তি কামনা করছি। 
 
ঘটনার বিষয় নিয়ে মসজিদ কমিটির এক সদস্য জানান, দীর্ঘদিন ধরে মসজিদের অধিনে কবরস্থানটি রয়েছে। পুর্ব-বংশ গুত্রে তাদের এই কবরস্থানে বাপ দাদা চৌদ্দগৌষ্ঠীদের কবর দেওয়া হয়। হঠাৎ কে বা কাদের ইন্ধনে তারা এসব করতেছে জানি না সুস্থ বিচারের মাধ্যমে বিষয়টি জানা যাবে।
 
একাধিক মুসল্লিরা সাংবাদিকদের জানান, মসজিদ সংলগ্ন কবরস্থানের যায়গা মসজিদ কমিটিকে দীর্ঘ বছর পূর্বে দান করেছিল স্থানীয় আবুল কালাম ও তার পরিবার। অন‌্য দিকে মসজিদ সংলগ্ন কবরস্থানের জায়গাটিতে খু-নজর পড়ে রওশন আরা গং নামের ভুমিদস‌্যু সিন্ডিকেটের। কবরস্থান দখলে নিতে তারা রাতের আধারে লাটিসোটা নিয়ে কবরস্থানের যায়গায় বেড়া দেওয়ার চেষ্টা করলে মুসল্লিরা বাধা দেয়। 
 
তারা আরো জানায়, ভুমিদস‌্যু রওশন আরা গং মসজিদের পাশে এসে নামাজরত মুসল্লিদের প্রতিনিয়ত অশ্লীল ভাষায় গালমন্দ করে যাচ্ছে। রওশন আরা গংদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন করেছেন মসজিদ কমিটি ও মুসল্লিসহ স্থানীয়রা।
 
এ বিষয়ে জানতে চাইলে ঘুমধুম ইউপি সদস‌্য (স্থানীয়) শফিকুল ইসলাম বলেন, রওশন আরা গং বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ের জোরে মসজিদ সংলগ্ন কবর স্থান দখল করতে চাই আমরা এসব ভুমিদস‌্যুদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। 
 
এ প্রসঙ্গে ঘুমধুম ইউপি চেয়ারম‌্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম জাহাঙ্গীর আজিজের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি স্থানীয়দের মাধ‌্যমে জেনেছি। কবরস্থান দখল করার মত জঘন‌্য কাজ করলে অবশ‌্যই অপরাধীদের উপযুক্ত শাস্তি পেতে হবে।
 
ঘুমধুম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এম ছৈয়দুল বশর বলেন, তুমব্রু পশ্চিমকুল জামে মসজিদ সংলগ্ন কবরস্থান আবুল কালামের পিতার দান করা জায়গা, লোভের কারনে কবরস্থান দখল করতে মরিয়া হয়ে উঠেছে রওশন আরা গং। এসব ভুমিদস‌্যুদের আইনের আওতায় আনা হউক। 

এমএসএম / এমএসএম

হোটেল–রিসোর্টের আড়ালে অনৈতিকতার বিস্তার, অভিযানে নড়েচড়ে বসল জেলা প্রশাসন

এনসিপি পার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

বিএমএসএফ এর যুগ্ম সম্পাদক আরিফ রহমান এর সফল অস্ত্রোপচার

তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূইয়া

ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা

বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান

ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা: অনলাইন প্রেসক্লাবের নিন্দা

নতুন পোশাকের দামে হাঁসফাঁস, রায়গঞ্জে স্বল্পমূল্যের শীতবস্ত্রে ভিড়

কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদান

‎বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের পরিচ্ছন্ন কর্মী বদরুলের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান: বাঁশের কেল্লা ধ্বংস, ৫টি বক অবমুক্ত