সারা দেশে এবার মাঠ পর্যায়ে কাজ করবে দৈনিক ক্রাইম তালাশের "তৃতীয় চোখের স্পেশাল টিম"
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা,বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল।সেই পথের পথিক হয়ে আজ সকলের আস্থার প্রতীক"দৈনিক ক্রাইম তালাশ"সত্যের পথে প্রতিদিন এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে মোট ৩০০সংবাদকর্মী নিয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল এবং অনলাইন পএিকা দৈনিক ক্রাইম তালাশ সমান তালে এগিয়ে যাচ্ছে। জানা যায়,২০২২ এর প্রথম দিকে মাত্র ৫জন সংবাদকর্মী নিয়ে কাজ শুরু করেছিলেন দৈনিক ক্রাইম তালাশ। বস্তুনিষ্ট সংবাদ ও ন্যায়ের পক্ষে থাকায় খুব দ্রুত দেশের প্রায় সংখ্যক পাঠকগণের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে এই গণমাধ্যমটি। নাম ও কাজের দক্ষতায় বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় সততার সাথে কাজ করে যাচ্ছে এই টিমের প্রায় তিন শতাধিকের বেশি সাংবাদিকগণ। দৈনিক ক্রাইম তালাশ এর প্রকাশক ও সম্পাদক মাহামুদুল কবির নয়নের কাছে জানতে চাইলে তিনি জানান,নিজের শ্রম ও প্রতিটি প্রতিনিধির ভালোবাসাই আজ এই পর্যন্ত এসেছি।প্রথম অবস্থায় অনেক কুচক্রী মহল ক্ষতি করতে চেয়েছিলো দৈনিক ক্রাইম তালাশের। কিন্তুু এখন আর কোন চক্রান্ত আমাদের কিছুই মনে হয় না। কারন এখন লক্ষ্য লক্ষ্য পাঠকগণের ভালোবাসা রয়েছে আমাদের প্রতি আমাদের নিউজ পোর্টালের প্রতি। তিনি আরও জানান,সুনামের সাথে ও দেশের সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরা আমাদের মূল লক্ষ্য। আমরা দেশকে ভালোবাসি ও দেশের মানুষকে তাই দেশের সেবা করাটা আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা সর্বদা দেশের আইন মেনে চলার চেষ্টা করে সামনের দিকে এভাবে এগিয়ে যেতে চাই, কারণ বর্তমানে আইনের উর্ধে কিছু নয়। আমাদের বর্তমান টার্গেট দেশের মূল ধারার সাংবাদিকদের নিয়ে কাজ করা ও হলুদ সাংবাদিকদের প্রতিহত করা। তারই পরিপেক্ষিতে দৈনিক ক্রাইম তালাশের সম্পাদকের তত্ত্বাবধানে,দৈনিক ক্রাইম তালাশের আরো একটি অংশ হিসেবে "তৃতীয় চোখ" কাজ শুরু করতে চলেছে।
সংবাদপত্র হলো দেশের চতুর্থ স্তম্ভ। তাই সংবাদপত্র ও সাংবাদিকের ভূমিকা রাষ্ট্রের কাছে অতীব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাংবাদিকতার একটি বড় অংশ কাজ করে দেশের আনাচে-কানাচে তথা মফস্বলে। মফস্বল সাংবাদিকদের পদবীর দিক থেকে জেলা ও উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়। গোটা দেশের সুখ-দুঃখের কথা বা সীমান্ত এলাকা দিয়ে কিভাবে মাদক ঢুকছে ও বিএসএফ কিভাবে বাংলাদেশিকে গুলি করে মারছে, নদী ভাঙ্গনে কত পরিবার নিঃস্ব হয়েছে, থানা বা সেবামূলক সরকারি প্রতিষ্ঠনে যখন ঘুষ ছাড়া কাজ হয়না অথবা নিরীহ পরিবারের কিশোরীটি প্রভাবশালী লম্পট কর্তৃক ধর্ষিত হয়ে বিচারের আশায় ধারে ধারে ঘুরেও যখন বিচার পায়না এসব খবরই বেশি করে থাকে জেলা ও উপজেলা প্রতিনিধিরা। তাই মফস্বল সাংবাদিকদের গুরুত্ব অস্বীকার করা যাবেনা।
মফস্বল সাংবাদিক সহ সারা বাংলাদেশে একটি শক্তিশালী টিম নিয়ে মাঠ পর্যায়ে কাজ করবে এই টিম।
এমএসএম / এমএসএম
ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক
তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর
নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত
পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার
উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত
কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির
আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক
নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার
লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ
Link Copied