ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান পদে আ.মীলীগের হয়ে লড়তে চান ১৮ জন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১১-৪-২০২৩ দুপুর ১২:৩১

সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলিগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সর্বমোট ১৮ জন। আওয়ামীলিগের দলীয় কার্যালয় হতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন পত্র সংগ্রহ করার নির্দেশনা অনুযায়ী ৯ এপ্রিল উপজেলা আব্দুল হাকিম অডিটারিয়ামে এক বর্ধিত সভা থেকে সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করেন । নির্দেশনায় আওয়ামীলিগের কার্যালয় হতে এ দলীয় মনোনয়ন পত্র  ৯ এপ্রিল থেকে সংগ্রহ করে  আওয়ামীলিগের সভাপতি শেখ হাসিনা বরাবরে ১২ এপ্রিল বিকালে মধ্যে জমা দেওয়ার সর্বশেষ সময় নির্ধারন করা হয়। ঘোষনা অনুযায়ী ৯ এপ্রিল  শুন্য হওয়া আসনে উপ-নির্বাচনে নৌকার টিকেট পেতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র গ্রহন  করার পর দেখা যায় তালিকা হয়ে গেছে  অনেক দীর্ঘ। মনোনয়ন পত্র সংগ্রহ  করছেন মোট ১৮ জন।মনোনয়নপত্র সংগ্রহকারী ১৮ জন  হলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার রফিকুল ইসলাম চেয়ারম্যান, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা  আওয়ামীলিগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন, সাবেক মেয়র জাফর উল্লাহ টিটু, সদ্য মৃত্যুবরন কারী উপজেলা চেয়ারম্যান পুত্র নাদিম শাহ আলমগীর,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা চৌধুরী জেসী, সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন  আহমেদ, মগধরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক এস,এম আনোয়ার হোসেন, মাঈটভাঙ্গা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগ নেতা রাজিবুল আহসান সুমন, যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য  ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ জামিল ফরহাদ, আওয়ামীলিগ নেতা সাহেদ সারোয়ার শামীম, উপজেলা আওয়ামীলিগের সাবেক দপ্তর সম্পাদক আবু তাহের, সাবেক সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান ফুল মিয়া, সাবেক ছাত্রনেতা ও সংস্কৃতি কর্মী দেলোয়ার হোসেন সন্দ্বীপি, জেলা যুবলীগ নেতা আশেক ই এলাহী সোহেল, ইউনিয়ন আওয়ামীলিগ নেতা নুরনবী ভুট্টো, মিসেস লুতফুন্নেসা প্রমুখ।

এই বিশাল তালিকা প্রকাশের পর অনেকে মনে করছেন তার মধ্যে  কিছু কিছু দুর্বল প্রার্থী রয়েছে। তাদের উচ্চাকাংখা বা মনোনয়ন ফরম সংগ্রহের খবরে  সামাজিক যোগাযোগ মাধ্যম ও চায়ের দোকানে রিতীমতো ব্যাঙ্গাত্বক শব্দের ঝড় বইছে। কেউ বলছেন আর দুইয়ের জন্য বিশ পুরলোনা, কেউ কেউ লিখছেন কর্মী বিহীন নেতা উপজেলা চেয়ারম্যান প্রার্থী, একজন লিখেছেন নির্বাচন এলেই অনেকে কিছু না ভেবে খাড়ায় যায়, কেউ কেউ লিখছেন আগামীতে পাড়ার চায়ের দোকানীও দলীয় মনোনয়ন চাইবে, কেউ প্রসঙ্গ টানছেন হিরো আলমের, কেউ বলছেন বিরোধী দল মাঠে থাকলে ২জনও টিকতোনা।

কিন্তু শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাবে তা নিয়ে জল্পনা কল্পনারও শেষ নেই। তবে সক্রিয় দলীয় নেতা কর্মীদের মতে  মনোনয়নের দৌঁড়ে প্রথম সারিতে রয়েছেন উপরোল্লিখিত ক্রমিকের প্রথম তিনজন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, সাবেক মেয়র জাফর উল্যা টিটু, সদ্য মৃত্যুবরনকারী উপজেলা চেয়ারম্যানের পুত্র নাদিম শাহ আলমগীর এবং মগধরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক  এসএম আনোয়ার হোসেন। এই ৫ জনের একজন হবেন নৌকার কান্ডারী। 

অন্যদিকে  দলীয় কোন্দলের কারনে এবার বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে সেটা নির্ভর করবে দলীয় হাই কমান্ডের বিচক্ষনতার উপর।এবং বিদ্রোহী প্রার্থী থাকলে সেক্ষেত্রে দলীয় প্রার্থীর চেয়ে বিদ্রোহী প্রার্থী আরো শক্তিশালী হতে পারে এমন মন্তব্যও করছেন তৃনমূলের নেতা কর্মীরা। 
প্রসঙ্গত উল্লেখ্য যে সন্দ্বীপের উপজেলা চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে নির্বাচন কমিশন কর্তৃক সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করা হয়েছে। এরপর নির্বাচনী তফসিলে আগামী ২৫ মে উক্ত পদে নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিতে হবে ইভিএম পদ্ধতিতে।

এমএসএম / এমএসএম

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত