কাপ্তাইয়ে বর্ণিল আয়োজনে বিষু উৎসব উদযাপন

"সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরি সম্মিলিত উদ্যোগে আনন্দে মেতে উঠি উল্লাসে" এই স্লোগান কে সামনে নিয়ে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি- রৈস্যাবিলি অঞ্চল কমিটির যৌথ আয়োজনে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসব অনুষ্ঠান বিষু উৎসব।
এ উপলক্ষ্যে বুধবার (১২ এপ্রিল) র্যালি, আলোচনা সভা, ঐতিহ্যবাহী খেলাধূলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী উৎসবের শুরুতে এদিন সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজার হতে এক আনন্দ র্যালি বের করা হয়। যেখানে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোষাকে সজ্জিত হয়ে শত শত নারী পুরুষ সহ আমন্ত্রিত অতিথিরা র্যালীতে অংশ নেন । বাদ্যের তালে তালে এবং তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের উবাগীত পরিবেশনের মাধ্যমে র্যালীটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
পরে কাপ্তাই ওয়াগ্গা জনকল্যান বৌদ্ধ বিহার প্রাঙ্গনে সকাল সাড়ে ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, পার্বত্যঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় চাই তাদের নিজস্থ সংস্কৃতি বেঁচে থাকুক। তাই আজ পার্বত্যঞ্চলে উৎসব পার্বনে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর শিল্পীরা তাদের ঐতিহ্যকে জাতির সামনে তুলে ধরছেন। বিষু উৎসব উদযাপন কমিটির আহবায়ক জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদারের সভাপতিত্বে এবং তাপস তঞ্চঙ্গ্যা এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থা বান্দরবান সদর অঞ্চল কমিটির সভাপতি সুচিত্রা দেওয়ান কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, সাবেক জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, সাবেক কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, কাপ্তাই থানার ওসি( তদন্ত) মোহাম্মদ নূরুে আলম , ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা ও ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ভাইজ্জাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিষু উৎসব উদযাপন কমিটির সদস্য অজিত কুমার তঞ্চঙ্গ্যা। আলোচনা সভার শেষে ঐতিহ্যবাহী তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঘিলা খেলা, নাদেং খেলা, রশি টানাটানি সহ বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। এবং পরে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন।
এমএসএম / এমএসএম

ডোমারে ওসির অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত

আদমদীঘিতে শারর্দীয় দুর্গাপুজা শান্তিপুন ভাবে উদযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম

শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
Link Copied