ঢাকা বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

কাপ্তাইয়ে বর্ণিল আয়োজনে বিষু উৎসব উদযাপন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১২-৪-২০২৩ দুপুর ৩:৯
"সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরি সম্মিলিত উদ্যোগে আনন্দে মেতে উঠি উল্লাসে" এই স্লোগান কে সামনে  নিয়ে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি- রৈস্যাবিলি অঞ্চল কমিটির যৌথ আয়োজনে রাঙামাটির  কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের  অন্যতম সামাজিক উৎসব  অনুষ্ঠান বিষু উৎসব। 
এ উপলক্ষ্যে  বুধবার (১২ এপ্রিল) র‍্যালি, আলোচনা সভা, ঐতিহ্যবাহী খেলাধূলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
দিনব্যাপী উৎসবের শুরুতে  এদিন সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজার  হতে এক আনন্দ র‍্যালি বের করা হয়। যেখানে তঞ্চঙ্গ্যা  সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোষাকে সজ্জিত হয়ে  শত শত নারী পুরুষ সহ আমন্ত্রিত অতিথিরা র‍্যালীতে অংশ নেন । বাদ্যের তালে তালে এবং তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের উবাগীত পরিবেশনের মাধ্যমে র‍্যালীটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। 
 
পরে কাপ্তাই ওয়াগ্গা জনকল্যান বৌদ্ধ বিহার প্রাঙ্গনে  সকাল সাড়ে  ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এতে  প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, পার্বত্যঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় চাই তাদের নিজস্থ সংস্কৃতি বেঁচে থাকুক। তাই আজ পার্বত্যঞ্চলে উৎসব পার্বনে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর শিল্পীরা তাদের ঐতিহ্যকে জাতির সামনে তুলে ধরছেন। বিষু উৎসব উদযাপন কমিটির আহবায়ক জেলা পরিষদ সদস্য  দীপ্তিময় তালুকদারের সভাপতিত্বে এবং তাপস তঞ্চঙ্গ্যা  এর  সঞ্চালনায় এসময়   বিশেষ অতিথির বক্তব্য  রাখেন  রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থা বান্দরবান সদর অঞ্চল কমিটির সভাপতি  সুচিত্রা দেওয়ান কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, সাবেক জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, সাবেক কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা,  কাপ্তাই থানার ওসি( তদন্ত) মোহাম্মদ  নূরুে আলম  , ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা ও ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার,  ভাইজ্জাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা  প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিষু উৎসব উদযাপন কমিটির সদস্য অজিত কুমার তঞ্চঙ্গ্যা। আলোচনা সভার শেষে ঐতিহ্যবাহী তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের  ঘিলা খেলা, নাদেং খেলা, রশি টানাটানি সহ বিভিন্ন  খেলাধুলা অনুষ্ঠিত হয়।  এবং পরে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শিল্পীরা মনোমুগ্ধকর  নৃত্য ও গান পরিবেশন করেন। 

এমএসএম / এমএসএম

পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ

দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা

কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের

মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড

রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু

কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা

‎কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার