ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

শালিখার আড়পাড়া হাটে যানজট, নজর নেই প্রশাসনের


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১২-৪-২০২৩ বিকাল ৫:১

মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া হাটবাজার থেকে প্রতি বছর লাখ লাখ টাকা আদায় হলেও এখানে হাট বাজারের নেই কোন নিজস্ব জায়গা৷ এখানকার জনসাধারণ হাটবাজারের নিজস্ব জায়গার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের কাছে বারবার ধরনা দিলেও কেউই এগিয়ে আসছে না বলে অভিযোগে পাওয়া গেছে৷ অথaচ মাগুরা জেলার সর্বাধিক রাজস্ব আদায় হয়ে থাকে এই আড়পাড়াহাট বাজার থেকেই। আড়পাড়া হাট বাজারে সপ্তাহের দুইদিন শনিবার ও বুধবার বড় হাট হয়ে থাকে। বুধবার আড়পাড়াহাট বাজার ঘুরে এর বেহাল দশা চোখে পড়ে। ধান পাঠ ক্রয়-বিক্রয়ের জন্য সুনির্দিষ্ট জায়গা না থাকায় তারা শালিখা ও দরিশলই আড়পাড়া সড়কের উপরই ধান ও পাঠ বিকিকিনি করে৷ ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা এবং সৃষ্টি হচ্ছে প্রচুর যানজট। গত বছর এখানে নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ির চাপায় দুই জনের মৃত্যুও হয় বলে জানা যায়। ধান পাঠ সহ অন্যান্য ফসলের হাট সুনির্দিষ্ট স্থানে গড়ে তোলার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের কারো কোনো মাথাব্যথা নেই বলে হাটে ক্রয়-বিক্রয়ের জন্য আসা ব্যবসায়ীরা ও রাস্তা দিয়ে চলা পথোচারীরা মন্তব্য করেন। এখানে এতো যানজট হয়যে আড়পাড়া দরিশলই, ফুলবাড়ী সহ বিভিন্ন গ্রামের অসহায় ডেলিভারী রুগি ও স্টোক করা রুগি যানজটের ফলে হাসপাতালে পৌছানোর আগেই প্রাণ হারায় বলে অভিযোগ আছে৷ এব্যাপারে শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, মুন্সী মোস্তফা কামাল নামের এক ভুক্তভুগি৷ তিনি অভিযোগে আরো বলেন, বাজারের প্রবেশ মূখে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে রাস্তার সংকীর্ণ হয়ে থাকায় প্রতিদিন চলাচল ও যাতায়াতের মারাত্বক অসুবিধা হয়৷ বিশেষ করে এই স্থানে শবিবার ও বুধবার ধানের হাট রয়েছে৷ ফলে এই দুইদিন অসংখ্য ভ্যান,টেম্পু,ইজিবাইক,লাটা ও ট্রাক এসে জমা হয়৷ একই সাথে প্রচুর লোকের জনসমাগমে যানজটের সৃষ্টি হয়৷ কয়েক ঘন্টা যানজটের কারনে সম্পূর্ন বন্ধ হয়ে যায়৷ ফলে বিষয়টি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল৷ এব্যাপারে শালিখা উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা বলেন, আড়পাড়া হাট বাজার সহ উপজেলার প্রায় প্রত্যেকটি হাট বাজারের উন্নয়ন করা হয়েছে৷ বাকি যে সমস্যা গুলো আছে তা অচিরেই সমাধান করা হবে৷

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল

মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি

সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা

মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা

চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোটালীপাড়ায়, বিপর্যস্ত জনপদ

ডিবি পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১