ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামে ড্রেনের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৩-৪-২০২৩ বিকাল ৭:২৫
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার একটি বাইপাস সড়কের ড্রেনেজ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সড়কের ড্রেনে তিনটি বিদ্যুতের খুঁটি রেখেই কাজ চলমান রয়েছে। এতে করে এলাকার পানি নিষ্কাশন ও ময়লা ড্রেন দিয়ে খালে যেতে বিঘ্ন ঘটবে। বিষয়টি নিয়ে এলাকায় চলছে ব্যাপক সমালোচনা। বিক্ষুব্ধ এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলাকে দায়ী করছেন।
 
কাজে অনিয়মের অভিযোগে স্থানীয়দের প্রতিবাদের প্রেক্ষিতে ১ বছরেরও বেশি সময় ড্রেনেজ নির্মাণকাজ বন্ধ ছিল। কয়েকদিন থেকে পুনরায় বিদ্যুতের খুঁটি রেখে একই কায়দায় নির্মাণকাজ শুরু হলে আবারও জনগণের আপত্তির কারণে কাজ বন্ধ রাখা হয়।
 
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২২ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক পশ্চিম বাইপাস সড়কের ড্রেনেজ নির্মাণকাজের উদ্বোধন করেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। বাইপাস সড়কের ফালগুনকরা অংশের শ্রী লক্ষণ সূত্রধর ও আবু তাহের মাস্টারের বাড়ি সংলগ্ন ড্রেনে তিনটি বিদ্যুতের পিলার রেখেই কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফাতেমা ট্রেডার্স’। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে ড্রেনেজ নির্মাণকাজ বন্ধ ছিল। সম্প্রতি ড্রেনের মাঝে বিদ্যুতের তিনটি খুঁটি রেখেই নির্মাণকাজ আবারও শুরু করা হয়।
 
আজ বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটি রেখেই পুনরায় ড্রেনের নির্মাণকাজ চালু করা হয়েছে। এ সময় এলাকার জনগণ কাজে বাধা দেওয়ার জন্য সংঘবদ্ধ হন। এলাকাবাসীর দাবি, দ্রুত বিদ্যুতের খুঁটি সরিয়ে ড্রেনের কাজ করা হোক। এ ছাড়া অনেকের বাড়ির সামনে রাস্তার পাশে সীমানা প্রাচীর সরানোর জন্য বারবার নির্দেশনা দিলেও সীমানা প্রাচীর সরাচ্ছে না কেউ কেউ। এতে করে রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের  অগ্রগতি আশাব্যাঞ্জক নয়।
 
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহীন শার হোসেন বলেন, ‘রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থার কাজ গত অর্থ বছরে শুরু হয়েছে। তবে এলাকার লোকজন বিদ্যুতের খুঁটি থেকে পূর্ব দিকে জায়গা না দেওয়ায় ড্রেনেজ কাজের বিলম্ব এবং ব্যাঘাত ঘটছে। এ বিষয়টি দেখার জন্য প্রকল্প পরিচালক নুর হোসেন কাজ পরিদর্শন করেন। খুঁটি রেখেই কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি। কিন্তু পৌরসভার পক্ষ থেকে জনগণের কল্যাণে বিদ্যুতের খুঁটিগুলো স্থানান্তর করতে দেরি হওয়ায় কাজ শেষ করতে কিছুটা বিলম্ব হচ্ছে।’
 
ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফাতেমা ট্রেডার্সের’ কাজের তদারকিকে আছেন মো. মামুন নামে এক ব্যক্তি। জানতে চাইলে তিনি বলেন, ‘খুঁটি সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এতে আরো কিছু সময় লাগতে পারে।’
 
এ বিষয়ে চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে তিনটি খুঁটি সরিয়ে নেওয়ার জন্য ওয়াপদার আবাসিক প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে। প্রকৌশলী এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। আশা করছি দ্রুতই বিষয়টির সমাধান হবে।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু