অভয়নগরে রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল
যশোরের অভয়নগরে রোটার্যক্ট ক্লাব অব কালিগঞ্জ এর পক্ষ থেকে কোরআনের পাখিদের নিয়ে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১রমজান বৃহস্পতিবার আছর নামাজের পর নওয়াপাড়া পৌর ৪নং ওয়ার্ডের জামি'আতু আবরার মডেল কওমী মাদ্রাসা এতিম হাফেজ শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রোঃ সাংবাদিক জাকির হোসেন হৃদয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রোঃ নাসিরুদ্দিন ফারাজি, নজরুল ইসলাম বাবু। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান রোটারেক্ট মাহমুদুল হাসান রাজু, পিপি রোঃহাফিজুর রহমান ক্লাব সেক্রেটারী রোঃমাওঃ দেলোয়ার হোসেন, রোঃ মো,হাসিবুজ্জামান, প্রোগ্রাম চেয়ারম্যান রোঃমো,তরিকুল ইসলাম,ব্যবসায়ী মো,আজিজুর রহমান সহ রোটার্যাক্ট ক্লাবের সদস্য ও মাদ্রাসার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে ক্লাবের পিপি হাফিজুর রহমানের পিতা মরহুম ছবুর সরদারের আত্মার মাগফেরাত কামনার দোয়া অনুষ্ঠিত হয়, দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন, মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মো,নাজমুল হোসাইন।
এমএসএম / এমএসএম