আন্ত জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
খুলনা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আন্ত জেলা গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কয়রা থানা পুলিশ।অভিযানকালে ওই চক্রের কাছ থেকে তিনটি চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়েছে। গত দুই দিনের ও রাতের অভিযানে ওই চক্রকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কয়রা থানায় একটি মামলা দায়ের করেছে। পরে তাদের জেলহাজতে পাঠানো হয় । গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট জেলার সৈয়দপুর (মোড়লপাড়া) গ্রামের আছির উদ্দিনের ছেলে বখতিয়ার শেখ (৩৪),ভট্টাবালিয়াঘাটা গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে সুজন হাওলাদার(৩৩), উভয় থানা বাগেরহাট সদর, ফকিরহাট থানার ছোট বাহিরদিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ গাজির ছেলে আল আমিন গাজি (৩০), সোনাডাঙ্গা থানার ছোট বয়রা গ্রামের (কুন্ডু পাড়া ৩১ নম্বর রোড) এলাকার মৃত সদারন্ত রায় এর ছেলে সজিব রায় (২৬)। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন। এ সময় অন্যদের মধ্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আলি , উপপুলিশ পরিদর্শক (এসআই) মনির হোসেন, এস আই অমৃত কুমার বিশ্বাস, এস আই রশিদুজ্জামান উপস্থিত ছিলেন।পুলিশ জানায়,খুলনা পুলিশ সুপার মাহবুব হাসানে ও কয়রা থানা ওসি এবিএমএস দোহা এর দিক নির্দেশনায় কয়রা থানার তদন্ত ইব্রাহিম আলীর নেতৃত্বে গত ২ দিনে খুলনা জেলার বিভিন্ন থানা ও মেট্রো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। রাতের আঁধারে চক্রটি গরু চুরি করতো এবং দিনে তারা বাজারে জবাই করে মাংস বিক্রি করত। এরা দীর্ঘদিন এই চক্রের সাথে জড়িত। চক্রটি আন্ত জেলা চোর চক্রের সক্রিয় পেশারদার সদস্য এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) জানান,জিজ্ঞাসাবাদে গরু চুরির সাথে তারা জড়িত বলে স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চলমান রেখেছি। তাদের বিরুদ্ধে কয়রা থানায় ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু হয়েছে। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এছাড়া অধিকতর তথ্য উদঘাটনের লক্ষে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ