ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

চন্দনাইশে পছন্দের কাপড়টি কেনার জন্য শপিং মলে ক্রেতাদের ভিড়


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ১২:৪৪

শেষ মুহুর্তে ঈদকে সামনে রেখে চন্দনাইশের বিভিন্ন শপিং মলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। পুরসুরাত পাচ্ছে না বিক্রেতারাও। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ঈদের কেনা-বেচা। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন শপিং মল যেমন-দোহাজারী হাজারী শপিং, খান প্লাজা, দোহাজারী সিটি সেন্টার, হাজারী প্লাজা, গাছবাড়ীয়াতে ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স, গণি সুপার মার্কেট, চৌধুরী মার্কেটে ফ্যাশনে নতুনভাবে সংযোজন হয়েছে ভারতীয় সেলওয়ার কামিজ। শপিং মলজুড়ে পোষাকের হাজারো কালেকশন দেখা যায়। ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় দিন দিন বেড়েই চলেছে শপিং মলগুলোতে। চিরাচরিত ঈদের আমেজ দেখা যাচ্ছে শপিং মলগুলোতে। ক্রেতাদের ভিড় জমে উঠেছে ঈদ বাজারে। এইবারের ঈদের মার্কেটগুলোতে দিন-রাত সমানতালে বিক্রি হচ্ছে দেশী-বিদেশী শাড়ি ও অন্যান্য কাপড়। উপজেলার প্রতিটি মার্কেটে দেখা যাচ্ছে ক্রেতার ঢল। পছন্দের কাপড়টি কেনার জন্য মরিয়া হয়ে উঠেছে শপিং মলগুলোতে বিভিন্ন শ্রেণির মানুষ। তবে এইবারের ঈদ বাজারে পুরুষের চেয়ে নারীদের পদচারনা বেশী। জমে উঠেছে ঈদ বাজার। বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে চন্দনাইশের শপিং মলগুলো। বিশেষ করে সরকারি ছুটির দিনে এ চাপ আরো বৃদ্ধি পেয়ে থাকে। আকাশে তীব্র রোদকে উপেক্ষা করে চন্দনাইশের বিভিন্ন শপিং মলগুলোতে ঈদের কেনাকাটায় হুমড়ি হয়ে পড়েছে বিভিন্ন পেশার ও শ্রেণির মানুষ। আন-ষ্টিচ থ্রি-পিস, তৈরী থ্রি-পিস ইন্ডিয়ান পোশাক, শিশুদের পোশাক, শাড়ি, জুতা-সেন্ডেল, অনামেন্টস ও কসমেটিকসসহল সকল পণ্য পাওয়া যাচ্ছে শপিং মলগুলোতে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের আনাগোনা এ সকল মার্কেটে সবচেয়ে বেশি। এ বছর গরম পড়ার কারণে সূতী, এন্ডি কটন, এন্ডি সিল্ক কাপড়ে হালকা হাতের কাজ বা এমব্রয়ডারী কাজে প্রাধান্য দিয়েছে বেশি। ডিজাইনের পাশাপাশি ফ্যাশন হাউজগুলো পোশাকে ব্যবহার করেছে উজ্জ্বল রং ও উজ্জ্বল রংয়ের সূতা। মেয়েদের পছন্দের কাপড়ের  মধ্যে জিনাম, মারিয়াবি, শাহিনুর পায়েল, শাহিবা, জেরিন, ইয়াসিকি, গঙ্গা ও জর্জেটের মধ্যে কোয়াব, কারিনা, শবনম, কাহানী, রিভা, জালজালা, জোবাইদা, কিমুরা, কারিশমা, বিবেক, কাসিস, মিক্সি ও ছাইয়েদেনাসহ পাকিস্তানী সুতী, জামদানি, কাশ্মিরী চুন্ডি কাপড়ের থ্রি-পিস বিভিন্ন দোকান গুলোতে স্থান পেয়েছে। সময়ের ব্যবধানে নারীদের সালোয়ার কামিজেও এসেছে ব্যাপক পরিবর্তন। সালোয়ার-কামিজের প্রচলন পাকিস্তানে শুরু হলেও এখন তা বাঙ্গালীদের দখলে। বর্তমানে বাঙ্গালী তরুণীদের প্রধান পোশাক সালোয়ার-কামিজ। আশির দশক থেকে মা-খালারও এ পোশাক পরতে শুরু করেন। পিছিয়ে নেই শিশুরাও। তারাও পরনে দারুণ আগ্রহী। সালোয়ার-কামিজের পাশাপাশি জিন্স, ফতোয়া, কোর্তা, টপস। আর এসব পোশাকের চাহিদা মেটাতে এগিয়ে এসেছে দেশীয় বোটিস হাউজের বেশকিছু ব্র্যান্ড। নারীদের পোশাকের চাহিদা মেটাতে ভারত, পাকিস্তান থেকে আসছে এসব পোশাক। ঈদে সালোয়ার-কামিজে নতুন নতুন ডিজাইনের দিকে নজর থাকে নারীদে। সেই সাথে ভারতীয় হিন্দিু সিরিয়ালের নায়িকাদের পরিধেয় পোশাক ও মুম্বাই সিনেমার নায়িকাদের পোশাকের ট্রেড বর্তমান যুগে ব্যাপক। এসব বিষয় মাথায় রেখে বোটিক হাউজগুলো শপিং মলের মূল আকর্ষণ লং কামিজ, গোল ফ্রকটাইপের থ্রি-পিস তৈরি করেছেন বেশি। সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন ডিজাইনে আবির্ভুত হয়ে সে দিনের সালোয়ার কামিজ আধি নামে রয়ে গেল এবং খ্যাতি বিশ্বজুড়ে। সচেতন মেয়েরা এখন ঈদে একাধিক পোশাক কিনছে। তারা সময় ও পরিবেশকে প্রাধান্য দিয়ে পোশাক নির্বাচন করছে। গাছবাড়িয়া এলাকার খাঁনহাট ছিদ্দিক বাছুরা শপিং মলে আসা ক্রেতা কুলছুমা আকলিমা আকতার জানালেন, এবার বিভিন্ন ডিজাইনের ড্রেসের চাহিদা অনুযায়ী সাশ্রয় মূল্যে পাওয়া যাচ্ছে। শিশু ক্রেতা সাবিহা ও নওশিন বলেন, তাদের সন্তুষ্টি অর্জনে অভিভাবকরা পোশাক কিনে দেয়ায় হাশিমুখে তারা বাড়ি ফিরছে। ছিদ্দিক বাছুরা শপিং মলের বিয়ে বাজার ষ্টোরের স্বত্বাধিকারী জানান, ক্রেতাদের কাছে ভারতীয় পোশাকের চাহিদা বেশি। সে সাথে পাকিস্তানী, কাশ্মিরী কিছু নতুন ডিজাইন ক্রেতাদের আকৃষ্ট করছে। এবারে ফ্লোরটার্চ, কোর্তা, কাতান শাড়ি, আগের সেমিলং, প্যাটার্ণের থ্রি-পিস তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে। সব মিলিয়ে চন্দনাইশের শপিং মলগুলোতে শেষ মুহুর্তে ক্রেতাদের ঢল নেমেছে। বিক্রেতারাও বেজায় খুশি। যে যার পছন্দের কাপড়টি নেয়ার জন্য ছুটছে এ মার্কেট থেকে ও মার্কেট।

এমএসএম / এমএসএম

চাঁদপুর সদর হাসপাতালে বেড ও হুইল চেয়ার প্রদান করলেন বিএনপি সভাপতি

নড়াইলের কালিয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বারহাট্টার তৃণমূল নেতৃবৃন্দের সাথে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঙ্গরা বাজার থানাকে উপজেলা করার দাবিতে শ্রীকাইলে জনসভা

বরগুনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

জন্ম-মৃত্যু নিবন্ধনে কুড়িগ্রামে প্রথম স্থান ভূরুঙ্গামারী: জন্ম নিবন্ধন শতভাগ নিশ্চিত করাই প্রশাসনের অঙ্গীকার

বগুড়ায় ফিলিং স্টেশনের ম্যানেজার খুন, নিখোঁজ একজন কর্মচারী

কাশিমপুরের খাল ভরাট, পরিবেশ রক্ষার আইন কি শুধু কাগজে?

বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভা

কর্ণফুলীতে যুবদল নেতার ওপর যুবলীগের সশস্ত্র হামলা,প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ