আক্কেলপুরে যুবকের আত্মহত্যা
জয়পুরহাটের আক্কেলপুরে বিষ বড়ি খেয়ে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই যুবক উপজেলার রায়কালী ইউনিয়নের দেওড়া (সোনারপাড়া) গ্রামের তোফাজ্জলের ছেলে রানা (২৫)।
সরোজমিন পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রানার দুই বছর আগে বাইক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মানসিক সমস্যা হয়। এর পর থেকে বিভিন্ন সময় আত্মহত্যার চেষ্টা করলেও পবিরারের নজরদারিতে ব্যর্থ হয়। বুধবার দুপরের কোনো এক সময় বিষ বড়ি খেয়ে সহ্য করতে না পেরে বাসায় এসে জানালে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেন। পরবর্তীতে অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজনকে জানালে তারা তাকে বাড়িতে নেন ও রাত ১১টায় নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আক্কেলপুর পুলিশ।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, স্ত্রী ও পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় পবিরারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জামান / জামান