ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ঈদকে ঘিরে কাপ্তাই পর্যটন শিল্পে কোটি টাকার ব্যবসা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৭-৪-২০২৩ দুপুর ২:৫৭
এই বছর ঈদ উপলক্ষে টানা ৫ দিন সরকারি ছুটি থাকায় রাঙামাটির কাপ্তাইয়ে পর্যটন কেন্দ্র গুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। ঈদের ছুটিতে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখা যায় প্রতিদিন গড়ে কাপ্তাইয়ে ১০ হাজারের অধিক পর্যটকের আগমন ঘটেছে। পর্যটন সংশ্লিষ্টদের  সাথে কথা বলে জানা যায়, এই ঈদে প্রায় কোটি টাকার মতো ব্যবসা হয়েছে তাদের। ঈদের দিন হতে সোমবার পর্যন্ত পর্যন্ত  কাপ্তাইয়ের প্রতিটি বিনোদন কেন্দ্রের রিসোর্টগুলো খালি ছিল না। আবার রিসোর্টে  জায়গা না পেয়ে অনেক বিনোদন কেন্দ্রে পর্যটকদের তাঁবুর সামনে রাত্রি যাপন করতে দেখা যায়। 
 
সম্প্রতি কাপ্তাই শিলছড়িতে অবস্থিত বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালিতে গিয়ে দেখা যায়, তাদের বিনোদন কেন্দ্রে নির্মিত পড হাউসের সামনে শত শত পর্যটক। এসময় অনেক বিনোদনপ্রেমীরা কর্ণফুলী নদীর পাশে বসে গীটার সহ অন্যান্য যন্ত্র নিয়ে এবং পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে গান গাইছেন। এসময় কথা হয় এই পর্যটন কেন্দ্রে আসা বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশনের সিনিয়র প্রযোজক মোহাম্মদ তারেক এর সাথে। তিনি জানান, কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে। 
 
নিসর্গ রিভার ভ্যালির পরিচালক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন ও মোহাম্মদ সরোয়ার এই প্রতিবেদককে জানান, ঈদের ২ দিন আগ হতে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আমাদের ৯ টি পড হাউস বুকিং রয়েছে। এই কেন্দ্রে প্রতিদিন গড়ে এক হাজার এর মতো পর্যটকের আগমন ঘটেছে। তাঁরা উভয়ই জানান, ঈদকে ঘিরে কাপ্তাইয়ের পর্যটন শিল্প আবারও চাঙা হয়ে উঠেছে। 
 
সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই জীবতলি লেকশোর পিকনিক স্পট , নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইস,  কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা রিভার ভিউ পার্ক এবং শিলছড়ি বালুচরে অবস্থিত বন বিভাগের প্রশান্তি পার্কে ঈদের ছুটিতে দেখা যায়, এই কেন্দ্র গুলোতে শত শত পর্যটক ঘুরতে এসেছেন।  এসব কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, প্রচন্ড গরম থাকা স্বত্বেও গত কয়েকদিনে প্রচুর পরিমাণ পর্যটকের আগমন ঘটেছে কাপ্তাইয়ে। 
 
কাপ্তাইয়ের শিলছড়িতে অবস্থিত  বেসরকারি পর্যটন কেন্দ্র বনশ্রী পর্যটন কেন্দ্রের  পরিচালক সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী জানান, করোনার প্রভাবে বিগত  কয়েকটি  বছর কাপ্তাইয়ের পর্যটন শিল্পে ধস নেমেছিল। এইবছর সেই ধাক্কা সামলিয়ে কাপ্তাইয়ের পর্যটন শিল্পে সুদিন ফিরে এসেছে।

এমএসএম / এমএসএম

আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার

কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ

বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ

জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা

‎ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী

‎মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো

মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কবর জিয়ারতে মাধ্যমে হাটহাজারীতে মীর হেলালের নির্বাচনী প্রচারনা শুরু