ডুমুরিয়ার টিপনা নতুন রাস্তার জোবায়ের ফকিরের অত্যাচারে দিশেহারা সাজ্জাদ ফকির

ডুমুরিয়ার টিপনা নতুন রাস্তার রমজান ফকির ও তার ছেলে জোবায়ের ফকিরের অত্যাচারে দিশেহারা সাজ্জাদ ফকির ও তার স্বজনরা। জোর করে দখল করা হচ্ছে বাব-দাদার দখলীয় কয়েক যুগের কবরস্থান। নির্মান করা হচ্ছে মার্কেট। প্রতিবাদ করলেই নানা প্রকার হয়রানীমূলক মামলা দেয়া হচ্ছে। এসব হয়রানী বন্ধের দাবিতে শনিবার দুপুরে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন টিপনা নতুন রাস্তার মোঃ সাজ্জাদ আলী ফকির।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, টিপনা নতুন রাস্তার মোড়ে দক্ষিন পাশে ১২ শতাংশ জমি রয়েছে রমজান ফকির ও সাজ্জাদ ফকিরদের। এর মধ্যে ৭ শতাংশ জমি কবর স্থান উল্লেখ করে বিআরএস জরিপে রেকর্ড হয়েছে সাজ্জাদ ফকিরের নামে আর ৫ শতাংশ জমি রেকর্ড হয়েছে বাগান উল্লেখ করে রমজান ফকিরের নামে। ওই জায়গায় উভয় পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে কবর দেওয়া হচ্ছে। এমনকি রমজান ফকিরের বাবা ও মায়ের এবং দাদা-দাদি, ভাইবোন ও ছেলে মেয়েদের ওখানে কবর দেয়া হয়েছে। ওই কবরস্থানের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে এখন রমজান ফকির জোর করে মার্কেট নির্মান করছেন। এ ব্যাপারে শান্তিপূর্ণভাবে একাধিক বার শালিশী বৈঠক হলেও রমজান ও তার ছেলে জোবায়ের এবং জামাই শাহিন সরদার (মেম্বর) এসব বৈঠকের কোন সিদ্ধান্ত মানতে রাজি হয়নি। বরং বার বার কাল্পনিক ঘটনা সাজিয়ে হয়রানীমূলক মামলা দিয়ে আসছে। কোন প্রকার ঘটনা না ঘটলেও গত ১৭ এপ্রিল প্রশাসনকে ভ’ল বুঝিয়ে ৫ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই হয়রানীমূলক মামলায় সাইফুল্লাহ ও জুয়েল বর্তমানে জেল হাজতে রয়েছেন। এসব হয়রানী বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাজ্জাদ আলী ফকির। এ সময়ে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য শেখ মহাসীন হোসেন, শেখ আব্দুল হান্নান, শেখ মোফাজ্জেল হোসেন, মাহামুদ শেখ, মতিয়ার রহমান গাজী, ফারুক ফকির প্রমুখ।
এমএসএম / এমএসএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ
