চোরাই গাড়ি কম দামে কিনে যন্ত্রাংশ খুলে বিক্রয় করতেন এরা
দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকসহ বিভিন্ন চোরাই গাড়ি ক্রয় করে সেগুলোর বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিভিন্ন স্থানে বিক্রয় কাজের সঙ্গে জড়িত একটি চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
গতকাল শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে জেলার সাটুরিয়া উপজেলার কামতা ও মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর (মেঘশিমুল) ও কাইলানী এলাকা তাদেরকে গ্রেফতার করা হয়।
এঘটনায় ৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা মুল্যের চোরাইকৃত তিনটি ট্রাকের ইঞ্জিনসহ কাটা অংশ বিশেষ ও চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেফতাররা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখন্ড গ্রামের মোঃ খোরশেদ আলম এর ছেলে মাহাবুব আলম রাকিব (২৭) ও ঢাকুয়াপাড়া গ্রামের মোঃ হায়াত আলী বিশ্বাসের ছেলে মোঃ বাদল বিশ্বাস (৩৮) এবং সিংগাইর উপজেলার পুর্ব বান্দাইল গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,একটি চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে কমদামে চোরাই গাড়ি ক্রয় করে সেই সমস্ত গাড়ির যন্ত্রাংশ খুলে অন্যত্র বিক্রি করে আসছিল। এমন সংবাদ পাওয়ার পর এই চক্রটিকে ধরতে ডিবির টিম অভিযান চালায়।
অভিযানে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে সাটুরিয়া উপজেলার কামতা এলাকার একতা ট্রেডিংস এর গোডাউনের সামনে থেকে আসামি মাহাবুব আলম রাকিবকে চোরাই ট্রাকের ৩টি ইঞ্জিনসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দিনগত রাতে অন্য আসামি মোঃ সাদ্দাম হোসেনকে চোরাই ট্রাকের বিভিন্ন অংশ বোঝাই একটি ট্রাকসহ গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সাথে জরিত আরও ৭ থেকে ৮ জনের নাম।। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত মোঃ বাদল বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা কমদামে গাড়ি কিনে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনয়নের গোলড়া (মেঘশিমুল) এলাকার মামুনের ভাড়া দেওয়া গোডাউনে সামনের ফাকা জায়গায় নিয়ে কেটে খন্ড খন্ড করে বিভিন্ন ভাঙ্গারীর দোকানে বিক্রয় করেন। এবং ইঞ্জিন গুলো একতা ট্রেডিংস নামক গোডাউনে লুকিয়ে রাখতেন এবং সেখান থেকেই বিক্রয় করতেন।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক
Link Copied