ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

চোরাই গাড়ি কম দামে কিনে যন্ত্রাংশ খুলে বিক্রয় করতেন এরা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৯-৪-২০২৩ দুপুর ৪:৮
দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকসহ বিভিন্ন চোরাই গাড়ি ক্রয় করে সেগুলোর বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিভিন্ন স্থানে বিক্রয় কাজের সঙ্গে জড়িত একটি  চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
 
গতকাল শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে জেলার সাটুরিয়া উপজেলার কামতা ও মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর (মেঘশিমুল) ও কাইলানী এলাকা তাদেরকে গ্রেফতার করা হয়।
 
এঘটনায় ৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা মুল্যের চোরাইকৃত তিনটি ট্রাকের ইঞ্জিনসহ কাটা অংশ বিশেষ ও চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (২৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
 
গ্রেফতাররা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখন্ড গ্রামের মোঃ খোরশেদ আলম এর ছেলে মাহাবুব আলম রাকিব (২৭) ও ঢাকুয়াপাড়া গ্রামের মোঃ হায়াত আলী বিশ্বাসের ছেলে মোঃ বাদল বিশ্বাস (৩৮) এবং সিংগাইর উপজেলার পুর্ব বান্দাইল গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০)।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়,একটি চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে কমদামে চোরাই গাড়ি ক্রয় করে সেই সমস্ত গাড়ির যন্ত্রাংশ খুলে অন্যত্র বিক্রি করে আসছিল। এমন সংবাদ পাওয়ার পর এই চক্রটিকে ধরতে ডিবির টিম অভিযান চালায়।
 
অভিযানে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে সাটুরিয়া উপজেলার কামতা এলাকার একতা ট্রেডিংস এর গোডাউনের সামনে থেকে আসামি মাহাবুব আলম রাকিবকে চোরাই ট্রাকের ৩টি ইঞ্জিনসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দিনগত রাতে অন্য আসামি মোঃ সাদ্দাম হোসেনকে চোরাই ট্রাকের বিভিন্ন অংশ বোঝাই একটি ট্রাকসহ গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সাথে জরিত আরও ৭ থেকে ৮ জনের নাম।। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত মোঃ বাদল বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা কমদামে গাড়ি কিনে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনয়নের গোলড়া (মেঘশিমুল) এলাকার মামুনের ভাড়া দেওয়া গোডাউনে সামনের ফাকা জায়গায় নিয়ে কেটে খন্ড খন্ড করে বিভিন্ন ভাঙ্গারীর দোকানে বিক্রয় করেন। এবং ইঞ্জিন গুলো একতা ট্রেডিংস নামক গোডাউনে লুকিয়ে রাখতেন এবং সেখান থেকেই বিক্রয় করতেন।  
 
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

কালীগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু

বেনাপোলে মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন

শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ

পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ বাকেরগঞ্জ বাসী

সীমান্তে রোহিঙ্গা পারাপারে সক্রিয় পাচঁ পাচারকারী আটক

রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

বিদ্যালয়ের মূল্যবান গাছ কম দামে বিক্রির অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার স্বামীর বিরুদ্ধে

গোমস্তাপুরে বিএনপি নেতা মাসুদের গণসংযোগ

টাঙ্গাইলে নিউ ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেড চলাচলের ভাঙনে ৪০ পরিবার নিঃস্ব

কুড়িগ্রামে দুধকুমার নদীতে ডুবে বৃদ্ধা নিখোঁজ

পাঁচবিবিতে কৃষকের বাড়ী ভস্মীভূত, শত্রুতার আগুন নাকি, শর্ট সার্কিট ?

ঝিনাইদহ সূর্যের হাসি ক্লিনিকে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় বাবা ও মেয়ে দুজন নিহত