অভয়নগরে মামলাবাজ খ্যাত রমজানের মামলায় আতঙ্কে এলাকাবাসী

অভয়নগরে মামলাবাজ খ্যাত রমজান বিশ্বাস (৪৭) এর কারণে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। তার মামলা থেকে রেহাই পাইনি নিজের আত্মীয় সজন ও। যে কারনে ভুক্তভোগীরা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গে দ্বারে দ্বারে ঘুরছেন। ঘটনা টি যশোর অভয়নগর নওয়াপাড়া পৌরসভা ০৩ নং ওয়ার্ড ধোপাদী গ্রামের চাষী ক্লাব এলাকায়। জানা গেছে ,ধোপাদী গ্রামের মৃত মোসলেম উদ্দিন বিশ্বাস ছেলে মামলাবাজ রমজান বিশ্বাস তার বসত বাড়ির আসে পাশের আত্মীয়,প্রতিবেশি, নামে থানায়,কোর্টে একাধিক মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করে আসছেন। তার কারনে এখনো এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে,এলাকার সকল যুবক,বৃদ্ধ,মহিলা তার করা মামলার আসামী হয়েছেন,জাকিয়া- পিতা মৃত আঃ বারিক পঞ্চায়েত, আলমগীর পিতা মৃত আঃ বারিক পঞ্চায়েত, মোছা: সুন্নি স্বামী মোজাম্মেল, মোদাচ্ছের -পিতা মৃত আঃ বারিক পঞ্চায়েত, কাইয়ুম -পিতা আলমগীর হোসেন, বুলবুলি -স্বামী মোদাচ্ছের, হালিমন -স্বামী আলমগীর হোসেন, বাড়ির পাশে জমির মালিক আব্দুর রাজ্জাক-পিতা মৃত:মক্কেল আলী মোল্ল্যা, গহর মোল্ল্যা -পিতা মৃত:মক্কেল আলী মোল্ল্যা, হারুন মোল্ল্যা -পিতা মৃত আমিন উদ্দিন মোল্ল্যা, মামুন মোল্ল্যা -পিতা মৃত তারিখ মোল্ল্যা, সেলিম মোল্ল্যা -পিতা মৃত তারিক মোল্ল্যা, সহ নিজের পরিবারের আপন ভাই সহ প্রতিবেশী মানুষকে একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছে। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক জানান,
এই রমজান বিভিন্ন সময় আমাকে মেরেফেলার হুমকি দিয়ে আসছে। সে দফায় দফায় আমি সহ আমার ভাই- ভাইপোদের ৪টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তার সাথে থেকে এ ব্যক্তি বিএনপি নেতা সহযোগিতা করে যাচ্ছেন।আমরা এলাকাবাসী রমজানের মিথ্যা মামলা থেকে রেহাই পেতে চাই।নাম প্রকাশে অনিচ্ছুক রমজানের প্রতিবেশী বলেন, এই রমজান একজন ডাকাত ছিলো। ও ডাকাতি মামলায় ছয়-সাত বছর জেল খেটেছে।বাড়ি এসে যাকে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এমন কি স্থানীয় থানায় মামলা না নিলে কোর্টে যে মামলা দিয়ে আসে সে এলাকায় মামলাবাজ রমজান নামে খ্যাত। রমজানের এক আত্মীয় জানান,মামলাবাজ রমজানের মামলার আতঙ্কে এলাকার সাধারণ মানুষভীতিগ্রস্ত,কথায় কথায় মামলার ভয় দেখায়।রমজান একজন জামাত বিএনপির সক্রিয় সোর্স।
নওয়াপাড়া পৌরসভার ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন বলেন, রমজান বিশ্বাস এর বিরুদ্ধে এলাকাবাসীর নানান অভিযোগ পাওয়া যায়।যাকে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বাড়ির আশেপাশের মানুষ জর্জরিত। সামাজিকতা বোঝে না কোন সমস্যায় দুই পক্ষ ডাকলে রমজান হাজির হয় না। পরে শোনা যায় কোর্টে গিয়ে মামলা করেছে।
০৪ নং ওয়ার্ড কাউন্সিলর বলেন, আব্দুর রাজ্জাক একজন ভালো মানুষ। রমজান তার জমি দখল করে বসে আছে। সে কাউকে মানে না কথায় কথায় কোর্টে গিয়ে মানুষকে মামলা দিয়ে হয়রানি করে।
রমজান বিশ্বাস বলেন,আমি এক সময় ডাকাতি করতাম। এখন করিনা। জেল খেটে আমি ভালো হয়ে গেছি। আমার জমির ভিতরে আব্দুর রাজ্জাক এক হাত জমি পাবে। একা কোন সিদ্ধান্ত নিতে পারবো না। আমার কাছের এক ব্যক্তি আছে তার কাছ থেকে শুনে জানাবো। এক জায়গায় বসলে মিমাংসা হয়ে যাবে।
একটি অভিযোগের তদন্তে থাকা এএসআই রিয়াজ বলেন,থানায় উভয়পক্ষকে ডেকে বসা হলে স্থানীয় ২ কাউন্সিলর তাদের উপস্থিতিতে মীমাংসার চেষ্টা করি কিন্তু রমজান নিজেই কারোর কথা শুনতে চাই না এমনকি মানতেও চাইনা।
এবিষয় অভয়নগর থানার ভারপ্রাপ্ত ওসি (চলতি দায়িত্ব) মিলন কুমার মন্ডল বলেন,ধোপাদী গ্রামের রমজান এর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। তদন্তে রমজান একজন ফ্রট। তাকে কয়েকবার থানায় মিটমাটের জন্য ডাকা হলে স্থানীয় সমাধান মেনেন না । পরবর্তীতে জানা যায় রমজান কোর্টে গিয়ে মামলা করেছে। শুনেছি সে এলাকার লোকজন এর বিরুদ্ধে মামলা করেছে।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন
Link Copied