ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

অভয়নগরে মামলাবাজ খ্যাত রমজানের মামলায় আতঙ্কে এলাকাবাসী


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ২:৪২
অভয়নগরে মামলাবাজ খ্যাত রমজান বিশ্বাস (৪৭) এর কারণে আতঙ্কে রয়েছে  এলাকাবাসী। তার  মামলা থেকে রেহাই পাইনি নিজের আত্মীয় সজন ও। যে কারনে  ভুক্তভোগীরা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গে দ্বারে দ্বারে ঘুরছেন। ঘটনা টি যশোর অভয়নগর নওয়াপাড়া পৌরসভা ০৩ নং ওয়ার্ড ধোপাদী গ্রামের চাষী ক্লাব এলাকায়। জানা গেছে ,ধোপাদী গ্রামের মৃত মোসলেম উদ্দিন বিশ্বাস ছেলে মামলাবাজ রমজান বিশ্বাস তার বসত বাড়ির আসে পাশের আত্মীয়,প্রতিবেশি,   নামে থানায়,কোর্টে একাধিক মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করে আসছেন। তার কারনে এখনো এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে,এলাকার সকল যুবক,বৃদ্ধ,মহিলা তার করা মামলার আসামী হয়েছেন,জাকিয়া- পিতা মৃত আঃ বারিক পঞ্চায়েত, আলমগীর পিতা মৃত আঃ বারিক পঞ্চায়েত, মোছা: সুন্নি স্বামী মোজাম্মেল, মোদাচ্ছের -পিতা মৃত আঃ বারিক পঞ্চায়েত, কাইয়ুম -পিতা আলমগীর হোসেন, বুলবুলি -স্বামী মোদাচ্ছের, হালিমন -স্বামী আলমগীর হোসেন, বাড়ির পাশে জমির মালিক আব্দুর রাজ্জাক-পিতা মৃত:মক্কেল আলী মোল্ল্যা, গহর মোল্ল্যা -পিতা মৃত:মক্কেল আলী মোল্ল্যা, হারুন মোল্ল্যা -পিতা মৃত আমিন উদ্দিন মোল্ল্যা, মামুন মোল্ল্যা -পিতা মৃত তারিখ মোল্ল্যা, সেলিম মোল্ল্যা -পিতা মৃত তারিক মোল্ল্যা, সহ নিজের পরিবারের আপন ভাই সহ প্রতিবেশী মানুষকে একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছে। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক জানান,
এই রমজান বিভিন্ন সময় আমাকে মেরেফেলার হুমকি দিয়ে আসছে। সে দফায় দফায় আমি সহ আমার ভাই- ভাইপোদের ৪টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তার সাথে থেকে এ ব্যক্তি বিএনপি নেতা সহযোগিতা করে যাচ্ছেন।আমরা এলাকাবাসী রমজানের মিথ্যা মামলা থেকে রেহাই পেতে চাই।নাম প্রকাশে অনিচ্ছুক রমজানের প্রতিবেশী বলেন, এই রমজান একজন ডাকাত ছিলো। ও ডাকাতি মামলায় ছয়-সাত বছর জেল খেটেছে।বাড়ি এসে যাকে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এমন কি স্থানীয় থানায় মামলা না নিলে কোর্টে যে মামলা দিয়ে আসে সে এলাকায় মামলাবাজ রমজান নামে খ্যাত। রমজানের এক আত্মীয় জানান,মামলাবাজ রমজানের মামলার আতঙ্কে এলাকার সাধারণ মানুষভীতিগ্রস্ত,কথায় কথায় মামলার ভয় দেখায়।রমজান একজন জামাত বিএনপির সক্রিয় সোর্স।
 
নওয়াপাড়া পৌরসভার ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন বলেন, রমজান বিশ্বাস এর বিরুদ্ধে এলাকাবাসীর নানান অভিযোগ পাওয়া যায়।যাকে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বাড়ির আশেপাশের মানুষ জর্জরিত। সামাজিকতা বোঝে না কোন সমস্যায় দুই পক্ষ ডাকলে রমজান হাজির হয় না। পরে শোনা যায় কোর্টে গিয়ে মামলা করেছে।
 
০৪ নং ওয়ার্ড কাউন্সিলর বলেন, আব্দুর রাজ্জাক একজন ভালো মানুষ। রমজান তার জমি দখল করে বসে আছে। সে কাউকে মানে না কথায় কথায় কোর্টে গিয়ে মানুষকে মামলা দিয়ে হয়রানি করে। 
 
রমজান বিশ্বাস  বলেন,আমি এক সময়  ডাকাতি  করতাম। এখন  করিনা। জেল খেটে আমি ভালো  হয়ে গেছি।   আমার জমির ভিতরে আব্দুর রাজ্জাক এক হাত জমি পাবে। একা কোন সিদ্ধান্ত নিতে পারবো না। আমার কাছের এক ব্যক্তি আছে তার কাছ থেকে শুনে জানাবো। এক জায়গায়  বসলে মিমাংসা হয়ে যাবে।
 একটি অভিযোগের  তদন্তে থাকা এএসআই রিয়াজ বলেন,থানায় উভয়পক্ষকে ডেকে বসা হলে স্থানীয় ২ কাউন্সিলর তাদের উপস্থিতিতে মীমাংসার চেষ্টা করি কিন্তু রমজান নিজেই কারোর কথা শুনতে চাই না এমনকি মানতেও চাইনা। 
 
এবিষয় অভয়নগর থানার ভারপ্রাপ্ত ওসি (চলতি দায়িত্ব) মিলন কুমার মন্ডল বলেন,ধোপাদী গ্রামের  রমজান এর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। তদন্তে  রমজান একজন ফ্রট। তাকে কয়েকবার থানায় মিটমাটের জন্য ডাকা হলে স্থানীয় সমাধান মেনেন না ।  পরবর্তীতে জানা যায় রমজান কোর্টে গিয়ে মামলা করেছে। শুনেছি সে এলাকার লোকজন এর  বিরুদ্ধে মামলা করেছে।

এমএসএম / এমএসএম

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ