ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে ইএসডিও’র প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী উৎসব
বিভিন্ন আয়োজনে দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজশন-ইএসডিও’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী উৎসব পালিত হয়। বুধবার গোবিন্দনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী উপলক্ষে এ সকল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
“অবিরাম সাড়ে তিনদশক (১৯৮৮-২০২৩), তৃণমূল মানুষের সাথে: তৃণমুল মানুষের পাশে” এই শ্লোগানে বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে সমাপনী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় দুস্থ ও অসহায়দের মাঝে গরু এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। পরে অফিস প্রাঙ্গনে মেলার বিভিন্ন স্টলের বিষয়সমূহ ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, প্রধান অতিথি স্বাধীনতা ও একুশে পদক প্রাপ্ত দেশবরেণ্য অর্থনীতিবিদ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পিকেএসএফ’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো: জসীম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. জাহেদা আহম্মেদ, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পরিচালক (প্রশাসন) এবং ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, অনুষ্ঠানের সভাপতি মো: সফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ইএসডিও’র পক্ষ থেকে অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ৯ জন সফল উদ্যোক্তাকে ইএসডিও’র পক্ষ থেকে সম্মাননা ও আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম
শালিখায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবচরে অসুস্থ স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক
বাউফলে বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
নোয়াখালীতে সাংবাদিকদের পেশাগত সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয়ে মিলনমেলা
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাকের শামস খান হিমু জাতীয় পার্টির এমপি প্রার্থী
সরকারি হাসপাতালে স্যালাইন ঝুলছে গাছে
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার