ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

মহাদেবপুরে ভেজাল কীটনাশকে কৃষকের সর্বনাশ!


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২৩ দুপুর ৪:৩১

নওগাঁ মহাদেবপুরে ভেজাল কীটনাশক প্রয়োগে ফসল বিনষ্টের অভিযোগ প্রমাণ হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে গত দুই মাসেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এনিয়ে চাষিদের মধ্যে দারুন ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৃষি বিভাগ বলছে বিষয়টি মিমাংশা করতে বলা হয়েছে। উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান জেলেপাড়া গ্রামের কৃষক আফাজ উদ্দিন অভিযোগ করেন যে, তিনি তার দুই বিঘা জমিতে শসা লাগিয়েছিলেন। সে জমিতে প্রয়োগের জন্য মহাদেবপুর উপজেলা সদরের সারপট্টির মেসার্স মহন্ত কীটনাশক বিপণী থেকে বায়ার কোম্পানীর টাফগর নামক কীটনাশক কিনে জমিতে প্রয়োগ করেন। কিন্তু এক সপ্তাহের মধ্যে তার শসা ক্ষেত পুড়ে যায়। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়। বিষয়টি ওই দোকানের মালিককে জানালে তিনি কৃষক আফাজ উদ্দিনকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি ধামকি দেন। আফাজ উদ্দিন বিষয়টির প্রতিকার, ক্ষতিপূরণ ও ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মীর আমজাদ আলী এনিয়ে ওই দোকানে কয়েক দফা বৈঠকে বসেন। সংশ্লিষ্টরা মনে করেন, ওই কোম্পানীর কীটনাশকের বোতলে ভেজাল কীটনাশক ভরে বিক্রি করা হয়েছে জন্যই ফসল বিনষ্ট হয়েছে। ওই দোকানীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। 
জানতে চাইলে মীর আমজাদ আলী জানান, বিষয়টি মিমাংশার ব্যবসায়ী নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছেন। কৃষক আফাজ উদ্দিন জানান, বিষয়টি টাকা দিয়ে মিমাংশার প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু তিনি দোষীদের শাস্তি দাবি করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী জানান, অভিযোগটি নিরসনের জন্য উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু গত দুই মাসেও কোন ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত ব্যবসায়ীকে মদদ দেয়া হচ্ছে কিনা তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি।
অভিযুক্ত ব্যবসায়ী মেসার্স মহন্ত কীটনাশক বিপণীর মালিক রামকৃষ্ণ মহন্ত অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ওই কোম্পানীর ডিলার না হলেও অন্যত্র থেকে সংগ্রহ করে আসল কীটনাশকই বিক্রি করেছেন। তবে টাকা দিয়ে কেন বিষয়টি মিমাংশা করতে চেয়েছেন তা তিনি বলতে পারেননি।
স্থানীয়রা অভিযোগ করেছেন যে, একটি প্রভাবশালী সিন্ডিকেট এলাকায় নকল কীটনাশক তৈরি করে নামি দামি কোম্পানীর বোতলে ভরে হরহামেশা হাটে বাজারে বিক্রি করছেন। চাষিরা এসব কীটনাশক কিনে প্রতারিত হচ্ছেন। এবার বোরো মৌসুমে খেতে একের পর এক কীটনাশক প্রয়োগ করে পোকা দমন করতে চাষিরা হিমসিম খেয়েছেন। বিষয়টি এখন ওপেন সিক্রেট হলেও গোপন সমঝোতার কারণে কৃষি বিভাগ তাদের বিরুদ্ধে কোনোই ব্যবস্থা নিচ্ছে না। নিয়মানুযায়ী বাজার মনিটরিংয়ের বিধান থাকলেও তা করা হয়না। কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কীটনাশক ব্যবসায়ীদের দারুন সখ্যতা গড়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তা এসব অস্বীকার করেন।

এমএসএম / এমএসএম

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

‎নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!

মেহেরপুর জেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত