ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

তাড়াশে আঞ্চলিক সড়ক পাকাকরণ না হওয়ায় ১৫ হাজার মানুষ চরম বিপাকে


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৩ দুপুর ৩:৪৪

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার সদগুনা ইউনিয়নের  তাড়াশ বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল থেকে  কুন্দইল কাটা খালের ব্রীজ পর্যন্ত মাত্র ৩ কিলোমিটার আঞ্চলিক সড়কটি পাকাকরণ না হওয়ায় ওই এলাকার ৫টি গ্রামের  ১৫ হাজার মানুষ চরম বিপাকে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে ও সরেজমিনে দেখা যায়, তাড়াশ উপজেলার সদগুনা  ইউনিয়নের তাড়াশ বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল থেকে  কুন্দইল কাটা খালের ব্রীজ পর্যন্ত মাত্র ৩ কিলোমিটার আঞ্চলিক সড়কটি পাকাকরণ না হওয়ায়, ধাপতেতুলিয়া, পতিরামপুর, তেলিপারা,ভেটুয়া ও সান্দুরিয়া সহ ওই ৫টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াতের জন্য চরম বিপাকে পড়েছে । বর্ষা মৌসুমে কর্দমাক্ত সড়ক দিয়ে  গ্রামবাসীকে পায়ে হেটে চলাচল করতে হয়। ৩টি গ্রামের অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল। সড়ক গুলো চলাচলের অনুপযোগী হওয়ায় উৎপাদিত কৃষি পণ্য বারুহাস ও কুন্দইল হাটে নিয়ে যাওয়া সম্ভব হয়না । যাতায়াতের জন্য মহিষের গাড়ীর মাধ্যমে  খাদ্য শষ্য নিয়ে যেতে কয়েক গুণ  বেশি ব্যয় হয় । একটু বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমায় জড়িয়ে যায়। ফলে ওই এলাকার ছেলে মেয়েদের স্কুল ও কলেজে যাতায়াত করা দুসাধ্য হয়ে পরে। বর্ষা মৌসুমে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসা-যাওয়া খুবই দুর্বিসহ যন্ত্রনা। ৩ কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় উপজেলা শহরের এ সকল গ্রামের বাসিন্দারা সরাসরি আসতে পারে না। । তেতুলিয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, নেতারা সময় এলে সব স্বীকার করেন কিন্তু  সময় পেলে প্রতিশ্রুতি রাখে না। পরবর্তী সময় পর্যন্ত আর খবর থাকে না। সান্দুরিয়া গ্রামের কিরণ হোসেন বলেন, আমাদের আয়ের একমাত্র উৎস কৃষিখাত থেকে ধান সংগ্রহ করা। কিন্তু সেই উৎপাদিত ধার কেটে জমি থেকে আনতে  ও ধান বিক্রি করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়। যোগাযোগ ভাল না হওয়ায় এই ধান আমরা বাজার মুল্যের চেয়ে অনেক কম দামে  বিক্রি করি ।  মাত্র ৩ কিলোমিটার সড়ক পাকা হলেই এই ৫ গ্রামের  প্রায় ১৫ হাজার মানুষ সরাসরি উপজেলার যেকোন হাটে ও বাজারে যেতে পারতেন। তাড়াশ উপজেলা প্রকৌশলী মোঃ ইফতেখার সরোয়ার ধ্রুব  জানান, হেদারখাল থেকে  কুন্দইল কাটাখালের ব্রীজ পর্যন্ত রাস্তার প্রকল্প জমা দেয়া হয়েছে , পাশ হয়ে আসলেই কাজ শুরু করে দেয়া হবে। 

এমএসএম / এমএসএম

৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে মুসলিম এইডের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী

ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত

রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন

নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন

তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদারীপুরে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় বিচার চায় পরিবার