বাঁশখালীতে হামলার মামলা,বাদীর বিরুদ্ধে পাল্টা অপহরণ মামলা

চট্টগ্রামের বাঁশখালীতে সম্পত্তির বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলার ঘটনাকে কেন্দ্র করে মামলা করায় উল্টো বাদী পরিবারকে ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা অভিযোগে বাদীর বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করার অভিযোগ উঠেছে।এই নিয়ে এলাকাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
ঘটনাটি ৮ মে (রবিবার) উপজেলার গুনাগরী এলাকায়।জানা যায়,উপজেলার পূর্ব গুনাগরীর ১ নং ওয়ার্ডের টনিপাড়া এলাকায় গত ২৮ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে জায়গা জমি বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে,এতে প্রতিপক্ষের হামলায় মোঃ মুবিনুল হক তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস আহত হয়।পরে এবিষয়ে হামলাকারীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করে বাদী মুবিনুল হক।
এরই মধ্যে গত ১ মে অভিযুক্ত জেসমিন আক্তারের এক মেয়ে ইলশা গ্রামের ফরিদ আহমদের ছেলে মোঃ রাশেদ নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্কের টানে বাড়ি ছেড়ে ছুটে যাওয়ার ঘটনা ঘটে,ওই ঘটনার সুবাদে মেয়েকে অপহরণ করেছে মর্মে মিথ্যা অভিযোগ তুলে বাদী মোঃ মুবিনুল হক ও তার ভাই কামাল উদ্দিনের বিরুদ্ধে ইউনুসের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করেছে মর্মে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে জানা যায়,ওই এলাকার মৃত্যু আব্দুস সামাদের ছেলে মোঃ মুমিনুল হক ও তার আপন ভাই মোঃ ইউনুসের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল,এই বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের কাছে বেশ কয়েকবার অভিযুক্ত ইউনুসের পরিবার নিজে বিচার দিলেও পরে বিচার অমান্য করে তারা নিজেরাই কোন বিচারিক বৈঠকে যায়না বলেও জানা গেছে।এই বিষয়ে বর্তমানে রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ শহিদুল ইসলামের কাছে পেন্টিংও রয়েছে।কিন্তু এরই মধ্যে সেই বিরোধের জেরে অভিযুক্ত মোঃ লেদু এবং প্রবাসী ইউনুসের স্ত্রী জেয়াসমিনসহ ৭/৮ জন সাঙ্গ-পাঙ্গ নিয়ে গত ২৮ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে মোঃ মুবিনুল হকের পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৮)'কে মারধর করলে,এতে আহত হয় মোঃ মুবিনুল হক ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস।এই বিষয়ে মুবিনুল হক বাদী হয়ে গত ২ মে অভিযুক্ত মোঃ লেদু ও প্রবাসী ইউনুসের স্ত্রী জেসমিন আক্তার গংয়ের বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করে।
এরই মধ্যে ইশলা গ্রামের ফরিদ আহমদের ছেলে মোঃ রাশেদ নামের এক যুবকের সাথে অভিযুক্ত জেসমিন আক্তারের এক মেয়ের দীর্ঘ প্রেমের সম্পর্ক থাকায় ওই মেয়ে গত ১ মে বাড়ী ছেড়ে ওই প্রেমিক রাশেদ এর সাথে পালিয়ে যায়, প্রেমের টানে মেয়ে প্রেমিকের সাথে ছুটে গেলেও বিষয়টিকে পূজি করে বাদী মুবিনুল হক এবং মোঃ কামাল উদ্দিনকে হয়রানি ও ফাঁসানোর পায়তারা করে তাঁদের বিরুদ্ধে মেয়ের অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছে অভিযুক্ত মোঃ ইউনুসের পরিবার এমন অভিযোগ করেন।
এবিষয়ে প্রেমিক রাশেদ বলেন,ইউনুসের মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক আছে, ওই মেয়ে নিজেই গাড়ী নিয়ে আমার কাছে চলে আসছে, আমি তাকে নিতে চাইনি,কিন্তু ওই মেয়ে আত্মহত্যা করবে বলছে,তাই আমি উপায় না দেখে মেয়েটাকে নিয়ে গেছি। আর আমাদের মেম্বার জিয়াউর রহমান আমার পরিবারকে
পেশার দিলে আমি মেয়েটিকে নিয়ে বাড়িতে চলে আসি, বাড়িতে চলে আসলে পরে রামদাশ মুন্সির হাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর শহিদুলসহ আরো কয়েকজন পুলিশ সদস্য আমাদের মেম্বারের উপস্থিততে প্রেমিকাকে নিয়ে গেছে,মেয়েটি যেতে চায়নাই,তাকে জোর করে নিয়ে গেছে পুলিশ এবং আত্মীয় স্বজনরা।
ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন,অপহরণ নয়,প্রেমের কারণে মেয়ে নিজেই রাশেদ এর কাছে ছুটে এসেছে, মেয়েকে নিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলছে, তাকে কেউ অপহরণ করেনি,সে নিজের ইচ্ছায় রাশেদকে বিয়ে করতে চলে আসছে, ওই মেয়ে এইসব কথা জনসম্মুখে চিৎকার করে বলছে বলেও জানান জিয়াউর রহমান।তিনি আরো বলেন, আমি নিজে ছেলের পরিবারকে চাপদিয়েছি,যাতে মেয়েকে উপস্থিত করে,একথা জেনে হঠাৎ মেয়ে আমাকে ওই রাতে ফোন করে বলছে যে, আমি রাশেদকে বিয়ে করার জন্যে আমি নিজেই এসেছি, আমাকে কেউ অপহরণ করেনি এবং এই ব্যাপারে আমাকে কেউ সহযোগিতাও করেনি,আমি রাশেদকে ছেড়ে যাবোনা,কেউ নিতে চাইলে ওই মেয়ে আত্মহত্যা করবে বলেও আমাকে হুমকি দিয়েছে মেয়ে।
এবিষয়ে একটি ভিডিও চিত্রও প্রতিবেদকের কাছে দিয়েছে ইউপি সদস্য জিয়াউর রহমান।
এবিষয়ে জানতে চাইলে গুনাগরীর রামদাশ মুন্সির হাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর (মামলার তদন্ত কর্মকর্তা) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মোঃ ইউনুস নামের এক প্রবাসীর মেয়েকে অপহরণের ঘটনা ঘটেছে,অপহরণ মামলার ১ নং আসামী (প্রেমিক) রাশেদ এর বসতঘর থেকে ইউপি সদস্য জিয়াউর রহমানের উপস্থিতিতে ভিকটিমকে উদ্ধার করা হলেও এবিষয়ে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
এসময় তিনি আরো বলেন,ইতিপূর্বে ভিকটিমের বাবা প্রবাসী ইউনুসের পরিবারের সাথে অপহরণ মামলার আসামীদের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল,ওই বিরোধের জের ধরে অপহরণের ঘটনার কয়েকদিন আগে তাদের দু'পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে এবং ওই বিষয়ে অপহরণ মামলার আসামি মুবিনুল হক বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে।আর এখন মেয়েকে অপহরণ করেছে মর্মে অভিযোগ তুলে মোঃ মুবিনুল হক এবং মোঃ কামাল উদ্দিনসহ চার জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছে ভিকটিমের পরিবার।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
