কদমতলীতে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখল করতে হামলা লুটপাট নারীদের শ্লীলতাহানি ও ভাঙচুরের অভিযোগ
রাজধানীর কদমতলী থানা এলাকার দক্ষিণ দনিয়া নুরপুরে মুক্তিযুদ্ধা পরিবারের বাড়িতে হামলা চালিয়ে এক পরিবারের দশজন কে কুপিয়ে জখম, মালামাল ভাঙচুর, স্বর্নালংকার মোবাইল ফোন সেট ও টিভিসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।গত ২ মে মঙ্গলবার মোঃ জাহাঙ্গীর এর বসত বাড়িতে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন এর পুত্র মোঃ জাহাঙ্গীর বাদী হয়ে কদমতলী থানায় একটি মামলা দায়ের করেছেন। কদমতলী থানার মামলা নং-৪/২১০, মামলার আসামিরা হলেন, মোঃ জহিরুল ইসলাম(৫০) পিতা-মৃত ইসমত আলী, মোঃ ফারুক খাঁন(৬০) পিতা-মৃত মমিন খাঁন উভয় সাং-৪১৪ নুর পুর, কদমতলী(আর.এস টাওয়ার), পারভেজ (৩৫) পিতা-অজ্ঞাত, সাং-নুরপুর ১ নং গলি,গোলজার(৩৬) পিতা-অজ্ঞাত, সাং-নুরপুর ৩নং গলি,বি,কে রনি (৩৪) পিতা অজ্ঞাত, সাং-নুরপুর,রনি(৩৪) পিতা-অজ্ঞাত সাং-নুরপুর সহ মোট মোট ১৭০/১৮০ জন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার এসআই কামাল হোসেন দৈনিক সকালের সময় কে বলেন,এই ঘটনায় মামলার অভিযোগে উল্লেখিত ৪নং আসামি মোঃ গোলজার কে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড মঞ্জুর না করে জেলগেটে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কে নির্দেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মামলায় অভিযুক্ত ১নং বিবাদীর সাথে ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর এর সাথে দীর্ঘ দিন যাবত কদমতলী থানাধীন ৪৩৪ নং হোল্ডিংয় দক্ষিণ দনিয়া মসজিদ রোড, নুরপুরস্থ একটি জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ২ মে দুপুর ১ টা ৩০ মিনিটের সময় মামলার অভিযোগে উল্লেখিত ব্যক্তিগণ ও তাদের সহযোগী ১৭০-১৮০ জন ব্যক্তি লোহার চাপাতি,লোহার রড,শাবল, লাঠি ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বে-আইনী জনতবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম, নারী কে শ্লীলতাহানি করে বাসার জিনিসপত্র ভাঙচুর করে ক্ষতিসাধন ও জোরপূর্বক টাকা, স্বর্নালংকার,রুপা ও টেলিভিশন এবং মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর দৈনিক সকালের সময়কে জানান, অভিযুক্ত ব্যক্তিরা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাসায় অতর্কিত হামলা চালিয়ে আমাকে, আমার বোনের জামাই,ভাগিনা আলামীন ,ছেলে সোহেল,ভাগ্নি স্নেহা আক্তার, বোন পেয়ারা বেগম, ছোট বোন রাজিয়া বেগম,ভাগিনা শাকিল, আমার স্ত্রী বেলী, ছোট ছেলে জীবন কে উপর্যুপরি হামলা চালিয়ে গুরুতর জখম করে, এবং ছেলের বউ আনিকার শ্লীলতাহানি করে।এ সময় তারা আমার বাসায় হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ একত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা লুটে নেয় এবং পঁচিশ লক্ষ টাকার মালামাল ভাঙচুর করে।
তিনি আরো বলেন,তাদের হামলায় আমি ও আমার পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ডাক চিৎকার করি। আশেপাশে মানুষ চলে আসলে অভিযুক্ত ব্যক্তিরা আমাদের হুমকি ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চলে যায়। লোক জন আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ ঘটনায় অভিযুক্ত জহিরুল ইসলাম ও ফারুক খাঁন কে একাধিকবার মোবাইলে কথা বলার চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার