ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

জাজিরা উপজেলার ভূমি দস্যু রাজ্জাক বেপারীর বিরুদ্ধে ১২ টি পরিবারের জমি দখলের অভিযোগ


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১৪-৫-২০২৩ দুপুর ১:৫৮
শরীয়তপুর জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা,কালু বেপারী কান্দির, মৃত কালু বেপারীর ছেলে রাজ্জাক বেপারীর বিরুদ্ধে শরীয়তপুর-১আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর, নাম ভাঙিয়ে জমি দখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী স্থানীয়(১২টি)পরিবার গনমাধ্যম কর্মীদের কাছে এ বিষয়টি জানান।
 
শরীয়তপুর জেলার, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকার পশ্চিম নাওডোবা রাজ্জাক বেপারী, পিতা মৃত কালু বেপারী, গ্রাম কালু বেপারী কান্দি , নিজেকে সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বড় ভাই পরিচয় দিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ায়, এবং পশ্চিম নাওডোবা এলাকায় রাজ্জাক বেপারী নিজের পালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা সাধারণ কৃষকের কৃষি জমি দখল করছেন বলে অভিযোগ করেন (১) মোহাম্মদ রব শেখ ,পিতা মৃত তোরাব আলী শেখ গ্রাম কালু বেপারী কান্দি,(২) সাইজুদ্দিন শেখ  (৩) শুকুর শেখ (৪) হালান শেখ (৫) রাজ্জাক শেখ (৬) শাহাবুদ্দিন শেখ উভয় পিতা মৃত মাইনুদ্দিন শেখ (৭)তোতা শেখ (৮) হাকিম আলী শেখ, উভয় পিতা মৃত আদলদ্দিন শেখ (৮) সিরাজ শেখ পিতা মৃত গনি শেখ (৯) রোকেয়া বেগম (১০) সকিনা বেগম (১১) মইফুল বেগম (১২) কুটি বিবি , ১২-০৫-২০২৩ ইংরেজি শুক্রবার শরীয়তপুর  ডিসি অফিসের সামনে (১২) পরিবার একত্রিত হয়ে সাংবাদিকদের কাছে বলেন যে,
ভূমি দস্যু রাজ্জাক বেপারী পশ্চিম নাওডোবা (১০১)ও (১০২) নং মৌজায় আমাদের ১৭২ শতাংশ  জমি দখল করে নেয়। রাজ্জাক বেপারী কোনরকম পুলিশ প্রশাসন ও ভূমি আইনের তোয়াক্কা করেন না। তিনি 
কোনো নীতিমালা মানতে রাজি নন । ভূমি আইনে বেদখল কারীর শাস্তি– জমি দখলের শাস্তি ২০২২ জোরপূর্বক দখলে শাস্তি ,বৈধ কাগজপত্র না থাকার পরেও সে ব্যক্তি মালিকানাধীন, ভূমি বা কোন সংস্থার জমি জোর করে দখল করে রাখেন, সেজন্য এক বছর থেকে তিন বছরের কারাদণ্ড, এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে ।
 আইনের তোয়াক্কা না করে ভূমিদস্যু রাজ্জাক বেপারী দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছেন।
 
ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে রাজ্জাক শেখ দৈনিক সকালের সময়কে জানান, ভূমিদস্যু রাজ্জাক বেপারী স্থানীয় সংসদ সদস্যর বড় ভাই হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আমাদের ১২ টি পরিবারের রেকর্ডীয় এ জমি জোর পূর্বক দখল করে নিয়েছে। স্থানীয় লোকজন তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়।
 
রাজ্জাক বেপারীর সাথে মুঠোফোনে কথা বললে,প্রথমে স্থানীয় সংসদ সদস্যর বড় ভাই হিসেবে নিজেকে পরিচয় দেন,পরে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কৌশল পাল্টে বলেন স্থানীয় সংসদ সদস্য আমাকে বড় ভাই সম্বোধন করেন।
 
বিষয়টি জানতে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু র মোবাইলে ফোন করলে তাকে মোবাইলে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

সীমান্তবর্তী চার জেলার থানার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত

মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিশালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

অভয়নগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু

রাজশাহীতে সড়ক ও জনপথের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

দোহারে তরুণদের মিলনমেলা: অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা

গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে দখলবাজির সঙ্গে রাজনৈতিক পরিচয় জড়ানোর অভিযোগ।

লাকসামে অস্তিত্ব সংকটে খেজুর গাছ রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা

থানার ভেতরে চাঁদা দাবি, না দেওয়ায় সাইনবোর্ড ভাংচুর ও হত্যার হুমকি

৩১ দফা বাস্তবায়নে তাড়াশে লিফলেট বিতরণ ও শো ডাউন

রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আশুলিয়ায় সাংবাদিককে আইনী জালে ফাঁসানোর হুমকি আ’লীগ নেত্রী গাজী নাছরিনের