টাঙ্গাইলে কিশোরী ধর্ষন মামলায় জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী বড় মনি কারাগারে
টাঙ্গাইলে কিশোরী ধর্ষন মামলায় আওয়ামী লীগ নেতা ও বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি সোমবার (১৫ মে) টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করেন। দুপুর ১২টার দিকে বিচারক মোঃ মাহমুদুল মহসিন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলার অপর আসামী গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাব আদালতে আত্মসমর্পন করেননি। গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদী হয়ে টাঙ্গাইল-০২ (ভুঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনি এর বিরুদ্ধে ধ"র্ষ"নে"র অভিযোগ এনে মামলা দায়ের করেন এক কিশোরী। মামলায় তার স্ত্রী নিগার আফতাবকেও আসামী করা হয়। টাঙ্গাইল আদালতের সরকারী কৌশলী (পিপি) অ্যাডভোকেট এস আকবর খান বলেন, গত ১৮ এপ্রিল বড় মনি ও তার স্ত্রী উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। এরপর রাষ্ট্রপক্ষ বড় মনি এর জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করে। এর প্রেক্ষিতে ৩০ এপ্রিল বিচারপতি এম ইনায়েতুর রহিম জাামিন স্থগিত করে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন। ওই দুই সপ্তাহের শেষ দিন ছিল সোমবার। তিনি সোমবারে জামিনের আবেদন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে। এ মামলায় অপর আসামী বড় মনি এর স্ত্রী নিগার আফতাব উচ্চ আদলত থেকে জামিনে রয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া শহরের আদালত পাড়ায় নিজের বাড়ির পাশের একটি ভবনে ওই কিশোরীকে ডেকে নেন। সেখানে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে গোলাম কিবরিয়া বড় মনি তাকে একটি কক্ষে আটকে রাখেন। পরে তাকে ধ"র্ষ"ণ করে আপত্তিকর ছবি তুলে রাখা হয়। বিষয়টি কাউকে না বলার জন্য গোলাম কিবরিয়া তাকে ভয়ভীতি দেখান। চলতি বছরের ৫ এপ্রিল বুধবার রাত ১০ টার দিকে টাঙ্গাইল সদর থানায় ছোট মনির এমপির বড় ভাই - টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে
ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন অন্ত:সত্তা এক কিশোরী। এরপর থেকে টাঙ্গাইল জেলা শহরে একের পর এক পাল্টাপাল্টি মিছিল ও সংবাদ সম্মেলন হচ্ছে। উল্লেখ্য আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি সভাপতি পদপ্রার্থী। এজন্য তিনি টাঙ্গাইল জেলা যুবলীগের বর্ধিত সভা ও সম্মেলনের প্রস্তুতিমূলক প্রতিটি সভায় অংশগ্রহণ করে আসছিলেন।
এমএসএম / এমএসএম
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা
ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী
জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম
যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০
নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা
কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি
কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি
নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন
বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল
গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল
Link Copied