টাঙ্গাইলে কিশোরী ধর্ষন মামলায় জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী বড় মনি কারাগারে
টাঙ্গাইলে কিশোরী ধর্ষন মামলায় আওয়ামী লীগ নেতা ও বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি সোমবার (১৫ মে) টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করেন। দুপুর ১২টার দিকে বিচারক মোঃ মাহমুদুল মহসিন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলার অপর আসামী গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাব আদালতে আত্মসমর্পন করেননি। গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদী হয়ে টাঙ্গাইল-০২ (ভুঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনি এর বিরুদ্ধে ধ"র্ষ"নে"র অভিযোগ এনে মামলা দায়ের করেন এক কিশোরী। মামলায় তার স্ত্রী নিগার আফতাবকেও আসামী করা হয়। টাঙ্গাইল আদালতের সরকারী কৌশলী (পিপি) অ্যাডভোকেট এস আকবর খান বলেন, গত ১৮ এপ্রিল বড় মনি ও তার স্ত্রী উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। এরপর রাষ্ট্রপক্ষ বড় মনি এর জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করে। এর প্রেক্ষিতে ৩০ এপ্রিল বিচারপতি এম ইনায়েতুর রহিম জাামিন স্থগিত করে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন। ওই দুই সপ্তাহের শেষ দিন ছিল সোমবার। তিনি সোমবারে জামিনের আবেদন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে। এ মামলায় অপর আসামী বড় মনি এর স্ত্রী নিগার আফতাব উচ্চ আদলত থেকে জামিনে রয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া শহরের আদালত পাড়ায় নিজের বাড়ির পাশের একটি ভবনে ওই কিশোরীকে ডেকে নেন। সেখানে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে গোলাম কিবরিয়া বড় মনি তাকে একটি কক্ষে আটকে রাখেন। পরে তাকে ধ"র্ষ"ণ করে আপত্তিকর ছবি তুলে রাখা হয়। বিষয়টি কাউকে না বলার জন্য গোলাম কিবরিয়া তাকে ভয়ভীতি দেখান। চলতি বছরের ৫ এপ্রিল বুধবার রাত ১০ টার দিকে টাঙ্গাইল সদর থানায় ছোট মনির এমপির বড় ভাই - টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে
ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন অন্ত:সত্তা এক কিশোরী। এরপর থেকে টাঙ্গাইল জেলা শহরে একের পর এক পাল্টাপাল্টি মিছিল ও সংবাদ সম্মেলন হচ্ছে। উল্লেখ্য আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি সভাপতি পদপ্রার্থী। এজন্য তিনি টাঙ্গাইল জেলা যুবলীগের বর্ধিত সভা ও সম্মেলনের প্রস্তুতিমূলক প্রতিটি সভায় অংশগ্রহণ করে আসছিলেন।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
Link Copied