ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলে মওলানা ভাসানীর হাতে গড়া বাজার ও জলাশয় দখলে নিয়ে বহুতল মার্কেট নির্মাণের পায়তারা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৭-৫-২০২৩ দুপুর ৪:১৬
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি প্রতিষ্ঠা করেন শিক্ষা ও সেবামূলক অনেক প্রতিষ্ঠান। টাঙ্গাইলের সন্তোষে নিজ এলাকার মেহনতি মানুষ যাতে খেয়ে-পরে বেঁচে থাকতে পারে তার জন্য সরকারি জমি লিজ নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন পীর শাহ্জামান মার্কেট ও ভোগ্যপণ্য সমিতি। তবে কোনো অনুমতি ছাড়াই ঐতিহ্যবাহী বাজারটি দখলে নিয়ে সেখানে নতুন মার্কেট নির্মাণ করছে টাঙ্গাইল পৌরসভা এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কর্তৃপক্ষ। পরিবেশ আইন অমান্য করে ভরাট করা হচ্ছে ১০ একর সরকারি জলাশয়ও। অবৈধ এ কাজ বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েও প্রতিকার পায়নি পীর শাহ্জামান মার্কেট সমিতি ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা।
জানা গেছে, আবদুল হামিদ খান ভাসানী টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষে অন্তত ৩৩টি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। কাজগুলো শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সমন্বয় করেই। পরবর্তী সময়ে নিজ এলাকায় একটি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের ইচ্ছা পোষণ করে বঙ্গবন্ধুকে চিঠিও লিখেছিলেন তিনি। একই সঙ্গে ১৯৭৪-৭৫ সালে সন্তোষে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ১৫ দশমিক ৩২ একর জমি লিজ নেয়ার জন্য আবেদন করেন। এদিকে ২০০৫ সালেই সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের পক্ষে সদরের সহকারী কমিশনারকে (ভূমি) বিবাদী করে ১৯৫৫-এর ৩০ ধারা রেকর্ড সংশোধনের মামলা করেন সওজ বিভাগের ফজলুল করিম। আপত্তি নং-৩১২, মৌজা সন্তোষ জেএল নং-১৯৭। ডিপি খতিয়ান ১/১ সাবেক দাগ ৮০৩ ও ৮০৪ এবং হাল দাগ ২০০৪, ২০০৫ ও ২০০৬। দুই বছর পর ২০০৭ সালে ওই রেকর্ড মামলায় রায় পায় সওজ বিভাগ। জানা গেছে, পীর শাহ্জামান মার্কেট ভেঙে ‘বিশ্ববিদ্যালয় পৌর সুপার মার্কেট’ নির্মাণ করতে টাঙ্গাইল পৌরসভার সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি সরকারি সম্পত্তি লিজ না নিয়েই বালি ফেলে ভরাট করা হচ্ছে পুরনো এক পুকুর। অথচ পরিবেশ আইন-১৯৯৫ ও জলাধার সংরক্ষণ আইন-২০০০-এর বিধান অনুসারে যেকোনো জলাশয় ভরাট নিষিদ্ধ। অভিযোগ পেয়ে এরই মধ্যে প্রশাসন বালি ভরাট বন্ধ করলেও আইন অমান্য করে রাতের আঁধারে জলাশয় ভরাটের কাজ করছে। মার্কেট নির্মাণকে কেন্দ্র করে একটি চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও এলাকাবাসীর অভিযোগ রয়েছে। তারা বলছে, পুকুর ভরাট করতে চুক্তি হয়েছে কোটি টাকার। একাধিক ব্যবসায়ীর অভিযোগ, এটা বিশ্ববিদ্যালয় কিংবা পৌরসভার জায়গা না, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে ট্রাস্টের নামে লিজ নেয়া। কোনো অনুমতি না নিয়ে এখন তারা কীভাবে মার্কেট নির্মাণ করতে পারে? এরই মধ্যে দোকান বরাদ্দের কথা বলে অনেকের কাছ থেকে ৫-১০ লাখ করে টাকাও নেয়া হয়েছে। এর আগেও ২০১৬ সালে বাজারের প্রায় দোকানির কাছ থেকেই টাকা নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বাজারে প্রায়  ৩০০টি দোকান রয়েছে। তার মধ্যে ৩০টি চায়ের ও ১০ জনের মতো আছেন প্রতিবন্ধী দোকানদার। এরা কীভাবে এত টাকা দেবে? এলাকাবাসী বলেন, মূলত টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর উদ্দেশ্য প্রণোদিত ভাবে এ কাজগুলো করছেন। এক বছর আগে তিনি কোনো কারণ ছাড়াই বাজার সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর আর কোনো কমিটি ঘোষণা করা হয়নি। এ বছর মেয়র মার্কেট নির্মাণ কাজে হাত দিয়েছেন, যাতে নেতৃত্বহীন বাজার সমিতি কোনো কিছু না করতে পারে।
স্থানীয়রা বলছেন, ভাসানী হুজুরের স্বপ্ন ছিল এ সন্তোষে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় হবে, সেটাকে ঘিরে গড়ে উঠবে ব্যবসা প্রতিষ্ঠান। খেটে খাওয়া মেহনতি মানুষের আর্থিক সচ্ছলতা আসবে। কিন্তু সন্তোষ বাজারকে ঘিরে এবং মওলানা ভাসানীর স্কুল-কলেজ, মাদ্রাসা'সহ অন্যান্য সবকিছু নিয়ে বর্তমানে একটা চক্রান্ত চলছে। প্রায় ১৫০ বছরের পুরনো একটি স্কুল রানীদীন মণি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্যত্র সরিয়ে দেয়ার পাঁয়তারা করা হচ্ছে। পীর শাহ্জামান মার্কেট বাজার কমিটির বর্তমান আহ্বায়ক ও ভাসানীর নাতি মো. হাসরত খান ভাসানী বলেন, ‘এ সন্তোষে প্রতিটি প্রতিষ্ঠানেই মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর ছোঁয়া রয়েছে। মওলানা ভাসানী চেয়েছিলেন এখানে কলেজ-বিশ্ববিদ্যালয় যা-ই হোক, এ অঞ্চলের মানুষ ও তার ভক্তরা যাতে কিছু করে সংসার চালাতে পারেন। এজন্য তিনি ১৯৭৪-৭৫ সালে বাজারটা প্রতিষ্ঠিত করেন। সেই থেকে এ অঞ্চলের মানুষ এগুলো ভোগ করে আসছে। এখানে কিছু প্রতিষ্ঠান আছে, যা এ অঞ্চলের সাধারণ মানুষের সাহায্যে চলে। যেমন মাওলানা ভাসানী এতিমখানা, মুসাফিরখানা, সূচি স্কুল—এগুলো চলে স্থানীয় ব্যবসায়ীদের টাকায়। সেগুলো এখন ষড়যন্ত্রের মুখে পড়েছে। এ অঞ্চলের মানুষকে নিয়ে আমরা বারবার প্রতিবাদও করেছি।’
হাসরত খান ভাসানী বলেন, ‘১৯৮৪ সালে সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ড গঠন করা হয়। গেজেটেও বলা আছে যে সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে ১০১ একরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নামে ৫৫ একর দেয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) এখন যা খুশি তাই করে বেড়াচ্ছে। বাজারটি তো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায়। 
তাহলে মার্কেট নির্মাণের জন্য পৌর মেয়র কীভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করে, এ চুক্তি সম্পূর্ণ অবৈধ। মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর হাতে প্রতিষ্ঠিত পীর শাহ্জামান মার্কেট ভেঙে বিশ্ববিদ্যালয় পৌর সুপারমার্কেট নির্মাণ আমরা কোনোভাবেই মেনে নেব না। সবার সঙ্গে আলোচনা করছি, এটা বন্ধ না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।’
এ বিষয়ে জানতে চাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, ‘বাজারের পুরো জায়গাটা আমাদের না, মার্কেটের যে অংশ আমাদের জায়গায় পড়বে সে অংশ নিয়েই পৌরসভার সঙ্গে চুক্তি হয়েছে।’ জলাশয় ভরাটের প্রসঙ্গে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘এ বিষয়ে আপনি মেয়রকে প্রশ্ন করতে পারনে।’ পরে টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরকে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার যদি কথা থাকে সামনে এসে বলুন।
টাঙ্গাইল জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। মেয়রের সঙ্গে এরই মধ্যে কথাও বলেছি। তাকে জানিয়েছি, এটা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা, এখানে কিছু করতে গেলে তাদের অনুমতি লাগবে। 
মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর বাজার, জলাশয় ও স্মৃতি রক্ষায় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসন 'সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপির দেওয়া হয়েছে। ভাসানী ভক্তদের পক্ষ থেকে মানববন্ধন 'সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। 

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক