হাটহাজারীতে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী দিদারুল আলম প্রকাশ দিদার (৪৫)কে দীর্ঘ ২০ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। মঙ্গলবার রাতে গোপন সুত্রের ভিত্তিতে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা থেকে র্যাব-৭ এর আভিযানিক দল দিদারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দিদার উপজেলার ফটিকালতি এলাকার মৃত সৈয়দ আহাম্মদ এর পুত্র। র্যাব-৭ মিডিয়ার সুত্রে জানা যায় গত ২৫ নভেম্বর ২০০৩ ইং দিবাগত রাতে ডাকাতির সময় ভিকটিম জাহাঙ্গীর আলম ডাকাত দলের সদস্যদের চিনে ফেলার বিষয়টি আচঁ করতে পেরে ডাকাত দল পায়ের উরুতে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে আহত করে জাহাঙ্গীর আলমকে।
পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম জাহাঙ্গীর আলমকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম জাহাঙ্গীর আলম মৃত্যু বরণ করেন।
পরে নিহত ভিকটিম জাহাঙ্গীর আলমের প্রতিবেশী মোঃ ফজল আহাম্মদ ড্রাইভার (ডাকাতির ঘটনার রাত্রে ডাকাতদের কবলে পড়া ৭/৮ জন ভিকটিমদের মধ্যে একজন) বাদী হয়ে গত ২৯ নভেম্বর ২০০৩ ইং তারিখ চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ২৯/১১/২০০৩ ইং, ধারা-৩০২/৩৪; পেনাল কোড- ১৮৬০।
বিজ্ঞ আদালত ৩০মে ২০২২ সমস্ত সাক্ষ্য-প্রমাণের উপর ভিত্তি করে এবং দীর্ঘ বিচার কার্য প্রক্রিয়া সম্পন্ন শেষে উক্ত নির্মম ও নৃশংস হত্যাকান্ডের ঘটনায় আসামী দিদারকে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এবং ৩৯৪/৩৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডসহ বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন। বিজ্ঞ আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয় এবং গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ার পর থেকে সে পলাতক ছিল।
দিদারের এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি এবং মাদক সংক্রান্ত ৩ টি মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম

বর্জ্য নয়, মাছের আঁইশে সম্ভাবনার দ্বার খুললেন তরুণ উদ্দোক্তা ইমরান

নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ

রায়গঞ্জে যুব লীগ নেতার বিরুদ্ধে জমি বে দখলের অভিযোগ

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

তানোরে মাকে মারধর টাকা স্বর্ণ লুটপাট থানায় অভিযোগ

সন্দ্বীপে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে শিক্ষার্থীকে সংবর্ধনা

শালিখায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি, বন্যার আশঙ্কা

গাজীপুর-২ আসনের নতুন সীমানার আবেদনকারী ডা: মাজহার

সিলেটে বিএনপি নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ

কেপিএম হরিমন্দিরের নতুন পরিচালনা কমিটি গঠন

নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু
