সুন্দরবনে বন কর্মকর্তাদের বিরুদ্ধে জেলে হয়রানির অভিযোগ
পশ্চিম সুন্দরবনের খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন বজবজা ফাঁড়ি ইনচার্জ তানজিরুল ইসলাম ও খাসিটানা ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় নিরীহ জেলে ও বাওয়ালিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।অভিযোগ উঠেছে বৈধ পাশ পারমিটে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলেও গোন প্রতি টাকা না দিলে হতে হয় নানা হয়রানির শিকার ।এছাড়া অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে হরিণ শিকারে সহায়তাসহ সুন্দরবনের অভয়ারণ্যে স্থানীয় প্রভাবশালীদের সাথে নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে মাছ ধরার সুযোগ করে দেন বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বাজারে জোড়শিং, পাতাখালি, খাসিটানা গ্রামের দেড় শতাধিক মাছ ও কাঁকড়া ধরা জেলে এবং বাওয়ালির মানববন্ধনে এমন অভিযোগ তুলে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে অসাধু কর্মকর্তাদের শাস্তির দাবি জানান।এর আগে গত ১৯ ফেব্রুয়ারী, খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলামের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন দক্ষিণ বেদকাশী গ্রামের বিপুল কুমার সরকার।
স্থানীয় জেলে শফিকুল গাজি, দিদারুল শেখ, গোলাম রসুল, আকবার ফকির, বাবলু রহমান, আছাদুল গাজী,নজরুল গাজি,খায়রুল গাজী, মানববন্ধনে উপস্থিত হয়ে আমরা হরিণ শিকারে কখনো হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার সাথে জড়িত নই। কিন্তু হঠাৎ করে বজবজা বন ফাঁড়ি ইনচার্জ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমাদের নামে একাধিক মামলা দিয়েছেন। চাঁদা না দিলে এমন মিথ্যা মামলা বার বার খাওয়ার হুমকি ও দেন ওই কর্মকর্তা।জোড়শিং বাজারের নুরুজ্জামান গাজী বলেন, তিনি গত ছয় মাস ধরে ঢাকার একটি ইট ভাটায় কাজ করছেন অথচ আমার নামে হরিণ শিকারের মামলা হয়েছে। রাকিব গাজি বলেন, চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করি। কিন্তু আমার নামে বন আইনে মামলা দেয়া হয়েছে। অতছ যারা প্রকৃত হরিণ শিকারী তারা বন বিভাগকে ম্যানেজ করে চলে বলে তাদের কোন মামলা হচ্ছে না তারা সব সময় থাকে ধরা ছোয়ার বাইরে। মামলা দিচ্ছে আমাদের মত নিরীহ মানুষের ।জেলে গোলাম বসূল ও আছাদুল গাজি বলেন, দীর্ঘদিন তারা সুন্দরবনে মাছ ধরতে যায় না কি কারণে বজবজা ফাঁড়ি ইনচার্জ এক ডজনের বেশি মামলা দিয়েছে এটা আমাদের জানা নেই। পরে আমাদের কাছে মোটা অংকের টাকা দাবি করে মামলা প্রত্যাহারের কথা ও বলেন তিনি। এটা তাদের নিজেদের স্বার্থে আমাদের হয়রানি করা ছাড়া আর কিছু নয়।
উত্তর বেদকাশির আকবার হোসেন জানান,তিনি এখনও সুন্দরবনে প্রবেশ করেননি। তার নামে তিনটি হরিণ শিকারের মামলা হয়েছে। খাসিটানা গ্রামের বাসিন্দা লতিফ গাজী বলেন, খাসিটানা ফাড়ির বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম আমার নামে হরিণ শিকারের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তার দাবি তিনি কখনও সুন্দরবনে যাননি৷ মানববন্ধনে অংশ নেয়া শতাধিক জেলে তাদের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা দ্রুত প্রত্যাহারসহ উক্ত বন কর্মকর্তাদের শাস্তির দাবি জানান।
এব্যাপারের জানতে চাইলে, বজবজা ফাঁড়ি ইনচার্জ তানজিরুল ও খাসিটানা ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে অভিযোগ মিথ্যা ও ভিত্তীহিন দাবি করে বলেন,কাউকে হয়রানির উদ্দেশ্যে মামলা দেওয়া হয়নি। প্রকৃত দোষী ও চিহ্নিত পেশাদার হরিণ শিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এব্যাপারে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ডাঃ আবু নাসের মোহসিন হোসেন অভয়ারণ্যে মাছ ধরার কোন সুযোগ নেই জানিয়ে বলেন,আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি মানববন্ধনের বিষয়টি ও আমি অবগত নই। আমি অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবো। সুন্দরবনের সম্পদ রক্ষায় আমরা বদ্ধ পরিকর।
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ