ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

পৌরসভার বিভিন্ন স্থানে ট্রাক, মিনিট্রাক ও কাভার্ডভ্যান আটকিয়ে চাঁদা আদায়


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২২-৫-২০২৩ দুপুর ১২:৪১
পৌরসভার বিভিন্ন স্থানে ট্রাক, মিনিট্রাক ও কাভার্ডভ্যান আটকিয়ে আদায় করা হচ্ছে চাঁদা, এমন অভিযোগ উঠেছে। এরপর সরেজমিনে দেখা যায,  দেওয়া হচ্ছে রশিদ। পঞ্চাশ টাকা মূল্যের ওই রশিদে লেখা ঘাটাইল পৌরসভা। নতুন মেয়র নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম চাঁদা আদায় শুরু হয়েছে। অথচ টার্মিনাল ব্যতিরেকে সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার জন্য সকল সিটি কর্পোরেশন এবং পৌরসভাকে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এই নির্দেশনা মানা হচ্ছে না টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভায়।
ঘাটাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুর রশিদ মিয়া। ২০২১ সালের ২৮ নভেম্বর তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। এর কিছুদিন পরই টার্মিনাল ব্যতিরেকে পৌরসভার নামে পরিবহন থেকে চাঁদা উত্তোলন শুরু হয়। সরেজমিনে দেখা যায়, ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক মহাসড়কের সরকারি ঘাটাইল ব্রাহ্মণশাসন কলেজের পুকুর পাড়ে বেঞ্চে বসে আছেন মধ্য বয়স্ক তিন ব্যক্তি। তাঁদের গলায় ঝুলানো আইডি কার্ড। কার্ডে স্বাক্ষর করেছেন মেয়র। একজনের হাতে চাঁদা আদায়ের রশিদ বই। অন্যজনের হাতে লাল নিশান। সাগরদীঘি থেকে মাল বোঝাই দু’টি ট্রাক আসছে। লাল নিশান উড়িয়ে তা থামনো হল। বোঝা গেল চালক এ স্থানের বিষয়ে আগে থেকেই অবগত। চাহিবা মাত্র পঞ্চাশ টাকার একটি নোট বের করে প্রথম ট্রাক চালক বুঝে নিলেন রশিদ। কিছুদূর এগিয়ে কথা হয় ট্রাক চালক আক্তার হোসেনের সঙ্গে। তিনি জানালেন চাঁদা না দিলে ট্রাক আটকাইয়া রাখে। পঞ্চাশ টেহার নিগা কি আর বইয়া থাকন যায়, কন ভাই? ফিরে এসে কথা হয় চাঁদা উত্তোলনের দােিয়ত্ব যারা আছেন তাঁদের সঙ্গে। আকবর হোসেন জানালেন ইজারার মাধ্যমে পৌরসভা তাদের পরিবহন থেকে চাঁদা উত্তোলনের অনুমতি দিয়েছে। বিনিময়ে ইজারা বাবদ এক বছরের জন্য পৌরসভাকে দিতে হয়েছে তিন লাখ টাকা। ইজারায় নাকি বলা আছে পৌর এলাকার যেখান দিয়েই ট্রাক, মিনিট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করবে সেখান থেকেই চাঁদা তুলতে পারবেন ইজারাদাররা। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার যে কোনো স্থানে যানবাহনে মালামাল উঠানামার সময়ও দিতে হবে চাঁদা। এ বাবদ দিনে উত্তোলন হয় কত টাকা? পাশে থাকা শামস উদ্দিন জানালেন সর্বনিম্ন সাত হাজার টাকা উঠে। দিনে সর্বনিম্ন সাত হাজার টাকা করে ধরে হিসেব করলে মাসে এ টাকার অংক দাঁড়ায় দুই লাখ ১০ হাজার টাকা। বছরে ২৫ লাখ বিশ হাজার টাকা। তবুও সন্তোষ্ট নন শামস উদ্দিন। তিনি বলেন, শুরুতে ছয়জন ছিলাম। পরে মেয়রের আত্মীয়-স্বজনসহ আরও যোগ হয়েছে আটজন, মোট ১৪ জন। চাঁদা আদায় করা হয় দুই জায়গা থেকে। ঘাটাইল ব্রাহ্মণশাসন কলেজের পুকুর পাড় এবং ঘাটাইল দক্ষিণপাড়া আমতলা এলাকা থেকে। এদিকে সড়ক বা মহাসড়কে টোল আদায়ের উপর হাইকোর্টে দায়েরকৃত এক রিট পিটিশনের আলোকে ২০২২ সালের ২১ এপ্রিল একটি রায় দেন হাইকোর্ট। রায়ের আলোকে একই বছরের ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো.আব্দুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টার্মিনাল ব্যতিরেকে সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার জন্য সকল সিটি কর্পোরেশন এবং পৌরসভা মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা প্রদান করা হয়। এ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। ঘাটাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুর রশিদ মিয়া বলেন, এ বিষয়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন, সেই রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। কিছু অসহায় মানুষ স্বচ্ছলভাবে পরিবারের সদস্য নিয়ে চলার জন্য পৌরসভায় নাম মাত্র টাকা দিয়ে তাঁরা পরিবহন থেকে ৫০ টাকা করে উঠাচ্ছেন। যেহেতু কোর্টের নির্দেশনা রয়েছে, তাই, এভাবে টাকা উত্তোলন বন্ধ করে দেয়া হবে। এ ধরনের কাজ যেন কেউ না করে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক