সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে চিকিৎসার টাকার অভাবে মৃত্যুর প্রহর গুনছে মিলন

একটি দুর্ঘটনা ভুক্তভোগী পরিবারের জন্য সারা জীবনের কান্না। উপার্জনক্ষম যে ছেলেটি পরিবারের হাল ধরেছিল, মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণে সেই পরিবারে আজ অন্ধকার নেমে এসেছে। টাকার অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে প্রিমিয়ার কোম্পানির কাভার্ডভ্যান চালকের ভুলের কারণে পঙ্গুত্ব বরণ করা মিলনের। সড়ক দুর্ঘটনায় প্রিমিয়ার কোম্পানির কারণে মিলন পা হারিয়ে চিকিৎসার টাকার অভাবে মৃত্যুর প্রহর গুনছে। চিকিৎসার টাকা জোগাড় করতে শেষ সম্বল বসবাসের ঘরটিও বিক্রি করে দিতে হয়েছে। মিলনের পরিবার তাদের আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও বিভিন্ন জায়গা থেকে ধার করে চিকিৎসা বাবদ এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ লাখ টাকা খরচ করেছে। মর্মান্তিক দুর্ঘটনার কারণে মিলনের বাম পা কেটে ফেলা হয়েছে, ডান পায়েও পচন ধরেছে। মিলনের চিকিৎসার জন্য আরো ৩-৪ লাখ টাকা প্রয়োজন। গতকাল চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য যাই মিলনের বাড়িতে, কেমন আছ জানতে চাইলে তার দু চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। কষ্ট আর যন্ত্রণায় খুব একটা কথা বলতে পারছিল না।
ঘটনার বিবরণ, প্রত্যক্ষদর্শী ও মিলনের পরিবারের কাছ থেকে জানা যায়, টাঙ্গাইল পৌরসভার ২নং ওয়ার্ড এনায়েতপুর এলাকার বাসিন্দা মো. মিজানের ছেলে মাইক্রোবাস চালক মিলন (২৩)। পেশাগত কারণে গত ১৭ জুলাই সকাল ৭টার দিকে ঢাকা থেকে মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ৫৩-০৮০৬) চালিয়ে টাঙ্গাইল যাচ্ছিল। যাওয়ার পথে ঢাকা জেলার আশুলিয়া থানার ১নং শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর ইউরো আর্ট অ্যাপরোসেস লিমিটেড (কোরিয়ান গার্মেন্টস)-এর সামনে টাঙ্গাইলগামী লেনে তার চালিত গাড়িটি হঠাৎ রাস্তায় নষ্ট হয়ে যায়। চালক মিলন রাস্তা হতে গাড়িটি সরানোর জন্য লোকজন ডাকতে রাস্তা পারাপার হওয়ার সময় একই দিকগামী প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ ১১-২৭১৮)-এর চালক সুমন দ্রুত বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মিলনকে সজোরে ধাক্কা দেয়। বাম পায়ে গুরুতর জখমপ্রাপ্ত মিলনকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয় লোকজন নিকটস্থ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজি হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে সালনা হাইওয়ে থানার এসআই মো. আবু তালেব ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইক্রোবাস ও প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানটি জব্দ করে থানা হেফাজতে নেন। এ ব্যাপারে মিলনের পরিবারের পক্ষ থেকে তার চাচা মো. আমিনুল ইসলাম ঢাকার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
টাঙ্গাইল পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মাইক্রোবাসচালক মিলন সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করে চিকিৎসার টাকার অভাবে দুঃসহ জীবনযাপন করছে। মিলনের পিতা মিজান ও দাদা মো. আব্দুল আজিজের অভিযোগ, সড়ক দুর্ঘটনার জন্য দায়ী প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির কভার্ডভ্যানচালক সুমন ও কোম্পানির কর্তৃপক্ষ চিকিৎসার বাবদ সহযোগিতা তো দূরের কথা, কোনো খোঁজখবর পর্যন্ত নেয়নি। মিলনের পরিবার এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলের সহযোগিতা কামনা করছে।
এমএসএম / জামান

গণতন্ত্রের অর্ডার ফিরিয়ে আনতে প্রয়োজন শক্তিশালী গণমাধ্যম : আমির খসরু

নওগাঁয় অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন

নবীনগরে ১১ চোরাই মোটরসাইকেল উদ্ধার

গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি করে আলোচনায় দুই বন্ধু, কেজি ২৫০ টাকা

নেত্রকোনা দুর্গাপুরে খামারের পাহাড়াদারকে হত্যা করে গরু লুট, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

জামালপুরে আইনজীবী ও শিক্ষার্থীদের পাল্টা-পাল্টি কর্মসূচি

অটোরিকশা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

তানোরে দাদন ব্যবসায়ীর লাঞ্ছনা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা

ধামইরহাটে ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থানের মনিরা'কে ছাত্রদলের সম্মাননা প্রদান

পটুয়াখালীতে যাকাতের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

চট্টগ্রামে কবরস্থান দখলের পাঁয়তারা, পুলিশের হস্তক্ষেপ কামনা
Link Copied