ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বাঁশখালীতে বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম,চলছে বালু মাটির জমজমাট বাণিজ্য


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৫-২০২৩ বিকাল ৫:১৯
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের রাতারখোর্দ্দ এলাকায় সাঙ্গু নদীর বাঁধ(বেড়িবাঁধ) নির্মাণে অনিয়ম,স্থানীয়দের কৃষি জমি ও বমতঘর, পুকুরসহ জবর দখলসহ জমজমাট বালু-মাটি বাণিজ্য চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা প্রকাশন চাকমা ও সংশ্লিষ্ট টিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন  অভিযোগ ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহলের।

জানা যায়,পানি উন্নয়ন বোর্ডের ১ কোটি ৯০ টাকা বরাদ্দে সাধনপুরের ২নং ওয়ার্ডের রাতারখোর্দ্দ এলাকায় সাঙ্গু নদীর বাঁধ নির্মাণ কাজ চলছে।তারই ধারাবাহিকতায় ৪'শ মিটার বাঁধ নির্মাণ কাজ চলছে।ওই কাজের দায়িত্ব পেয়েছে "মেসার্স আরাধন এন্টারপ্রাইজ" নামক এক টিকাদার প্রতিষ্ঠান।ওই বাঁধ নির্মাণে অনিয়ম,কৃষকের কৃষি জমি,পুকুর, গাছ- পালা ও বসতঘর জবর দখল করে বাঁধ নির্মাণ কাজসহ এবং ওই বাঁধ নির্মাণ কাজকে পূজি করে পানি উন্নয়ন বোর্ড (বাঁশখালী)কর্মকর্তা প্রকাশন চাকমা এবং টিকাদারসহ স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় বালু ও মাটির জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট চক্র এমন অভিযোগ স্থানীয় সচেতন মহলের।
কয়েকধাপে সরেজমিনে পরিদর্শনে দেখা যায়,বাঁধ নির্মাণ কাজকে পূজি করে ড্রেজার দিয়ে সাঙ্গু নদী থেকে বালু উত্তোলন ও মাটি বানিজ্য চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট চক্র।আর এইসব বাণিজ্যে নেপথ্যে উঠে আসে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা প্রকাশন চাকমা  ও বেড়িবাঁধ নির্মাণ কাজের দায়িত্বে থাকা "মেসার্স আরাধন এন্টারপ্রাইজ" নামের টিকাদার প্রতিষ্ঠানের নাম।
এসময় আব্দুল জলিল নামের এক ভদ্রলোক নিজেকে নির্মাণ কাজের কন্ট্রাক্টর পরিচয় দিয়ে সাংবাদিকদের বলেন,বাঁধের আশপাশের পুকুর ও জলাশয় ভরাট করার জন্যে নদী থেকে বালু উত্তোলন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী অনুমতি দিয়েছে বলার পর একটু দূরে চলে যান তিনি,কিন্তু কাকে দিছে অনুমতি? তা জানতে চাইলে,পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা(বাঁশখালী) ও টিকাদারকে অনুমতি দিয়েছে বলে জানান জলিল।এবিষয়ে আপনারা ইউএনও সাহেব এবং ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন কামাল এর সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন বলে চলে যান তিনি।

এরই মধ্যে ওয়াহিদ নামে আরেক লোক ঘটনাস্থলে এসে সাংবাদিকদের উপর চরম ভাবে চড়াও হয়ে  পড়ে।এসময় সে সাংবাদিকদের বলে এখানে সাংবাদিকদের কাছ কি,নদী থেকে বালু তুললে কে কি করবে আমি দেখবো,এছাড়াও তিনি নিজেকে একজ রেমিট্যান্সযোদ্ধা পরিচয় দিয়ে বলেন, বেড়িবাঁধ নির্মাণ কাজে সব মাটি আমার জায়গা থেকে আমি স্বেচ্ছায় দিচ্ছি,কোন টাকা নিচ্ছেনা বলেও জানায় ওই ওয়াহিদ।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার বেশ কিছু লোক বলেন,ওয়াহিদ একজন মাটি ব্যবসায়ি।মাটি ও বালু বাণিজ্যের নেপথ্যে উঠে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা প্রকাশন চাকমা এবং স্থানীয় জনপ্রতিনিধির নাম।এসময় তারা আরো বলেন, এই বাঁধ নির্মাণকে পূজি করে বিভিন্ন জায়গায় মাটি এবং বালু বিক্রি করে ওই সিন্ডিকেট চক্র লাখ লাখ অবৈধ উপার্জন করছে।

বাঁধের বাহিরে নদী কূলে থাকায় ঝুঁকিতে যাদের বসতঘরঃমৃত্যু সৈয়দ হোসেন এর স্ত্রী দিলওয়ারা বেগম,মোঃ তাহেরের ছেলে কামাল উদ্দিন,মোঃ নাঈম উদ্দিন,মোঃ হেলাল উদ্দিন,মৃত্যু হাবিব উল্লাহ'র ছেলে ইয়াকুব হোসেন,মৃত্যু আব্দুল মাবুদের ছেলে মোঃ হাশেম, ইয়াকুব হোসেনের ছেলে মোঃ কায়সার,মোক্তার হোসেন,মোঃ হাশেমের ছেলে নুরুল হুদা,মৃত্যু আমির হামজার ছেলে  মোঃ সৈয়দ হোসেন,মোঃ রেজাউল করিমসহ আরো বেশ কিছু লোক বলেন, ওয়াহিদ একজন মাটি ব্যবসায়ী,তার বাড়ী বাণীগ্রাম এলাকায়,সে এই বাঁধ নির্মাণ কাজকে পূজি করে জমজমাট মাটি ব্যবসা করে যাচ্ছে।তারা আরো বলেন,আমাদের বসতঘর ভেঙ্গে এবং গাছ পালা সব কিছু কেটে এই বাঁধ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।আমরা সবাই গরীব দুঃখী মানুষ, খুব কষ্ট করেই সংসার চালায়,পুকুরের অনেক টাকার মাছ ছিল সব ধ্বংস করে দিয়েছে তারা।এসময় তারা আরো বলেন, স্থানীয় চেয়ারম্যানসহ টিকাদারের লোকজন আমাদেরকে ক্ষতি পূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ক্ষতি পূরণ দূরের কথা এখন কোন খবরই নিচ্ছেনা তারা।ওইসব বসতঘর গুলো জোয়ার আসলেই নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।
বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, আমি কেন বালু উত্তোলন অনুমতি দিবো?এতে আমার কোন সম্পৃক্ততা নেই।বাঁধ নির্মাণ কাজ করছে পানি উন্নয়ন বোর্ড,বালু উত্তোলনের বিষয়ে তারাই বলতে পারবে বলে জানান ইউএনও।
বিষয়টি জানতে সাধনপুর ইউপির চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামালের সাথে কথা বলতে তাঁর ব্যক্তিগত মোবাইল নং ০১৮১৯-৯১৮২৫২ তে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলী (পুর),বাঁশখালী পওর উপ-বিভাগ, বাপাউবো, বাঁশখালী ও সাব ডিভিশন ইঞ্জিনিয়ার প্রকাশন চাকমা বলেন,সাধনপুরের রাতারখোর্দ্দ এলাকায় নদী ভাঙ্গন রোধ কল্পে পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া ১ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দে ৪'শ মিটার বাঁধ নির্মাণ কাজ চলছে।
আর "মেসার্স আরাধন এন্টারপ্রাইজ"নামের একটি টিকাদার প্রতিষ্ঠান এই কাজের দায়িত্ব পেয়েছে, তবে ওই প্রতিষ্ঠান দায়িত্ব পেলেও কাজটি তারা অন্যজনকে হস্তান্তর করেছে।বাঁধের দুই পাশের পুকুর ও জলাশয় ভরাটের জন্যে বালু উত্তোলন করা হচ্ছে।আর মাটি বাণিজ্য কারা করছে সেটা আমাদের দেখার বিষয় নয় বরং আমরা মাটি কিনে বাঁধ নির্মাণ করতেছি।বাঁধটি  টিকসই করতে এখানে ৪'শ মিটার ব্লক বসানো দরকার কিন্তু বরাদ্দ কম হওয়াতে এতোটুকু ব্লক বসানো সম্ভব হচ্ছে না।তবে ওই বরাদ্দ থেকে ৪১ মিটার ব্লক বসানো হবে বলেও জানান প্রকাশন চাকমা।

টিকাদার প্রতিষ্ঠান কাজের দায়িত্ব কাকে হস্তান্তর করছে? তা জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করে বলেন কেন?টিকাদারের সাথে যোগাযোগ করতে তাদের মোবাইল নাম্বার দিয়ে সহযোগিতা করতে বললে তিনি বলেন,কি বলবেন আমার সাথে বলেন।নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আশপাশের পুকুর ও জলাশয় ভরাট করতে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে।কিন্তু বাঁধ থেকে প্রায় ৫'শ ফুটের বেশি দূরত্বে বালু কেন নেওয়া হচ্ছে?তিনি বলেন,এইসব নির্দেশনা আছে।
সচেতন মহলের দাবি,পানি উন্নয়ন বোর্ড বাঁশখালী কর্মকর্তা "প্রকাশন চাকমা"বেড়িবাঁধ নির্মাণকে পূজি করে জমজমাট বালু বাণিজ্য করে যাচ্ছে।এছাড়াও বর্তমানে যে বাঁধ নির্মাণ করা হচ্ছে,সেটা স্থানীয়দের গাছ-পালা কেটে এবং বসতঘর ভেঙে ও পুকুর ভরাট করে নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। এতে লাখ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে স্থানীয়রা।তাঁরা পাচ্ছে না কোন ক্ষতিপূরণ।কৃষি জমি,পুকুর ও বসতঘর ধ্বংস করে বাঁধ নির্মাণ করায় সহায়সম্বল হারাচ্ছে অনেক পরিবার।পানি উন্নয়ন বোর্ড বাঁশখালী কর্মকর্তা প্রকাশন চাকমা এবং টিকাদার ও ইউপি চেয়ারম্যানসহ বৈঠকের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত কোন ধরনের ক্ষতিপূরন পাইনি বলে জানান ক্ষতিগ্রস্থরা।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ