প্রচন্ড গরম ও ঘনঘন লোডশেডিংয়ে ব্যহত স্বাভাবিক জীবনযাত্রা

মাদারীপুর শিবচরে ঘনঘন লোডশেডিং এবং তাপদাহ চলমান থাকায় অতিষ্ট জনজীবন। বিশেষ করে রাতে বার বার বিদ্যুত চলে যাওয়ায় ঘুমে প্রচন্ড ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিদ্যুত চলে গেলে তীব্র গরমে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে বলে জানিয়েছে সাধারণ মানুষ। আলাপকালে সাধারণ মানুষেরা জানান,'রাতে ঘুম আসতে না আসতেই বিদ্যুত চলে যায়। এক থেকে দেড় ঘন্টা পর এসে কিছুক্ষণ থেকেই আবার চলে যায়। এতে করে নিরবচ্ছিন্ন ঘুমে চরম ব্যাঘাত ঘটছে গত কয়েকদিন ধরে। ফলে শারীরিকভাবে অসুস্থ্য কাটে দিনের বেলায়।'
এদিকে সারাদিনেই নিয়ম করে বিদ্যুত চলে যাচ্ছে। গরমের তীব্রতা থাকায় বিদ্যুত না থাকলে জীবনযাত্রা ব্যহত হচ্ছে বলে জানান সাধারণ মানুষেরা। স্থানীয় ষাটোর্ধ্ব মো.দেলোয়ার নামের এক ব্যক্তি বলেন,'রাতে ঘুম ভেঙেছে বার বার। বিদ্যুত এসে কিছুক্ষণ থেকেই চলে যায়। আর গরমে ঘুম ভেঙে যায়। এভাবে সারারাত কেটেছে। শরীর ভীষন অসুস্থ্য লাগছে। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে বিদ্যুত না থাকায় জনজীবন দূর্বিসহ হয়ে উঠছে।'
স্থানীয় স্কুল শিক্ষক মো.লাবলু মিয়া জানান,'বিদ্যুত না থাকলে শ্রেণি কক্ষে বসে থাকাই কষ্টকর হয়ে উঠে। প্রচন্ড গরমে ছেলেমেয়েরা অস্থিরতা বোধ করে। পাঠদান ব্যহত হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গরমের তীব্রতায় চরম দূর্ভোগে পরেছে শ্রমজীবী মানুষেরা। অসুস্থ্য হয়ে পরছেন অনেকেই। গরমের মধ্যে বিদ্যুত না থাকলে দূর্ভোগ হয় আরও তীব্রতর। দিনরাত মিলিয়ে একটানা দেড় ঘন্টাও বিদ্যুত থাকছে না। ফলে দূর্ভোগ বাড়ছে। স্থানীয় বিভিন্ন মিল-কারখানায় ব্যহত হচ্ছে উৎপাদন। বিপনী বিতানগুলোও থাকছে ক্রেতাশূন্য।
বিদ্যুত বিভ্রাটের কারণে চার্জার ফ্যান ও আইপিএস বিক্রি বেড়েছে বলে জানা গেছে। পাশাপাশি সৌর বিদ্যুতের প্যানেল বিক্রিও বেড়েছে। এদিকে চার্জার ফ্যানের দাম বেশি বলে জানান ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন,'পাইকারি বাজারে ফ্যানের দাম আগে থেকেই বেশি। ইদানিং নানা সাইজের চার্জার ফ্যান বিক্রি বেড়ে গেছে। একই সাথে চার্জার ফ্যানের ব্যাটারিও বিক্রি হচ্ছে।'
জেলা পল্লী বিদ্যুত অফিস সূত্রে জানা গেছে, উৎপাদন কমে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ কম হচ্ছে। একারণেই ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।
পল্লী বিদ্যুতের জেলার শিবচর উপজেলার ডিজিএম মো.মঞ্জুরুল আলম বলেন,'পায়রা বিদ্যুতকেন্দ্রের উৎপাদন প্রায় বন্ধের পথে। আমাদের শিবচরে ৩০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাচ্ছি মাত্র ৮ মেগাওয়াট। এই অবস্থায় লোডশেডিং দেয়া ছাড়া কোন উপায় নাই।'
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান
Link Copied