তানোরে ইউপি সদস্যর বিরুদ্ধে গাছ নিধনের অভিযোগ
তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) দুই নম্বর ওয়ার্ডের আলোচিত সদস্য (মেম্বার) খলিলুর রহমান খলিলের দৌরাত্ম্যে সাধারণ অতিষ্ঠ বলে অভিযোগ উঠেছে। এদিকে মেম্বার খলিলুর রহমান খলিলের বিরুদ্ধে জোরপুর্বক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ৬ জুন মঙ্গলবার নারায়নপুর গ্রামের বাসিন্দা মৃত ইসমাইল হোসেনের পুত্র আব্দুল মতিন বাদি হয়ে ইউপি সদস্য খলিলুর রহমান খলিলসহ ৪জনকে বিবাদী করে উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) কাছে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীরা আইন প্রয়োগকারি সংস্থা ও জাতীয় মানবাধিকার কমিশনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগে প্রকাশ, পুর্ববিরোধের জের ধরে নারায়নপুর গ্রামের আব্দুল মতিনের ভোগদখলীয় সম্পত্তির ওপর থেকে মেম্বার খলিল তালগাছ, আমগাছ, খেজুরগাছ, নিমগাছ ও কড়ই গাছসহ প্রায় লক্ষাধিক টাকা মুল্যর বিভিন্ন প্রজাতির গাছ জোরপুর্বক কেটে সাবাড় করেছেন।
প্রত্যক্ষদর্শী শরিফুল, হাসেন ও রফিকুল বলেন,গত ৫জুন সোমবার মেম্বার খলিল লাঠিয়াল বাহিনী নিয়ে ফিল্মি-স্টাইলে এসব গাছ কেটেছ। এসময় যারা বাধা দিতে গিয়েছে তাদের লাঠি পেটা করা হয়েছে, বাদ যায়নি ৬০ বছরের বৃদ্ধা, তাদেরও মারপিট ও শ্লীলতাহানি করা হয়েছে। এদিকে একজন জনপ্রতিনিধির এমন সন্ত্রাসী কর্মকান্ডে উপজেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য (মেম্বার) খলিলুর রহমান খলিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের রাস্তা তৈরীর জন্য কয়েকটা গাছ কাটা হয়েছে। এসব গাছ মসজিদে দেয়ার কথা রয়েছে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আদিবা সিফাত বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে জানতে চাইলে তালন্দ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু বলেন, রাস্তা তৈরী বা গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না।তিনি বলেন, অভিযোগ সত্যি হলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া প্রয়োজন,যা দেখে অন্যরা শতর্ক হবেন।
এমএসএম / এমএসএম
বগুড়ায় লোটো শোরুমের মালিককে অপহরণের পর হত্যা
দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদের মনোনয়ন উত্তোলন
সিংড়ায় কৃষি জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর মনোনয়ন উত্তোলন
ভূরুঙ্গামারীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
কমরেড নজরুল ইসলাম মারা গেছেন
মুকসুদপুর পৌর আওয়ামীলীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মামুনুর রশিদ হিরুর দায়িত্ব গ্রহণ
কিশোর-যুবকদের খেলায় ফেরাতে নোয়াখালীর তৃণমূলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
সাতকানিয়া: পুলিশ পরিচয়ে আওয়ামী লীগ খোঁজার কথা বলে গরু লুট
টিকটকে আসক্ত হয়ে ঘর ছাড়লেন তিন সন্তানের জননী কেয়া বেগম
পাঁচবিবিতে ত্রয়োদশ নির্বাচনে আচরণবিধি ও গণভোটের প্রচারণা অনুষ্ঠিত
সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হলো শেরপুর পৌর এলাকা
Link Copied