আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মামুনুর রশিদ হিরুর দায়িত্ব গ্রহণ
নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অত্র কলেজের সহকারী অধ্যাপক মো. মামুনুর রশিদ সিদ্দিক হিরু। গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।
কলেজ সূত্রে জানা গেছে, বিদায়ী অধ্যক্ষ মো. আলমগীর হোসেন অবসরে যাওয়ায় বিধি মোতাবেক জ্যেষ্ঠতার ভিত্তিতে মামুনুর রশিদ সিদ্দিক হিরুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়। দায়িত্ব গ্রহণকালে কলেজের শিক্ষক, কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনুর রশিদ সিদ্দিক হিরু বলেন, আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি যেন তার মর্যাদা রক্ষা করতে পারি। এই কলেজটি এলাকার শিক্ষার প্রসারে দীর্ঘকাল ধরে ভূমিকা রাখছে। আমার প্রধান লক্ষ্য হবে কলেজের শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা এবং একটি সুশৃঙ্খল শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখা।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, সকল শিক্ষক ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় আমি এই বিদ্যাপীঠকে একটি আধুনিক ও মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমি স্থানীয় প্রশাসন, অভিভাবক এবং এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
কলেজের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তিনি প্রত্যয় ব্যক্ত করেন যে, আমি কলেজটিকে এই অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রতিটি শিক্ষার্থীর মেধা বিকাশে আমরা একটি সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলব। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে বান্দাইখাড়া ডিগ্রি কলেজকে সাফল্যের নতুন শিখরে নিয়ে যেতে।
তিনি আরও বলেন, সহকর্মী ও কর্মচারীদের সাথে নিয়ে আমি কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই। আমাদের মূল উদ্দেশ্য হবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। কলেজটির সার্বিক উন্নয়নে আমি এলাকার সুধীজন ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।
নবনির্বাচিত এই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীমহলে আনন্দের আমেজ বিরাজ করছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার বলিষ্ঠ নেতৃত্বে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এসময় উপস্থিত ছিলেন, বান্দাই ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাডঃ মোঃ আবু মাসুম, কমিটির সদস্যগণ, শিক্ষক কর্মচারীবৃন্দ প্রমুখ।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত