হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক ১
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক স্টেশান কমান্ডার হাতিয়া এম রফিকুল ইসলাম, সিপিও এর নেতৃত্বে ০৭/০৬/২৩ রোজ বুধবার অদ্য সকাল ১০ ঘটিকায় নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন তমরদ্দি বাজার এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তমরদ্দি বাজার সংলগ্ন মেসার্স মদিনা স্টোরের সামনে হতে ৬৯৪ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ইয়াসিন (৬৩) কে আটক করা হয়। জানায়ায মাদক ব্যবসায়ী হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষিদিয়া গ্রামের বাসিন্দা মোঃ জিয়াউল হকের ছেলে।
পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে হাতিয়া থানায় হস্তান্তরকরা হয়েছে ।
এ ব্যাপারে হাতিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান ইয়াসিন (৬৩) এর বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করা হয়েছে।
এমএসএম / এমএসএম