ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

প্রচন্ড তাপদাহঃ এক ঘণ্টা বিদ্যুৎ, দুই ঘণ্টা লোডশেডিং


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ১:৫৫

খুলনার কয়রায় চলমান লোডশেডিং ও তাপদাহে  জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজনীয় কাজ সারতে বিদ্যুতের অপেক্ষায় থাকছে এলাকাবাসী। গ্রাহকদের দাবি, এক ঘণ্টা বিদ্যুৎ দিলে, দেড় থেকে দুই  ঘণ্টা লোডশেডিংয়ের পর বিদ্যুৎ আসে। অন্য দিকে  উপকূলীয় অঞ্চল কয়রায় নেই কোন বৃষ্টি, নেই কোন বাতাস, খর তাপে মাঠ ঘাট শুকিয়ে গেছে, প্রচন্ড গরম, রোদ অব্যাহত তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবন। লোডশেডিং ও গরমে হাসপাতালে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সেবা প্রদানে চিকিৎসকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। নেই কোন জেনেরেটর এর ব্যবস্থা। একাধিক শিক্ষক জানান,চলমান  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদান ও অর্ধ বার্ষিক পরীক্ষা কার্যক্রমে দুর্ভোগ পোহাতে হচ্ছে। লোডশেডিং ও অতিরিক্ত তাপদাহে উপজেলার  ব্যবসায়ীরাও বিপাকে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় ষাটোর্ধ্ব রুস্তম ঢালী নামের এক ব্যক্তি বলেন,'রাতে ঘুম ভেঙেছে বার বার। বিদ্যুত এসে কিছুক্ষণ থেকেই চলে যায়। আর গরমে ঘুম ভেঙে যায়। এভাবে সারারাত কেটেছে। শরীর ভীষন অসুস্থ্য লাগছে। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে বিদ্যুত না থাকায় জনজীবন দূর্বিসহ হয়ে উঠছে। একাধিক মানুষের  সাথে  কথা বলে জানা গেছে, দিনে ১২-১৪  ঘণ্টা লোডশেডিং থাকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে শিশু ওয়ার্ডের সামনে মেঝেতে চিকিৎসা নেওয়া রোগীদের হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা যায় স্বজনদের। গরমের অসহ্য যন্ত্রণায় রয়েছেন বলে জানিয়েছে রোগী ও তাদের স্বজনরা। কয়রা পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানা গেছে,কয়রা উপজেলায় ছয়টি ফিডে বিদ্যুতের মোট গ্রাহক রয়েছেন ৬০ হাজার। সাতক্ষীরা প্রধান গ্রিড থেকে ভায়া হয়ে কয়রার হাতিয়ারডাঙ্গা সাবস্টেশনে যুক্ত হয় বিদ্যুৎ। সেখান থেকে উপজেলার ছয়টি ফিডে ভাগ করে দেওয়া হয়। যেসব এলাকায় কলকারখানা ও সেচকাজ কম, সেখানে লোডশেডিং বাড়িয়ে অন্য স্থানে কমানোর চেষ্টা করা হচ্ছে। কয়রা সদর একালার বাসিন্দা মোনোয়ার রহমান ও নূর হাসান  বলেন, শিশুদের নিয়ে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন চিন্তায়ও রয়েছেন তারা। রাতে ঠিকমতো ঘুমানো সম্ভব হয় না। বিদ্যুৎ সরবরাহ ঠিক না হলে এ দাবদাহে সবাই অসুস্থ হয়ে পড়বে। আশে পাশে কয়েকজন অসুস্থ হওয়াতে চিন্তিত রয়েছেন তারা বাচ্চাদের নিয়ে৷ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা  সেবা নিতে আসা একাধিক রোগীর স্বজন বলেন, চিকিৎসা ভালো হলেও প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। এক ঘণ্টা বিদ্যুৎ দিলে এক থেকে দুই ঘণ্টা আর বিদ্যুৎ আসে না। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটরে নেই। শিশুদের সুস্থতার জন্য এসে এখন তারা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। কয়রা সদরের ব্যবসায়ী বিপুল অধিকারী বলেন, সামনে ঈদুল আজহা উপলক্ষে দোকানে বেশি পরিমাণে মালামাল ওঠানো হয়েছে। দিনে অতিরিক্ত গরম ও সন্ধায়  অন্ধকার দোকানে ক্রেতারা প্রবেশ করে না। আইপিএসের ব্যাটারিতে ঠিকমতো চার্জ হয় না। অসহনীয় গরমে দোকানে বসাও অসম্ভব হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম  বলেন, ‘লোডশেডিং বেড়েছে। এতে রোগীদের পাশাপাশি আমাদেরও ভোগান্তিতে পড়তে হয়। খুলনা পল্লীবিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কায়সার রেজা বলেন, উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ১০ মেগাওয়াট। তার জায়গায় সরবরাহ পাচ্ছেন মাত্র ৫ মেগাওয়াট। গ্রাহকের চাহিদার চেয়ে বিদ্যুৎ কম সরবরাহ। এ কারণে লোডশেডিং বেড়েছে। আশা করি জাতীয় গ্রিড থেকে শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে। এতে লোডশেডিং কমে আসবে।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু