ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

জামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত, আহত ৫


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৯-৬-২০২৩ বিকাল ৫:৫৩
জামালপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন।
 
শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নান্দিনার অদূরে রানাগাছা মুদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সোলায়মান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবহান আলীর ছেলে অটোরিকশা চালক জয়নাল (৪২) এবং সাহেদ আলী (৫৫)।
 
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে একটি ট্রাক জামালপুর শহর থেকে ময়মনসিংহ যাচ্ছিল। এসময় ট্রাকটি জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশায় থাকা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সোলায়মান এবং আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহতদের মধ্যে চালকসহ ৪ জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক জয়নালসহ দুইজনের মৃত্যু হয়। নিহত এবং আহতরা ইটাইল থেকে অটোরিকশায় পার্শ্ববর্তী শেরপুর জেলায় যাচ্ছিলেন।  
 
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনেওয়াজ জানান, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।

এমএসএম / এমএসএম

নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা

কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল

ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল

ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি

পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী

গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি

বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক

রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন শেখ মোঃ আব্দুল্লাহ