ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

দাগনভূঞা দৃষ্টিনন্দন মসজিদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসছেন আব্দুর রহিম খান


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৯-৬-২০২৩ রাত ৮:৩০

 মসজিদ হলো মুসলিম সমাজের মূলকেন্দ্র। এ কারণে রাসুল (সা.) হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময় যাত্রাবিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদ-ই-নববী স্থাপন করেন। এবং সেখান থেকেই ইসলামের জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেন।

মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ ভীষণ পছন্দ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। (সুরা : তাওবা, আয়াত : ১৮) হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।’ (বুখারি, হাদিস : ৪৫০) তাছাড়া মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যত দিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, তত দিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে। 

তাই আমাদের উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় মসজিদ নির্মাণ করা। কারো সেই সামর্থ্য না থাকলে কমপক্ষে সহযোগিতা করবে। মসজিদের রক্ষণাবেক্ষণে আত্মনিয়োগ করবে। মসজিদকে সর্বদা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় করে রাখবে।এরই ধারাবাহিকতায় ফেনী জেলার দাগনভূইয়া থানাধীন দক্ষিণ নেয়াজপুর উপমহাদেশের বিখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা নুর মুহাম্মদ আ’জমী সাহেব (র:) জামে মসজিদের নিচ তলার (১৭শ স্কয়ারফুট) ফ্লোরের সম্পূর্ণ টাইলস ব্যক্তি উদ্দ্যোগে দান করছেন নোয়াখালী মানুষের স্মৃতিপটে দানবীর হাতেমতাই! গরীবদুঃখীর আবেগ ভালোবাসার নাম ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী দানবীর সমাজসেবক ও রহিম ট্রাভেলস এন্ড ট্যুরস এর সত্ত্বাধিকারী আব্দুর রহিম ।নোয়াখালী সোনাইমুড়ী এলাকায় যেকোনো শিক্ষার্থী টাকার অভাবে পরলেই শিক্ষার দায়িত্ব নেন,টাকার অভাবে কেউ যেনো চিকিৎসা বঞ্চিত না হয়, তার দায়িত্ব নিয়ে নেয় তিনি,সুধু তাই নয় সামাজিক, ধর্মীও, রাজনৈতিক যেকোনো কাজেই সহযোগীতা প্রদান করেন আব্দুর রহিম খান।করোনাকালীন সময়ে নিজ এলাকায় ও ঢাকাতে অসংখ্য হতদরিদ্র দিনমজুর কে আর্থিক সহযোগীতা করে নোয়াখালী সোনাইমুড়ীসহ দেশব্যাপী তিনি প্রশংসনীয় হয়েছেন।

এই বিষয়ে ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা ও সিলোনিয়া হাই-স্কুলের দাতা সদস্য শাখাওয়াত হোসেন রিজভীর কাছে জানতে চাইলে তিনি বলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও দানবীর আব্দুর রহিম খান একজন সাদামাঠা নিরঅহকারী মানুষ তিনি সামাজিক ও আত্নমানবতার সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখেন।

শাফিন / শাফিন

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র‌্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ