শাহজাদপুরে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী পালিত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের খঞ্জনদিয়া মহল্লায় জেলা বিএনপির প্রধান উপদেষ্টা উপজেলা বিএনপির আহহ্বাক প্রফেসর ড. এমএ মুহিতের নিজ বাসভবনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদদাতবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৩০ মে) ড. এমএ মুহিতের দিকনির্দেশনায় শাহজাদপুর বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টা ৩০ মিনিটে দলীয় নেতাকর্মীদের কালো ব্যাচধারণ, সকাল ৮টায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বেলা ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায় পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজের সঞ্চালনায় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরিফুজ্জামন আরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, উপেজলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা মো. আমির হোসেন সবুজ, এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম (মাস্টার), গাড়াদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, বিএনপি নেতা আব্দুস সালাম, খন্দকার মাসুদ রানা, সাকিক চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব আলাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ-আল-মাহমুদ, মো. জাহিদুল ইসলাম, আরিফ প্রাং, মাসুম রানা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বখতিয়ার ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ-আল-মামুন জুয়েল, সদস্য সচিব মাজহারুল ইসলাম মোজা প্রমুখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান