ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের নিয়োগে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১২-৬-২০২৩ বিকাল ৫:৫১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের ৫ টি পদের নিয়োগ  পরিক্ষা গোপনে নেওয়ার অভিযোগ উঠেছে। নিয়োগ পরিক্ষার জন্য খোলা আকাশের নিচে প্রচন্ড রোদ্রে পরিক্ষা দিতে হয়েছে কমলমতি শিক্ষার্থীদের। বছর জুড়েই যখন চুয়াডাঙ্গা জেলাই সর্বচ্ছ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে  যার কারণে স্কুল বন্ধের সিন্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি স্কুল চালু করা হয়েছে।
 
এই প্রচন্ড তাপদাহে খোলা আকাশের নিচে ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থীদের পরিক্ষা নিয়ে রিতিমত অমানবিক আচরণ করেছে স্কুল কতৃপক্ষ। এদিকে যে নিয়োগ পরিক্ষা নিয়ে পরিক্ষা দিতো হলো প্রচন্ড রোদে সেই নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ২ টি পদে ৩ জন ভুয়া পরীক্ষা দিলেও নেয়া হয়নি কোন আইনি পদক্ষেপ। সোমবার ১২ জুন সকাল ১০ টার দিকে এই নিয়োগ পরীক্ষা কেরু উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলার দর্শনা  কেরু উচ্চ  বিদ্যালয়ের ৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।পদগুলো হচ্ছে কম্পিউটার ল্যাব অপারেটর ১ জন,অফিস সহকারী কাম হিসাব সহকারী ১ জন,নিরাপত্তা কর্মী ১ জন,পরিচ্ছন্ন কর্মী ১ জন ও নৈশোপ্রহরী ১ জন। বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ টি পদের পরিবর্তে  আবেদনপত্র জমা হয় মাত্র ৩২ টি।  নিয়োগ পরীক্ষা বোর্ডে উপস্থিত ছিলেন, নিয়োগ পরিক্ষা চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি কেরু এন্ড কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, এছাড়াও কমিটি সদস্য হিসবে ছিলেন কেরু এন্ড কোম্পানি ভারপ্রাপ্ত মহা ব্যাবস্থাপক (প্রশাসন) মোঃ ইউসুফ আলী, কেরু এন্ড কোম্পানি জুনিয়র অফিসার ( বানিজ্যিক)। সদস্য সচিব হিসেবে ছিলেন কেরু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক আব্দুর রহিম, সদর দপ্তেরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফআইসি সদর দপ্তর ঢাকা'র ব্যাবস্থাপক( সংস্থাপন) সাইফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভিক্টরীয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন,দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন।
 
নিয়োগ পরীক্ষা হওয়ার  কথা কেরু এন্ড কোম্পানির ট্রেনিং কমপ্লেক্সে কিন্তু গোপনে নিয়োগ পরীক্ষা শেষ করার লক্ষ্যেই স্থান পরিবর্তন করে কেরু উচ্চ বিদ্যালয় নিয়ে আসা হয়। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়। এ কারণে দর্শনা কেরু মাধ্যমিক বিদ্যালয় ৬ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের  ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা নেওয়া হয় প্রচন্ড রোদ্রের খরতাপে। কোমলমতি শিশুরা প্রচন্ড তাপ দেহের মধ্যে খোলা আকাশে নিচে পরীক্ষা দিতে তাদের  অস্বস্তিতে   রীতিমতো হেমচম খেতে হয়েছে। এ বিষয়ে কেরুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, বর্তমান কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক পরীক্ষার  জন্য খোলা আকাশের নিচে হাতে-কলমে পরীক্ষা নেয়া হয়েছে। স্কুলে নিয়োগ পরীক্ষার জন্য তাদেরকে বাইরে পরীক্ষা নেয়া হয়েছে কথাটা সঠিক নয়। কেরু জিএম প্রশাসন ইউসুফ আলী জানান, নিয়োগ পরীক্ষায় কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৫ জনের মধ্যে  পরীক্ষার অংশ গ্রহণ করে  ৩ জন, অফিস সহকারী কাম হিসাব সহকারী ৮ জনের মধ্যে উপস্থিত হয় ৫ জন, নিরাপত্তা কর্মী ৪ জনের মধ্যে  পরীক্ষা অংশগ্রহণ করে ৩ জন, পরিচ্ছন্ন কর্মী পদে ১০ জনের মধ্যে ৮ জন অংশগ্রহণ ও নৈশ প্রহরী পদে ৪ জনের মধ্যে ৩ জন অংশগ্রহণ করেছে। এ ঘটনায় কেরু উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের একজন পরীক্ষার্থী নাজমুল হাসান দৈনিক সকালের সময় প্রতিনিধিকে জানান, আমরা কম্পিউটার ল্যাব অপারেটার পদে ৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪ জন পরীক্ষায় অংশ গ্রহন করেনি। তারপরও নিয়োগ বোর্ডের আমাদের ভুয়া দুজনকে সাজিয়ে  পরীক্ষা শেষ করেছে। নিয়োগ পরীক্ষা দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে হওয়ার কথা থাকলেও গোপনে নিয়োগ শেষ করার  কারণেই ভেনু পরিবর্তন করে কেউ উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসা হয়। 
 
খবর পেয়ে সাংবাদিকরা দুপুরে ঘটনাস্থল কেরু উচ্চ বিদ্যালয় পৌঁছায়।নিয়োগ বোর্ড পরীক্ষায় সবাই উপস্থিত থাকলেও ঘটনাস্থলে কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন ওই সময়  উপস্থিত ছিলেন না।
 
নিয়োগ বোর্ডের সদস্য কেরু এন্ড কোম্পানির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন)মোঃ ইউসুফ আলী জানান, সকল নিয়মকানুন মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । এখানে কোন অনিয়ম দুর্নীতি হচ্ছে না। এ ব্যাপারে নিয়োগ বোর্ডের অন্য সদস্য দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন জানান, এই নিয়োগে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। আমার কাছে ফ্রেশ একটা নিয়োগ পরীক্ষা হয়েছে । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি চুয়াডাঙ্গা ভিজে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিলাল হোসেন বলেন, ৫ টি নিয়োগ পরীক্ষার মধ্যে দুইটি পদে ভুয়া ৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এজন্য কম্পিউটার ল্যাব অপারেটর ও নৈশপ্রহরী নিয়োগ স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কেরু অ্যন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন,আমি শুনেছি কম্পিউটার ল্যাব অপারেটর পদে একজন পরীক্ষা দিয়েছে এজন্য ওই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

‎কুতুবদিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা

ভেজাল গুড়ে সয়লাব, বাঘায় অভিযানে ৫ কারখানায় জরিমানা

চট্টগ্রামে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী

ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

অনুমোদিত স্থানে সুবিপ্রবি নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসীদের মহাসমাবেশ

হাতিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন

রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে

সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ‌্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১

৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান