অস্ত্র আদান-প্রদানেও রোহিঙ্গা, আটক হচ্ছে পাচারকারী, ধরাছোঁয়ার বাহিরে মূল সিন্ডিকেট
অস্ত্র আদান প্রদানের নতুন আস্তানা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলো। রোহিঙ্গারা অবাদ বিচরণের ফলে দেশের বিভিন্ন কালোবাজারি ও অপরাধ জগতের সিন্ডিকেটের সাথে আঁতাত করে চালিয়ে যাচ্ছে নানান অপকর্ম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্যাম্পে পুরো রাত রোহিঙ্গা সন্ত্রাসীদের দখলে। সেখানে গড়ে উঠছে পাহাড়ি এলাকায় একাধিক অস্ত্র তৈরির কারখানা। ক্যাম্পে ক্যাম্পে পরিচিতি পাচ্ছে অস্ত্রের গুদামের। তৈরিকৃত অস্ত্র সাতকানিয়া, বান্দরবান, রাঙামাটি, নাইক্ষ্যংছড়ি, লামা-আলী কদম, উখিয়া ও টেকনাফ সীমান্ত হয়ে ক্যাম্পের সন্ত্রাসীদের হাতে হাতে পৌঁছে যাচ্ছে।
এ ছাড়া সমুদ্র, উপকূল, সীমান্ত জল-পাহাড়ি জনপদ দিয়েও ক্যাম্পে অস্ত্র ঢুকছে। আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে পেশাদার খুনিরা। তারা ক্যাম্পে চুক্তিতে খুনের কাজ করে, হত্যা শেষে আবার চলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মুখে মুখেই রোহিঙ্গাদের হাতে জিম্মি ও আতঙ্কের এ অভিজ্ঞতার অভিযোগ। গত ৬ বছরে উখিয়া ও টেকনাফের পাহাড়ে আশ্রিত রোহিঙ্গাদের হিংস্রতা শুধু ক্যাম্পেই ছিল, এখন ক্যাম্পের বাইরেও ছড়িয়ে পড়ছে। স্থানীয় অনেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অসংখ্য অপহরণ ও হত্যার শিকারের ঘটনা ঘটছে।
ক্যাম্প ও স্থানীয় সূত্রমতে, শরণার্থী উদ্বাস্তুরা আশ্রয়শিবিরে আইন মানছেন না। বাইরে কোথাও যেতে হলে ক্যাম্প ইনচার্জের অনুমতি নিয়েই যেতে হয়। রোহিঙ্গারা এখন আর সেটি তোয়াক্কা করছেন না। ব্যবসা করছে, দোকান খুলে বসেছেন। আশ্রিত দেশের মুদ্রা ব্যবহার করছেন। প্রভাব খাটিয়ে এনজিওগুলোতে চাকরি করছেন। পুরো ক্যাম্প এলাকায় তাদের সর্বোচ্চ বিচরণ।
গতকাল ১৫ জুন উখিয়ার কোটবাজার এলাকা হতে দেশীয় ২টি অস্ত্র ৫০ রাউন্ড গুলিসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। বুধবার(১৪ জুন) বিকেলে কোর্টবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ আলী। একইদিন সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে ওসি বলেন," গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে বুধবার বিকেলে কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ চেষ্টার পর কোর্টবাজার স্টেশনে অবস্থান করা দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে দুটি দেশীয় অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দুজনেই রোহিঙ্গা বলে জানা যায়। তারা ক্যাম্পে অস্ত্র ও গুলি সরবরাহ করতো বলে জানায়।"
তিনি আরো জানায়, গত মাসেও উখিয়া থানা পুলিশ ও রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ২৮মে ওয়ান শুটারগান ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি সহ এক বাংলাদেশী আরেক রোহিঙ্গাসহ মোট দুই যুবককে গ্রেপ্তার করেছিল উখিয়া থানা পুলিশ।২২মে অস্ত্রের পাচার করতে গিয়ে ১টি ওয়ান শুটার গান ও আরেকটি কার্তুজসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছিল আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রোহিঙ্গা শিবির গুলোতে কেন এত অস্ত্রের ঝনঝনানী সেটি নিয়ে স্থানীয়রা রীতিমতো আতংকে দিনযাপন করে যাচ্ছে। যদিও বা রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক বিষয় কিন্তু বাংলাদেশ সরকারের প্রতি উখিয়ার মানুষের আবেদন এসব রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বলছে, রোহিঙ্গারা দিন দিন হিংস্র হয়ে উঠেছে, তারা অস্ত্র পাচার, মাদক পাচার, অপহরণ, খুন গুমসহ বিভিন্ন অপরাধ জগতে পা দিয়েছে। প্রতিনিয়ত এসব কাজে তারা আটক হচ্ছে। কিন্তু তাদের সাথে যারা এসবে জড়িত এসব মূলনায়কদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
হোটেল–রিসোর্টের আড়ালে অনৈতিকতার বিস্তার, অভিযানে নড়েচড়ে বসল জেলা প্রশাসন
এনসিপি পার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান
বিএমএসএফ এর যুগ্ম সম্পাদক আরিফ রহমান এর সফল অস্ত্রোপচার
তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূইয়া
ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা
বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান
ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা: অনলাইন প্রেসক্লাবের নিন্দা
নতুন পোশাকের দামে হাঁসফাঁস, রায়গঞ্জে স্বল্পমূল্যের শীতবস্ত্রে ভিড়
কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদান
বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার
ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের পরিচ্ছন্ন কর্মী বদরুলের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ
সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান: বাঁশের কেল্লা ধ্বংস, ৫টি বক অবমুক্ত
Link Copied