প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা দায়ের
সাতক্ষীরা সদর ঝাওডাঙ্গা ওয়ারিয়া মাঠপাড়া এলাকায় গত ইং ১২/০৬/২০২৩ সোমবার সকাল আনুমানিক ১২ টার সময়ে ট্রিপল নাইনের ফোনের অভিযোগের ভিত্তিতে ঝাউডাঙ্গা বাজার থেকে মৃত্যু ওমর আলী সরদারের পুত্র আম ব্যবসায়ী সিরাজুল ইসলাম সরদার কে শিশু নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়। সরজমিনে যেয়ে এলাকাবাসীর সূত্রে জানা যায় সিরাজুল সিরাজ সরদার পেশায় এক জন ব্যাবসী বর্তমানে ফল মৌসুমে আমের ব্যবসা করে আসছেন , একুই এলাকার প্রতিবেশী রওশনারা ও তার ছোট বোন রেহেনার সাথে তার টাকা পয়সার লেনদেন ছিলো।
সেই সুবাদে রেহেনার বাসায় সিরাজুল যাতায়াত করতেন এবং তাদের পরিবারের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। গত বেশ কিছুদিন আগে সিরাজুলের কাছ থেকে রেহেনা বেগম ১০,০০০/ দশ হাজার টাকা ধার নিয়ে ছিলেন, কিন্তুু সিরাজুল টাকা ফেরত চাইলে বিভিন্ন রকম তালবাহানা করতে থাকেন রেহেনা, এবং টাকা ফেরৎ দিবে না বলে সিরাজ হুমকি দেন রেহেনা। গত ইং ৭/০৬/২০২৩ আনুমানিক দুপুরের সময়ে সিরাজুল টাকা চাইতে রেহেনার বাসায় যায়, টাকা ফেরত চাইলে রেহেনা বেগম কৌশালে তার ঘরে ঢুকাইয়া ডাক চিৎকার করে লোকজন ডেকে শিশু নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করেন। এবং ৫ বছরের শিশু মিমকে শিক্ষানো কথা পুলিশের সামনে উপস্থাপন করেন।বিষয়টা নিয়ে এলাকায় জানাজানি হলে ওয়ারিয়া মাঠপাড়া এলাকার ইউপি মেম্বার পুটুর ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য রবিউল ইসলামের সহযোগিতা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপোষ মিমাংসা করা হলেও কোন অদৃশ্য শক্তিতে থানায় মামলা পযন্ত গড়ালো তা জানা নেই কারও?
এবিষয়ে ইউপি মেম্বার পুটুর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমার কাছে শিশুর কন্যার নানী রওশনারা বেগম মৌখিকভাবে অভিযোগ করেছিলেন, আমি আমি বিষয়টি উভয় পক্ষকে নিয়ে মৌখিকভাবে মীমাংসা করে দিয়েছিলাম করে দিয়েছিলাম। পরবর্তী সালিশ মীমাংসা উপেক্ষা করে ৫ বছরের শিশু মিমের নানী রওশনারার ছোট বোন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় শিশু নির্যাতন দমন বিশেষ আইনে মামলা দেওয়া হয় । মামলা নং ২৯--তাং ১১/০৬/২৩ নারী শিশু নির্যাতন দমন আইনে মামলার তদন্তকারী কর্মকর্তা ইমামুলের কাছে মুঠো ফোনে সিরাজুলের অভিযোগের বিষয় টি জানতে চাইলে --তিনি ফোন রিসিভ করেন নি,
ভুক্তভূগী সিরাজুলের পরিবারের অভিযোগ টাকা পয়সা আত্মসাৎ করার জন্য এবং ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সিরাজুলকে। মিথ্যা মামলা থেকে অব্যহতি পাইতে জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সিরাজুলের পরিবার।
এমএসএম / এমএসএম
দুর্নীতিতে স্বৈরাচার সরকারকেও হার মানিয়েছেন বরগুনার টিসিএফ শহিদুল
বারহাট্টায় বিএনপি'র মনোনীত প্রার্থী আনোয়ারুল হকের শোভাযাত্রা ও সমাবেশ
দুই সাংবাদিকের বিরুদ্ধে আ.লীগ নেত্রীর দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন
ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত
মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী
পাঁচবিবিতে নবাগত ইউএনও সেলিম আহমেদের যোগদান
দীর্ঘদিন অবহেলার পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার
রাণীশংকৈলে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ
কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনি গণসংযোগ শুরু
জুলাই বিপ্লবের মুখ্য বিষয় ছিল বৈষম্যের বিরোধ, পূর্বধলায় গণসমাবেশে মামুনুল হক
বেড়া'য় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড।
রায়পুর ভূমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা মিলছেনা সেবা
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
Link Copied