প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা দায়ের

সাতক্ষীরা সদর ঝাওডাঙ্গা ওয়ারিয়া মাঠপাড়া এলাকায় গত ইং ১২/০৬/২০২৩ সোমবার সকাল আনুমানিক ১২ টার সময়ে ট্রিপল নাইনের ফোনের অভিযোগের ভিত্তিতে ঝাউডাঙ্গা বাজার থেকে মৃত্যু ওমর আলী সরদারের পুত্র আম ব্যবসায়ী সিরাজুল ইসলাম সরদার কে শিশু নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়। সরজমিনে যেয়ে এলাকাবাসীর সূত্রে জানা যায় সিরাজুল সিরাজ সরদার পেশায় এক জন ব্যাবসী বর্তমানে ফল মৌসুমে আমের ব্যবসা করে আসছেন , একুই এলাকার প্রতিবেশী রওশনারা ও তার ছোট বোন রেহেনার সাথে তার টাকা পয়সার লেনদেন ছিলো।
সেই সুবাদে রেহেনার বাসায় সিরাজুল যাতায়াত করতেন এবং তাদের পরিবারের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। গত বেশ কিছুদিন আগে সিরাজুলের কাছ থেকে রেহেনা বেগম ১০,০০০/ দশ হাজার টাকা ধার নিয়ে ছিলেন, কিন্তুু সিরাজুল টাকা ফেরত চাইলে বিভিন্ন রকম তালবাহানা করতে থাকেন রেহেনা, এবং টাকা ফেরৎ দিবে না বলে সিরাজ হুমকি দেন রেহেনা। গত ইং ৭/০৬/২০২৩ আনুমানিক দুপুরের সময়ে সিরাজুল টাকা চাইতে রেহেনার বাসায় যায়, টাকা ফেরত চাইলে রেহেনা বেগম কৌশালে তার ঘরে ঢুকাইয়া ডাক চিৎকার করে লোকজন ডেকে শিশু নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করেন। এবং ৫ বছরের শিশু মিমকে শিক্ষানো কথা পুলিশের সামনে উপস্থাপন করেন।বিষয়টা নিয়ে এলাকায় জানাজানি হলে ওয়ারিয়া মাঠপাড়া এলাকার ইউপি মেম্বার পুটুর ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য রবিউল ইসলামের সহযোগিতা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপোষ মিমাংসা করা হলেও কোন অদৃশ্য শক্তিতে থানায় মামলা পযন্ত গড়ালো তা জানা নেই কারও?
এবিষয়ে ইউপি মেম্বার পুটুর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমার কাছে শিশুর কন্যার নানী রওশনারা বেগম মৌখিকভাবে অভিযোগ করেছিলেন, আমি আমি বিষয়টি উভয় পক্ষকে নিয়ে মৌখিকভাবে মীমাংসা করে দিয়েছিলাম করে দিয়েছিলাম। পরবর্তী সালিশ মীমাংসা উপেক্ষা করে ৫ বছরের শিশু মিমের নানী রওশনারার ছোট বোন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় শিশু নির্যাতন দমন বিশেষ আইনে মামলা দেওয়া হয় । মামলা নং ২৯--তাং ১১/০৬/২৩ নারী শিশু নির্যাতন দমন আইনে মামলার তদন্তকারী কর্মকর্তা ইমামুলের কাছে মুঠো ফোনে সিরাজুলের অভিযোগের বিষয় টি জানতে চাইলে --তিনি ফোন রিসিভ করেন নি,
ভুক্তভূগী সিরাজুলের পরিবারের অভিযোগ টাকা পয়সা আত্মসাৎ করার জন্য এবং ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সিরাজুলকে। মিথ্যা মামলা থেকে অব্যহতি পাইতে জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সিরাজুলের পরিবার।
এমএসএম / এমএসএম

বালু খেকোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবে নাঃ ইউএনও তরিকুল ইসলাম

বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক
Link Copied