সন্দ্বীপে স্মরণ কালের সেরা নারী সমাবেশ

"নারীর ক্ষমতায়ন উন্নয়ন ও সমৃদ্ধি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মূলনীতি" এই শ্লোগান নিয়ে সন্দ্বীপে স্মরণ কালের সেরা নারী সমাবেশ করেছে হারামিয়া ইউনিয়ন আওয়ামীলিগ।সমাবেশ স্থলে দলে দলে হাজার হাজার নারীর অংশগ্রহনে কানায় কানায় ভর্তি হয়ে যায় পুরো প্যান্ডেল।কোথাও তিলধারনের জায়গা না থাকায় বাড়ির দরজা, বাগান ও রাস্তায় দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্য শুনেছে সকল নারী। এছাড়াও নিজ এলাকার বিভিন্ন সমস্যা অকপটে নিঃদ্বিধা ও নিঃসন্কোচে তুলে ধরে তার সমাধানের দাবী তুলেছেন তারা।প্রধান অতিথিও তাদের সে সকল সমস্যা লাঘবের প্রতিশ্রুতি দিয়েছেন।
১৭ জুন শনিবার বিকেল ৪ টায় হারামিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের বাশিক পাটোয়ারীর বাড়িতে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতা।সভায় সভাপতিত্ব করেন হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন। বৈরী আবহাওয়ায় মধ্যে সন্দ্বীপের ইতিহাসে কোন বাড়িতে হাজারো নারীর উপস্থিতিতে সমাবেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সুধী জনদের মতামত।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মাঈনউদ্দীন মিশন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, আমানউল্ল্যা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হালিম উল্ল্যাহ বাবুল সহ কয়েকজন নারী সদস্য।
প্রধান অতিথি এমপি মাহফুজুর রহমান মিতা সহ অন্যান্য বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা বিধবা ভাতা,পঙ্গু ভাতা,মাতৃত্ব ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা,বয়স্ক ভাতা, ভিজিডি, ভিজিএফ সহ ৫০ টির অধিক ভাতার আয়োজন করেছে। আজ কাউকে আর না খেয়ে মরতে হয়না। তাই এমন জনবান্ধব সরকারকে জনস্বার্থে আবারাে নির্বাচিত করতে হবে।আর তার জন্য দেশের অর্ধেকের বেশী নারী ভোটারদের মাঝে এই সমস্ত বার্তা পৌঁছে দিতে হবে।
শাফিন / শাফিন

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করতে কর্মশালা

বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সিদ্দিক ও সাধারণ সম্পাদক মিলন

নাঙ্গলকোটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

মেহেরপুরে অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পাবিপ্রবিতে ‘ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস’ শীর্ষক কর্মশালা

বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

নেত্রকোনায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের উদ্যোগে ধলাই নদী পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

সিনেমা হলের শেষ গল্প: তাজ সিনেমা হল থেকে স্মৃতি হারাচ্ছে দর্শক

হাটহাজারীতে শারদীয় দূর্গা পূজার ১১৮টি মন্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতি

মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প

শালিখায় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

লাকসামে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক ও কুইজ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত
Link Copied