তানোরে বিএমডিএর কারসাজি ৫ শতাধিকের অধিক গভীর নলকূপ একাধিকবার নষ্ট
রাজশাহীর তানোরে বিএমডিএর একশ্রেণীর অসাধু মেকানিক দের কারসাজিতে একটি গভীর নলকূপ ৩-৪ বার করে নষ্ট হয়েছে। আজ ঠিক হয়েছে তো কাল নষ্ট হয়েছে। দোহায় একটাই ভূগর্ভের পানি নেই এজন্য নষ্ট হচ্ছে। কিন্তু আসলে সেটা না বিএমডিএর মটর বাধাই কারী রাজু ও কিছু অসাধু মেকানিকের জন্যই বারবার নষ্ট হয়েছে বলে অভিযোগ অপারেটরদের।
কোন ভাবে বোরো চাষ হলেও রোপা আমনের বীজ বপন করতে পারছেন কৃষকরা। আর এসবের যত খরচ সব যেয়ে পড়ছে কৃষকের ঘাড়ে। ফলে অসাধু চক্রমুক্ত মেকানিক হোক অফিস এবং মেরামতে বিএমডিএ থেকে সর্বাত্মক সহযোগিতা না করলে রোপা আমন চাষাবাদ হবে ন। এতে করে রোপা আমনের বীজ বপন করতে পারছেনা কৃষকরা। ফলে রোপা আমন চাষাবাদ নিয়েও শঙ্কিত কৃষকরা।
আজ কামারগাঁ ইউপি এলাকার এক কৃষক জানান, বীজ বপনের জন্য গভীর নলকূপ থেকে পানি নেওয়ার সময় নষ্ট হয়ে পড়ে। অপারেটরকে বলা হলে তিনি সাব জানিয়ে দেন কতবার নিজের টাকা দিয়ে মেরামত করব। আমার কাছে এখন টাকা নাই মেরামতও করতে পারবনা। বাধ্য হয়ে নিজ খরচে মেকানিক ডেকে মেরামত করা হয়। কিন্তু পুরো একদিন সময় লাগে। ওই দিন বীজ বপন করতে পারিনি, পরের দিন বপন করতে হয়েছে। শুধু এখানকার গভীর নলকূপ না আশপাশের এলাকার প্রায় নলকূপ কয়েকবার করে নষ্ট হয়েছে। যে অপারেটর বিএমডিএর মাধ্যমে মেরামত করে তার দ্বিগুন খরচ আদায় করে কৃষকের কাছ থেকে। তারপরও সঠিক সময়ে মিলেনা সেচের পানি। তানোর পৌর মেয়র ইমরুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার গভীর নলকূপ নয় বার নষ্ট হয়েছে। এজন্য বোরো ধানে সঠিক সময় পানি দেওয়া যায়নি। যার কারনে কৃষকরা ক্ষুব্ধ হয়েছেন।
সুত্রে জানা যায়, বিগত ৯০ সালের আগে জমিতে একাধিক ফসল উৎপাদনের জন্য গভীর নলকূপ বসানো হয়। ওই সময় ৬০ ফিট নিচে পানি মিলত। ওই সময় থেকে এখন পর্যন্ত গভীর নলকূপ গুলো মেরামত করা হয়নি। তখন ৬০ ফিটে ভূগর্ভের পানি পাওয়া গেলেও এখন ১০০, ১২০ ও ১৩০ এবং ১৪০ ফিটের মধ্যে মিলছে পানি। উপজেলায় গভীর নলকূপ রয়েছে প্রায় ৫৬০ টির মত। এর মধ্যে চান্দুড়িয়া ইউপির হাড়দহ বিলে ৩-৪ টি গভীর নলকূপের স্কীমভূক্ত জমিতে পুকুর হয়ে পড়েছে। সেগুলোর হিসাব চলমান এবং বেতন পায় অপারেটর।
পাঁচন্দর ইউপির ধুবইল এলাকার অপারেটর বীজেন জানান, গভীর নলকূপে পানি উঠছে না। চারদিকে অবৈধ বানিজ্যিক মটরের ছড়াছড়ি। একাধিক বার বিএমডিএ ও পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার অভিযোগ দিয়েও কাজ হয়নি। প্রায় জমি এখন মটরের আয়ত্বে নিয়ে নিয়েছে। আবার নলকূপে পানি উঠে না, মেরামতের আবেদন করেও লাভ হয়নি।
মুন্ডুমালা পৌর ও বাধাইড় ইউপির একাধিক অপারেটরেরা জানান, বিগত ১৯৮৮-৮৯ সালের দিকে গভীর নলকূপ স্থাপন করা হয়। বিগত ২০০০ সাল পর্যন্ত প্রচুর পানি উঠতো। বর্তমানে এক ঘন্টা ডিপ চলে না। প্রতি ব বাড়িতে বানিজ্যিক সেচ মটর বেপরোয়া ভাবে দিয়েছে পল্লী বিদ্যুৎ। শুধু বাড়িতে না আম পিয়ারা ও বরই বাগানের নামে প্রায় দেড় শতাধিক পাঁচ হর্সের মটর দিয়েছে লাখলাখ টাকার বিনিময়ে। এসব মটরের জন্য গভীর নলকূপে পানি উঠছে না।
বিএমডিএর সদ্য বদলি হওয়া সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেছিলেন, গভীর নলকূপে পানি না উঠার ও নষ্ট হওয়ার কারন পল্লী বিদ্যুতের অবৈধ শতাধিকের বেশি বানিজ্যিক সেচ মটর। আর জলবায়ুর বিরুপ প্রভাবের কারনে দিনের দিন পানির লেয়ার নিচে নামার কারনেও নষ্ট হচ্ছে।
তবে পল্লী বিদ্যুৎ তানোর জোনের ডিজিএম জহুরুল হক পাল্টা অভিযোগ করে বলেন, বিএমডিএর গভীর নলকূপ গুলো দীর্ঘ সময় মেরামত হয়নি। আমাদের অবৈধ মটরের কারনে যদি গভীর নলকূপ নষ্ট হয় তাহলে তারা লাইন বিচ্ছিন্ন করে দিবেন। এসব মটর দেওয়া হয়েছে বলেই এত চাষাবাদ বেড়েছে।
সদ্য যোগদান কারী সহকারী প্রকৌশলী কামরুজ্জামান জানান, গভীর নলকূপের মটর বাধাই কারী রাজু নামের এক ব্যক্তিকে অফিসের তার দেওয়া হলে, সেটা বিক্রি করে নরমাল তার দিয়ে মটর বাধাই করত। এজন্য এত ঘনঘন গভীর নলকূপের মটর পুড়ে পযেত ও নষ্ট হত। তবে জলবায়ুর বিরুপ প্রভাব এবং অবৈধ বানিজ্যিক সেচ মটরের কারনে ভূগর্ভের বা পানির লেয়ার নিচে নামার কারনেও নষ্ট হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, এমন ঘটনা জানার পর মটর বাধাই কারী কে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে। যারাই জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
শ্রীপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পোশাক শ্রমিকদের ১১ কক্ষ
যশোর-নড়াইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় গৃহবধূ মৃত্যু
বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ, হোটেল মালিকের জরিমানা
আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি
কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়ন পত্র সংগ্রহ
রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা
বড়লেখায় বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আত্রাইয়ে উপজেলা বিএনপির আনন্দ মিছিল
মান্দায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামীসহ আটক ৩
গোদাগাড়ীতে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা
ফুলছড়িতে গরু ব্যবসায়ী খোকা মিয়া হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার
বগুড়ায় লোটো শোরুমের মালিককে অপহরণের পর হত্যা
Link Copied