Re: ভালো থাকুক পৃথিবীর সকল যোদ্ধা নামক বাবা

সন্তানরা হামাগুড়ি দেওয়া থেকে হাঁটতে শেখার সময় যখন বাবার হাত ধরে তখনই অনুভব করে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত হাত জোড়ার। সবচেয়ে বেশি নির্ভরতার জায়গা ও সুবিশাল বটবৃক্ষ হচ্ছে ‘বাবা’। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী এই বাবা দিবস পালন করা হয়। মূলত বাবার প্রতি ভালোবাসা থেকেই একটি বিশেষ দিন বাবাকে উৎসর্গ জন্যই ‘বাবা দিবস’ পালিত হয়। এই দিনে সন্তানদের আনন্দের কোনো সীমা থাকে না। এই দিনটি নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অব্যক্ত সব অনুভূতি ভাষায় প্রকাশের ক্ষুদ্র প্রচেষ্টা করেছেন সংবাদকর্মী ও শিক্ষার্থী ইভা আক্তার।
“তোমাকে ভালোবাসি বাবা”
২০২১ সাল। হঠাৎ এক অজানা ঝড়ে মাতৃহারা হওয়ার পর বাবা প্রতিজ্ঞাবদ্ধ হলেন তার সন্তানদের মায়ের অনুপস্থিতি উপলব্ধি করতে দিবেন না।
বাবাকে বলতে চাই, "তুমি দুনিয়ার সবচেয়ে সফল বাবা"। মা-কে হারানোর পর বাবা রূপে আরো একটি মা পেয়েছি। মায়ের সকল দায়িত্ব একজন বাবা যে এত সুন্দর করে পালন করতে পারেন তা তোমাকে না দেখে বুঝা সম্ভব না। দিন শেষে তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু। আমি গর্বিত তোমাকে বাবা হিসেবে পেয়ে। বাবার শত অনিচ্ছা সত্বেও তার চোখের আড়াল হতে হয়েছে বিদ্যা অর্জনের লক্ষ্যে। পাড়ি জমাতে হয়েছে বাবাকে ছেড়ে, সুদূরে। একটা সময় বাবার সাথে রোজ দেখার সুযোগ হতো, অথচ আজ তাকে দেখার জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন! বাবা দিবসের সুন্দর মুহূর্তে তোমাকে বলতে চাই, ‘তোমাকে ভালোবাসি বাবা।’
মায়িশা তাসনিম পিউ
১ম বর্ষ
ফার্মেসি বিভাগ।
সৃষ্টিকর্তার দেওয়া অমূল্য সম্পদ ও প্রথম ভরসা; বাবা
বাবা একজন অসামান্য বন্ধু এবং সকল পরিস্থিতিতে প্রেরণার প্রতীক। সন্তানের সক্ষমতা, সাহস ও পরিপূর্ণতা প্রদানের মানুষই হচ্ছেন ‘বাবা’। বাবা দিবস দিনটি মূলত বাবাদের করা পরিশ্রম, ত্যাগ-তিতিক্ষা ও ভালোবাসা গুলোকে বিশেষায়িত করার জন্য অত্যন্ত গৌরবময় দিন। বাবা আমার জীবনের পথিক, আদর্শ গুরু এবং অকাট্য সহায়ক। আমার সকল ইচ্ছাগুলোকে পূর্ণতা দানের একমাত্র মানুষও তিনিই। আমার সকল সফলতার পরিপূর্ণতার কারণ আমার বাবা। তাঁর পরিশ্রম ও উদ্যমের সহায়তায় আমি শূন্য থেকে এতদূর। আমার বলা হাজার কথার মধ্যে কখনো বলা হয়ে উঠেনি, ‘বাবা অনেক বেশি ভালোবাসি তোমায়।’
মো: আছিবুর রহমান খান,
২য় বর্ষ
রসায়ন বিভাগ।
ত্যাগের প্রতিচ্ছবি বাবা
বাবা মানে আমার সকল সমস্যার সমাধান। বাবা তুমি আমার অপ্রকাশিত ভালোবাসা। বাবা নামক বৃক্ষটা কোনো স্বার্থ ছাড়াই মাথার উপর থেকে যায়। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সারা জীবন সন্তানের জন্য কঠোর পরিশ্রম করে যায়। বাবা তুমি আমার সকল আবদারের এক বিশাল অফুরন্ত ভান্ডার। তিনিই একমাত্র ব্যক্তি যিনি নিজের চেয়ে সন্তানের এগিয়ে যাওয়া দেখতে চান। প্রতিটা মেয়ে হয়তো বা তার স্বামীর কাছে রাজরানী নাও হতে পারে কিন্তু প্রতিটা মেয়ে তার বাবার কাছে সব সময় রাজকন্যা হয়ে থাকে। বাবা তুমি আছো মানে আমার দিন কাটছে ভালো, দিন যাচ্ছে ভালো।
তানজিলা আক্তার,
৩য় বর্ষ
অণুজীববিজ্ঞান বিভাগ।
পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ ''বাবা''
বাবা দুই অক্ষরের ছোট একটি শব্দ। কিছু ছোট শব্দের ও যে বিশাল এক তাৎপর্য হতে পারে বাবা তার এক জলন্ত উদাহরণ। যার হাত ধরে আমার প্রথম হাঁটা শেখা, যে মানুষটা আমাদেরকে সমস্ত সমস্যা থেকে বটবৃক্ষের মতো করে আগলে রাখেন, যিনি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেন শুধুমাত্র সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য তিনি আর কেউ নন, সকলের ’বাবা’। বাবা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা। বাবা হলেন অফুরন্ত আবদার মেটানোর এক জাদুকরী মানুষ। পৃথিবীতে তিনি একমাত্র মানুষ যার কাছে নির্দ্বিধায় যে কোন কিছু আবদার করা যায়। বাবা দিবসে বিশ্বের সব বাবাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
আবু হুরায়রা,
২য় বর্ষ,
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।
এমএসএম / এমএসএম

ব্যতিক্রমী ধারার আলো নেভার পথে

টেকসই কৃষির জন্য চাই জৈব বালাইনাশক

ঈদযাত্রা হোক দুর্ঘটনামুক্ত

রমজানে ভ্রমণে যে বিষয় মেনে চলা জরুরি

সুস্থ থাকার জন্য কেমন পানির ফিল্টার নির্বাচন করবেন

সাপের ক্ষিদে মেটাতে পাখিশূন্য দ্বীপ

একদিনের ট্যুরেই ঘুরে আসুন চীনামাটির পাহাড়ে

আধ্যাত্মিকর যাত্রা পথে সুফি মেডিটেশন এর গুরুত্ব

খাজা ওসমান ফারুকীর কুরআন দর্শন

খাজা ওসমান ফারুকীর সুফি তত্ত্বের নিদর্শন

'আরএনএস রাজিম একজন সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তার গল্প'

প্রাক্তনের খোঁজ নেওয়ার দিন আজ
