ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীতে ৪৫ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলার আসামীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৯-৬-২০২৩ বিকাল ৬:১
চেক ডিজঅনার মামলার আসামী কর্তৃক মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ এর প্রতিবাদে বিশিস্ট ব্যবসায়ী পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদকের সাংবাদিক সম্মেলন।

সোমবার (১৯ জুন) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে জনাকীর্ন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটুয়াখালী পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক বিশিস্ট ব্যবসায়ী নতুন বাজারস্থ মেসার্স সোবাহান ট্রেডার্স  এর স্বতৃত্বাধিকারী শিহাব মোঃ সগির। তিনি বলেন, বাউফল উপজেলার চন্দ্রপাড়ার মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের নির্মান কাজের জন্য দুবাই লাইন স্টোন পাথরের জন্য  ১ হাজার টন পাথরের জন্য পাথর ব্যবসায়ী ছাত্রলীগ নামধারী  কথিত ব্যবসায়ী আল জামিকে চুক্তিপত্রের মাধ্যমে নগদ ৪৫ লক্ষ টাকা প্রদান করা হয়। চুক্তিমতে এক সপ্তাহের মধ্যে উক্ত পরিমান পাথর দেয়ার কথা থাকলেও এক সপ্তাহের অধিক সময় অতিবাহিত হলেও পাথর না দেয়ায় টাকা ফেরত চাইলে গত ২৭.০৩.২২ ইং তারিখ সোবাহান ট্রেডার্সে বসে একাধিকজন স্বাক্ষীদের উপস্থিতিতে আল জামি তার নিজ নামের ডাচ বাংলা ব্যাংকের এ্যাকাউন্ট নাম্বারে ( এ্যাকাউন্ট নাম্বার ২১৮১৫১০১৮১১৭০৬) একটি চেক যার নং- SB/A ৯৩৩৯৮৮৩ তে ৪৫,০০০,০০ ( পয়ঁতাল্লিশ লক্ষ) টাকার একটি চেক প্রদান করেন। এ চেক নিয়ে ২৭.৬.২০২২ ইং তারিখ ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ বলেন, জামির এ্যাকাউন্টে সমপরিমান টাকা নাই। এ ঘটনা জামিকে ফোনে অবহিত করি। কিন্তু সে টাকার কোন ব্যবস্থা না করায় আল জামিরের নামে ১০.০৮ ২০২২ইং তারিখ পটুয়াখালী বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ আাদালতে চেক ডিজঅনার মামলা করেন ব্যবসায়ী শিহাব মোঃ সগির। মামলাটি বিচারাধীন আছে। 
সাংবাদিক সম্মেলনে  শিহাব মোঃ সগির বলেন, চেক ডিজঅনার মামলা  ভিন্নখাতে বা নিজেকে রক্ষার জন্য আল জামি, নিজেকে মারধরের মিথ্যা নাটক সাজিয়ে,  মিথ্য তথ্য দিয়ে  হাসপাতালে ভর্তি দেখায়ে স্থানীয় কয়েকজন সাংবাদিকের মাধ্যমে অনলাইনে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। যা সম্পূর্ন মিথ্যা ও উদ্দেশ্যপ্রনোদিত। ব্যবসায়ী  শিহাব উপস্থিত সাংবাদিকদের বলেন, ঘটনার দিন চলতি মাসের ১৩ জুন ও সময় বাসায় ছিলাম যা সিসিটিভি ক্যামেরায় রয়েছে। অপরদিকে ঘটনার স্থান ও  উল্লেখিত মারধরের স্থান ও এলাকায় পৌরসভার বহু সিসিটিভি ক্যামেরা রয়েছে। এ ক্যামেরা সমূহ তদন্ত করলে  আসল সত্য  ঘটনা ও রহস্য উদঘাটন হবে বলে সাংবাদিকদের জানান।
শ্রমিক লীগ নেতা শিহাব, সাংবাদিক সম্মেলনে আরো বলেন উক্ত  আল জামিরের বিরুদ্ধে একাধিক ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা পাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চেম্বারের সভাপতি মোঃ গিয়াস পাবে সাড়ে সাত লক্ষ টাকা, নতুনবাজারের ব্যবসায়ী আশ্রাব গাজী পাবেন ১৮ লক্ষ টাকা। আরো অনেকে টাকা পাবে বলে জানান  ব্যবসায়ী শিহাব।  তিনি মিথ্যা, বানোয়াট সংবাদের  তীব্র প্রতিবাদ জানান। এ সময় তার সাথে ছিলেন ব্যবসায়ী মোঃ ইব্রাহিম বিশ্বাস, মোঃ মাহমুদুর রহমানসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ। 

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)