দূর্গম ভার্য্যাতলী কমিউনিটি ক্লিনিকের অবস্থা জরাজীর্ণ
রাঙামাটি কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম ২নং ওয়ার্ড এর ১১৯নং ভার্য্যাতলী মৌজায় অবস্থিত একমাত্র সরকারি কমিনিউটি ক্লিনিক। যা ১৯৯৮ সালে স্থাপিত হয়।
কাপ্তাই সদর হতে ২৫ কিঃমি দূরত্বে অবস্থিত এই এলাকায় যেতে নৌ যোগাযোগ ছাড়া আর কোন বিকল্প নেই। কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম ১,২,ও ৩ নং ওয়ার্ডের পাহাড়ি সম্প্রদায়ের একমাত্র সেবা নেওয়ার ভরসা হচ্ছে এই কমিউনিটি ক্লিনিক। এখানে সরকারিভাবে প্রাথমিক চিকিৎসা সেবা পেলেও এই কমিউনিটি ক্লিনিকে দনেই কোন পানির সু- ব্যবস্থা। একাবারে জরাজীর্ণ হয়েছে এই ক্লিনিকটি। মাঝে মাঝে ভবন হতে খসে পড়ে পাথর। যার ফলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় এখানকার কর্মরত স্বাস্থ্যকর্মীদের। দুর্গম ৪ হতে ৫ কি: মি: পথ পাড়ি দিয়ে আসা রোগীরা পড়েন বিপাকে।
সম্প্রতি দূর্গম এই কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় বিভিন্ন দুরদুরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা নিতে কেন্দ্রটিতে অপেক্ষা করছে। এসময় দূর্গম পাহাড়ী পল্লী হতে চিকিৎসা নিতে আসা সমীরণ তনচংগ্যা, শানু মারমা, খ্যাপ্রু তনচংগ্যা সহ বেশকয়েকজন রোগী জানান, আমরা মাতৃসেবা, বিভিন্ন টিকা গ্রহন ও স্বাস্থ্য সেবা নিতে আসি এই ক্লিনিকে। এখানে একটু পানি পান করবো বা টয়লেট করবো তার কোন সুযোগ নেই। ছোট,ছোট শিশুরা পানি চাইলে একটু পানি পাওয়া যায়না। ক্লিনিকের ভিতর বাহিরের অবস্থা খুবই নাজুক। এখানে বসে স্বাস্থ্য সেবা নেয়ার মত কোন সুযোগ নেই। তারা সকলেই এই পানির সমস্যা দ্রুত সমাধান এবং কমিনিউটি ক্লিনিক দ্রুত সংস্কারের দাবি জানান।
কমিনিউটি হেলথ কেয়ার প্রোপাইটর লিপি চাকমা ও স্বাস্থ্য সহকারী সঞ্জিত তনচংগ্যা জানান, পাহাড়ের অনেক দূর দূরান্ত হতে অসহায় পাহাড়ী মহিলা,পুরুষ, শিশু ও গর্ভবতী মহিলারা এখানে সেবা নিতে আসেন। কিন্ত কমিউনিটি ক্লিনিকে নেই কোন পানি। ক্লিনিকের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ । আমাদের সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে সমস্যা হচ্ছে।
ভার্য্যাতলী কমিনিউটি হেলথ কেয়ার সভাপতি ইউপি সদস্য অংসাচিং মারমা জানান দূর্গম এলাকার লোকজন হাসপাতালের বিভিন্ন সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। এই ক্লিনিকের বাহির ও ভিতরের অবস্থা খুবই খারাপ। নেই কোন পানির ব্যবস্থা বা বসার ব্যবস্থা। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয় স্বাস্থ্যকর্মীদের।
ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা জানান, এখানে পানির সমস্যা সমাধানে কাপ্তাই ইউনিয়ন পরিষদ হতে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা চলমান আছে। অচীরেই পানির সমস্যা সমাধান হবার আশ্বাস প্রদান করেন তিনি।
এদিকে গত ৭ জুন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে এই কমিনিউটি ক্লিনিক পরির্দশন করেছেন। এসময় তিনি এই কমিউনিটি ক্লিনিক মেরামতসহ বিভিন্ন সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের অবগত করবেন বলে জানান ।
এই বিষয়ে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী এই প্রতিবেদককে জানান, এই বিষয়ে রাঙামাটি জেলা সির্ভিল সার্জনকে ইতিমধ্যে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ
দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা
কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার
Link Copied