ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৬-২০২৩ দুপুর ১১:১৫

ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ইতোমধ্যেই এ উপলক্ষ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফেরায় এবার আর তেমন বেগ পোহাতে হচ্ছে না ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং চাঁদপুরের মানুষদের।

মহাসড়কের সিংহভাগ অংশ নিয়ন্ত্রণ করা হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের উদ্যোগে ঈদে বাড়ি ফেরা মানুষদের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ফলে যানজট আর ভোগান্তিবিহীন ঈদযাত্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের নিয়ন্ত্রণাধীন ২১ কিলোমিটার মহাসড়ক এবং আঞ্চলিক সড়কে যানজট নেই, স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। 

পুলিশ সুপার বলেন, মহাসড়কে যানের জটলা ও ধীরগতির কারণ নিরূপণ করা হয়েছে। কারণ নির্ণয় করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেসব পরিকল্পনায় কাজ করা হচ্ছে মহাসড়কে। ফলে মহাসড়কে কোনও যানজট বা ধীরগতি নেই। আসন্ন ঈদুল আজহায় হাইওয়ে কুমিল্লা অঞ্চলের ৮২১ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল ও চাঁদাবাজিমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।  

মানুষের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে রিজিয়নের ২২টি থানায় ৬৬টি পেট্রোল টিমের পাশাপাশি কোনো ইমার্জেন্সি সামাল দিতে রাস্তায় ৩০টি কুইক রেসপন্স টিম দায়িত্ব পালন করবে। 

তিনি বলেন, ঈদযাত্রায় যেকোনো ধরণের দুর্ঘটনা বা প্রতিবন্ধকতা দূর করতে ৫টি সরকারি ও ১২টি বেসরকারি রেকার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স থাকছে দুর্ঘটনায় হতাহতের সেবার জন্য। ঈদযাত্রায় মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো যানবাহন না থামানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ২টি গোয়েন্দা টিম কাজ করছে ঈদের আগে ও পরের সপ্তাহব্যাপী। একটি পূর্ণাঙ্গ কন্ট্রোলরুমের পাশাপাশি রয়েছে ৫টি সাব কন্ট্রোলরুম। হাইওয়ে পুলিশের সদস্য ছাড়াও বিশেষ ইউনিফর্মে কাজ করছে হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের ১০০ প্রশিক্ষিত সদস্য। এ পরিসেবা ঈদের ১ সপ্তাহ আগে শুরু হয়েছে। ঈদের পরে এক সপ্তাহ পর্যন্ত চলবে বলে তিনি জানিয়েছেন। 

তবে অঝোরে বৃষ্টি হলে মহাসড়কে পানি জমে যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো মেরামত না করায় বৃষ্টি হলে কিছু কিছু জায়গায় পানিতে তলিয়ে যায় মহাসড়কের একপাশ। গত বৃহস্পতিবার (২২ জুন) ভোর বৃষ্টির কারণে মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকায় চট্টগ্রাম লেনে সড়কের একপাশে পানি জমে গর্ত হয়ে যায়। ফলে চট্টগ্রাম লেনে চান্দিনা থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরে পানির চলে যাওয়া শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে জানতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীত চাকমাকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। 

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প

অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা

শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ

পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান

কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন

কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার

মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

সলঙ্গায় মাছবাহী ট্রাকে পানি ভরাট"নষ্ট হচ্ছে মহাসড়ক-ঘটছে অসংখ্য দুর্ঘটনা

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর নেই : অর্থ উপদেষ্টা