গোবিন্দগঞ্জে ছিনতাই হওয়া ৪ মহিষ আক্কেলপুরে উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ছিনতাই হওয়া ৪টি মহিষসহ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আক্কেলপুর থানা পুলিশ। মহিষগুলো উপজেলার তিলকপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১ আগস্ট) গভীর রাতের কোনো এক সময় উপজেলার তিলকপুর ইউনিয়নের নূরনগরটু এলাকায় ৪টি মহিষ বাঁধা ছিল। এ সময় বগুড়ার আদমদীঘি উপজেলার কাল্লাগাড়ি গ্রামের সুজন নামে এক যুবক তিলকপুর মাটিয়া কুড়ি এলাকার সাইফুল ইসলাম (২৮) নামে ব্যক্তিকে এক হাজার টাকার বিনিময়ে সুজনের বাড়িতে মহিষগুলো পৌঁছে দেয়ার চুক্তি করে। মহিষগুলো নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গতিবিধি সন্দেহজনক মনে হলে মহিষসহ তাকে আটক করে আক্কেলপুর থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ৪টি মহিষসহ তিলকপুর মাটিয়া কুড়ি এলাকার নুর ইসলামের ছেলে সাইফুল ইসলামকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়।
মহিষ ব্যবসায়ী আতোয়ার রহমানের পিতা মফিরুল ইসলাম বলেন, রোববার বগুড়ার সারিয়াকান্দির চর এলাকা থেকে আমার ছেলে আতোয়ার ৭টি মহিষ ক্রয় করে ট্রাকযোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার নিজ গ্রাম পিয়ারাপুরে নিয়ে আসার সময় রাতে গোবিন্দগঞ্জ থানা এলাকার ফঁসিতলা নামক স্থানে পৌঁছলে ১২-১২ জন দুর্বৃত্ত ট্রাকের গতিরোধ করে ট্রাকসহ ৭টি মহিষ ছিনতাই করে। এ সময় আমার ছেলেসহ ট্রাকচালক ও হেলপারকে মারপিট করে পাশের জমিতে বেঁধে ফেলে রাখে। আমরা থানা থেকে খবর পেয়ে আক্কেলপুর থানায় মহিষগুলো নিতে আসি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। থানা থেকে অফিসার আক্কেলপুরে প্রেরণ করা হয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, সকালে খবর পেয়ে উপজেলার তিলকপুর থেকে ৪টি মহিষসহ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহিষগুলো হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান