ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

পাহাড়ে শান্তিচুক্তির পরও অশান্তি বিরাজমান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৬-৭-২০২৩ বিকাল ৫:১২

পার্বত্যাঞ্চলে শান্তিচুক্তি বাস্তবায়ন হওয়ার পরও এখনো পাহাড়ে অশান্তি বিরাজমান রয়েছে। একের পর এক ঘটে যাচ্ছে খুন গুম হত্যা অপহরণ এর মতো ঘটনা। শান্তিচুক্তির ধারা বাস্তবায়ন হলেও পাহাড়ি সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করেনি। এখনো অস্ত্রে ঝনঝনানিতে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যদিয়ে পাহাড়ি-বাঙালি উভয় জীবন যাপন করে যাচ্ছে।

একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে ১৯৯৭ সালে অর্জিত হয়েছে শান্তিচুক্তি। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরপরই বৈঠক করেই সিদ্ধান্ত হয় কিভাবে শান্তিচুক্তি বাস্তবায়ন সম্ভব। বৈঠকগুলোতে উপজাতীয় সংগঠনগুলোর কথা শোনার পরে সেগুলো চিহ্নিত করে উভয়পক্ষের মধ্যে সমঝোতার সিদ্ধান্ত হয়েছে। দেশের উন্নয়নের জন্য, সম্প্রীতির জন্য, অস্থিতিশীল পরিবেশকে শান্ত করার জন্য যে আলাপগুলো হয়েছিল। তখনকার জাতীয় কমিটিতে ছিলেন, চিফহুইপ জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ। তিনি এখন শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির প্রধান। পরবর্তীতে তাদের আস্থায় আনতে পারার কারণেই উভয়পক্ষের মধ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর চুক্তি হলো, যেটিকে শান্তি চুক্তি বলা হয়। 

শান্তিচুক্তির অর্জন সম্পর্কে সচেতন মহল বলেন, যদিও পার্বত্য অঞ্চলের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, কৃষি ক্ষেত্রে কিংবা শিক্ষা ক্ষেত্রে তেমন কোনো উন্নয়ন ছিলনা। এসব উন্নয়ন হয়েছে পার্বত্য শান্তিচুক্তির পর। সুতরাং শান্তি চুক্তির মাধ্যমে আমাদের পার্বত্য অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে। তবে পাহাড়ের যে শান্তি থাকার কথা সেই শান্তি এখনো দেখা যায়না। এখনো উপজাতীয় সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানিতে রাত্রযাপন করতে হয় এখানকার অসহায় বাঙ্গালিদের। দিনের পর দিন খুন, গুম, অপহরণ এর স্বীকার হয়ে আসছেন পাহাড়ি-বাঙ্গালিরা। এছাড়াও যেকোনো ব্যবসা বানিজ্য করতে গেলেও উপজাতীয় সন্ত্রাসীদের চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়।

শান্তিচুক্তির মূল লক্ষ্য হলো পার্বত্য অঞ্চলের সকল অধিবাসী যাতে তাদের নিজ নিজ ভাষা, কৃষ্টি, সংস্কৃতি পালনের অধিকার নিয়ে বাঁচতে পারে; ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার, এই ভাবনা নিয়ে কাজ করে যাওয়ার জন্যই তো চুক্তি হলো। উচ্চতর শিক্ষার জন্য আমাদের পার্বত্য অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ করা হলো। প্রত্যেকটি উপজেলায় কলেজ হয়েছে। এগুলো তো চুক্তির সাফল্য।

পার্বত্যাঞ্চলের বান্দরবানে অস্থিতিশীলতা সৃষ্টি করছে উপজাতীয় সন্ত্রাসীদের কুকিচিন ন্যাশেনাল ফ্রন্ট নামে একটি সন্ত্রাসী সংগঠন। স্থানীয়দের উপর নির্যাতন গুম, খুন, অপহরণ এমনকি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসা-বানিজ্যের স্থান থেকে চাঁদা দাবি করছে সংগঠনটি। সম্প্রতি কুকিচিন ন্যাশেনাল ফ্রন্টের সন্ত্রাসীরা সেনা সদস্যদের টার্গেট করে হত্যা করছে। একে একে কয়েকবার এই অর্তকিত হামলা চালায় এই সন্ত্রাসী সংঘঠনটি। অথচ বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি-বাঙ্গালিদের নিরাপত্তা এবং উন্নয়নের কাজ করে যাচ্ছে নিরলস ভাবে। এসকল হামলা এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সচেতন মহল।

সচেতন মহল আরো বলেন, শান্তিচুক্তির শর্ত অনুযায়ী খাগড়াছড়ি স্টেডিয়ামে যেদিন অস্ত্র সমর্পণ হলো সেই দিনই বলা হয়েছে, সমস্ত অস্ত্র জমা হয়ে গেছে। তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সুতরাং এখন যেগুলো দেখা যায় সেগুলো বৈধ নয়, অবৈধ। সেই অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সরকার যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং অস্ত্রগুলো উদ্ধার করে এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করা হয়, সরকারের কাছে এই আবেদন থাকলো।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন