ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় নৌকা প্রার্থীর হামলার অভিযোগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৭-২০২৩ রাত ৮:৩৫
আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠে এখন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ভোটারদের মন জয় করতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বেরাচ্ছেন প্রার্থীরা।
আগামী ১৭ জুলাই -২৩ ইং পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ৭ নং গুয়ারেখা ইউপি নির্বাচন’কে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর অটো রিক্সার প্রচারনা কালে মারা-মারি ও সহিংসতার ঘটনা ঘটে।
 
এরই মধ‍্যে নির্বাচনকে সামনে রেখে বিছিন্ন কিছু ঘটনা স্থানীয় রাজনীতির মাঠে ভোটারদের মধ‍্যে বিরুপ প্রভাব দেখা দিয়েছে। স্থানীয় সূত্র এবং মামলার নথি থেকে জানা গিয়াছে গত ২৮ জুন ২০২৩ ইং আনুমানিক সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় এগারো গ্রাম মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সামনে স্থানীয় যুবক আরিফুল ইসলামকে মারধর করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর স্বামী  ইঞ্জিনিয়ার পলাশ সহ তার সন্ত্রাসী বাহিনী। 
 
আহত যুবকের বাবা ইদ্রিস আলী ফকির বলেন আমার ছেলেকে পলাশের নেতৃত্বে ১০- ১২ জন যুবক মারধর করে বর্তমানে আমার ছেলে বরিশাল শের- ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
 
কোর্ট মামলা সূত্রে জানা গিয়াছে গতকাল ইদ্রিস আলী ফকির পিরোজপুর জেলা বিজ্ঞ সিনিয়র  জুডিশিয়াল ম‍্যাজিষ্ট্রেট আদালতে নালিশি মামলা দায়ের করেছেন। মামলার আসামীদের মধ‍্যে  এক নম্বর(১)আসামী করা হয় ইঞ্জিনিয়ার পলাশ শিকদার,২য়(২)রাশেদুল ইসলাম নয়ন,(৩)শেখ হেমায়েত হাওলাদার(৪)জাহিদুল হক শেখ খোকন,(৫)বাবুল শেখ,(৬)মুসিবল হাসানসহ অজ্ঞাত অনেকে।
 
খোঁজ নিয়ে জানা গেছে ইঞ্জিনিয়ার পলাশ শিকদারের বাবা মৃত আবদুর রব শিকদার বিগত ২২ জুন ২০২১ সালের ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করে ছিলেন এবং নৌকা মার্কাকে পরাজিত করে জয়লাভ করেছিল। আবদুর রব শিকদারের মৃত্যুর পরে উক্ত ইউনিয়ন পরিষদে মৃত রব শিকদারের পূত্রবধূ নির্বাচনে অংশগ্রহণ করছেন।আগামী ১৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
 
স্থানীয় সূত্রে জানা যায় এইসব হামলা ও মারধরের ঘটনার মূল নেতৃত্ব দিয়েছেন  দূর্নীতি’তে  চ্যাপিয়ন রাজউক কর্মকর্তা ইঞ্জিনিয়ার পলাশ সিকদার। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ জুন ২৩ ইং পলাশ সিকদার’কে দূর্নীতি দমন কমিশন সেগুন বাগিচার কার্যালয়ে তলব করা হয়েছে।
এই ইউপি নির্বাচন’কে কেন্দ্র করে গত ৯ জুলাই হিন্দু সম্প্রদায়ের উপর ও হামলা করা হয় হামলায় একজনের কান ও কেঁটে দেওয়া হয় বহু নারী পুরুষ’কে নিম্মম ভাবে আঘাত করা হয়।
 
অভিযোগের বিষয়ে  স্বরূপকাঠি উপজেলার ৭ নং গুয়ারেখা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, আমার অটো রিক্সার প্রতীক পেয়ে নির্বাচনীয় প্রচার-প্রচারণা চালাচ্ছেন আমার সমর্থকরা ।
আমার প্রতিদ্বন্দ্বী ফারজানা আক্তার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনীয় প্রচার-প্রচারণা হুমকি মূলক বক্তব্য রাখেন এবং স্বতন্ত্র প্রার্থী কর্মীদের ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে।গত রবিবার  বিকাল ৬ ঘটিকায় চাঁদ কাঠিতে আমার অটোরিকশা মার্কার প্রচার-প্রচারণা ও মিটিং শেষে  কর্মীরা আনুমানিক রাত ৮ ঘটিকার দিকে লেগুনাজগে বাড়ি ফেরার পথে বাটনা তলায় নৌকা মার্কার ক্যাম্পের সামনে থেকে আসার সময় লেগুনা অবরুদ্ধ করে গাড়ি থেকে টেনে হ্যাচরে নামিয়ে তাদের সবাইকে লাঠি দিয়ে মারপিট করে, নৌকা প্রতীক ফারজানা আক্তারের স্বামী পলাশ বাহিনীর ক্যাডাররা এতে স্বতন্ত্র প্রার্থীর ৮ জন কর্মী আহাত হয়।
 
এ ঘটনাটি ঘটে পাটিকেল বাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মজিবর ও এএসআই অলিদ এর সামনে তিনি ঘটনার সময় নীরব ভূমিকা পালন করে বলে সাংবাদিকদের জানায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা।এর মধ্যে গুরুতর আহত হয় সাগর ফকির নামে একজন তাকে স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর যখন হওয়ায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।থানায় অভিযোগ করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফির্সাস ইনচার্জ জাফর সাহেব অভিযোগ না নিয়ে তিনি নির্বাচনী অফিসে অভিযোগ করেন তারপর আমরা দেখবো বলে আশ্বাস দেন।
 
হামলা ও মারধরের অভিযোগের বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ জাফর এর কাছে জানতে চাইলে তিনি বলেন  আমি ও আমাদের ইউএন সহ ঘটনার স্থান পরিদর্শন করে এসেছি,রাজনৈতিক কোনো সহিংসতার ঘটনাই ঘটে নি পারিবারিক ও আর্থিক  কলহের কারনে মারামারির ঘটনা ঘটেছে এই বিষয়ে কেউ অভিযোগ করতে আসেনি অভিযোগ করতে আসলে আমরা অভিযোগ নিবো।

এমএসএম / এমএসএম

দোহারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে শারমীন এস মুরশিদ

‘মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে’

আমরা এই রাষ্ট্র দেখতে চাইনা, যেখানে দলের কাছে নিরাপত্তা নিতে হয়: ড. আতিক মুজাহিদ

আদমদীঘি জামায়াতের বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন

ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু, চালক আটক

স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি-গুইমারা

রাঙামাটিতে পৃথক নৌকাডুবির ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ-৩

মান্দায় দূর্ঘটনায় আহত যুবককে দিয়ে থানায় মামলা

চৌগাছার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেন সিনিয়র সচিব নাসিমুল গনি

সিংড়ায় বিএনপি নেতা অধ্যক্ষ আনু'র পূজা মন্ডপ পরিদর্শন

নবীনগরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

চৌগাছার রায় নগর গ্রামে চুরির হিড়িক, দিশেহারা মানুষ