চৌদ্দগ্রামে ২১ হাজার ৪৭০ পিস ইয়াবা সহ আটক ৪
কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার (১২ জুলাই) ভোরে শক্তিশালী চুম্বকের সাহায্যে লবণ বোঝাই ট্রাকের বডিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২১ হাজার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট ১২-০১৪০) সহ ১২ পিস চুম্বকের টুকরা ও পাঁচটি মোবাইল সেট জব্দ করা হয়। আটককৃতরা হলো: বান্দরবান জেলার লামা থানার গুলবানুর ঝিরি গ্রামের মো: রমজান আলীর ছেলে মো: সোহেল (২২), শাহ্ আনোয়ার (২৩) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার হাতিয়ারঘোনা গ্রামের মৃত কবির আহাম্মদ এর ছেলে নুরুল আলম (২৮) ও নুরুল ফারুক (২৪)। এ সময় চট্টগ্রাম জেলার পটিয়া থানার শান্তিরহাট গ্রামের ইদ্রিস মিয়া (৫০) নামে তাদের এক সহযোগি পালিয়ে যেতে সক্ষম হয়। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শাহিনুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে এসআই মো: আব্দুল মতিনের নেতৃত্বে এএসআই নজরুল ইসলাম, এএসআই মো: মহি উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসার গোলমানিক্য দীঘির পশ্চিম পাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ হাজার ৪৭০ পিস ইয়াবা সহ সোহেল, আনোয়ার, নুরুল আলম ও নুরুল ফারুককে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ট্রাকের বডিতে (ডাকনা ও বোনাটে) বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ পোটলায় ১১৩টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেটে সংরক্ষিত (যার প্রতি প্যাকেটে ১৯০পিস করে ইয়াবা) সর্বমোট ২১ হাজার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বুধবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-২৫/২০২৩) দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিশেষ অভিযানে ২১ হাজার ৪৭০ পিস ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ইয়াবার বড় একটি চালান আটককে চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ সফলতা হিসেবে বিবেচনা করছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ